ETV Bharat / sports

IPL নিয়ে অনিশ্চয়তা, শনিবার গভর্নিং কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত

author img

By

Published : Mar 12, 2020, 1:39 PM IST

ইতিমধ্যেই IPL-এর টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে মহারাষ্ট্র সরকার ৷ মাদ্রাজ় হাইকোর্টে IPL বন্ধ করার জন্য আবেদন জমা পড়েছে ৷ সব মিলিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন, আদৌ হবে তো এবারের IPL ?

IPL
IPL

মুম্বই, 12 ফেব্রুয়ারি : দেশে কোরোনা আক্রান্তের বাড়বাড়ন্তে IPL নিয়ে অনিশ্চয়তা বাড়চ্ছে ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় যতই আশ্বাস দিক, পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে IPL-এর 13তম সংস্করণ শুরু হওয়া নিয়ে সংশয় প্রবল ৷ ইতিমধ্যেই IPL-এর টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে মহারাষ্ট্র সরকার ৷ মাদ্রাজ় হাইকোর্টে IPL বন্ধ করার জন্য আবেদন জমা পড়েছে ৷ সব মিলিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন, আদৌ হবে তো এবারের IPL ? উত্তর মিলবে 14 মার্চ ৷ সেই দিনই 13তম IPL নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে IPL গভর্নিং কাউন্সিল ৷

29 মার্চ চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের IPL ৷ ম্যাচটি রয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৷ মহারাষ্ট্রে 10 জনের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর রয়েছে ৷ তাই সংক্রমণ ঠেকাতে দর্শকশূন্য মাঠে IPL হোক, চাইছে মহারাষ্ট্র সরকার ৷ মুম্বইয়ে ক্রোড়পতি লিগের টিকিট বিক্রিও বন্ধ হয়ে গিয়েছে ৷ ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজ়ও হবে ফাঁকা গ্যালারিতে ৷

পরিস্থিতি বিবেচনা করে শনিবার IPL গভর্নিং কাউন্সিলের বৈঠক বসতে চলেছে মুম্বইয়ে ৷ উপস্থিত থাকবেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ ৷ থাকবেন IPL গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল ৷

মুম্বই, 12 ফেব্রুয়ারি : দেশে কোরোনা আক্রান্তের বাড়বাড়ন্তে IPL নিয়ে অনিশ্চয়তা বাড়চ্ছে ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় যতই আশ্বাস দিক, পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে IPL-এর 13তম সংস্করণ শুরু হওয়া নিয়ে সংশয় প্রবল ৷ ইতিমধ্যেই IPL-এর টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে মহারাষ্ট্র সরকার ৷ মাদ্রাজ় হাইকোর্টে IPL বন্ধ করার জন্য আবেদন জমা পড়েছে ৷ সব মিলিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন, আদৌ হবে তো এবারের IPL ? উত্তর মিলবে 14 মার্চ ৷ সেই দিনই 13তম IPL নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে IPL গভর্নিং কাউন্সিল ৷

29 মার্চ চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের IPL ৷ ম্যাচটি রয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৷ মহারাষ্ট্রে 10 জনের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর রয়েছে ৷ তাই সংক্রমণ ঠেকাতে দর্শকশূন্য মাঠে IPL হোক, চাইছে মহারাষ্ট্র সরকার ৷ মুম্বইয়ে ক্রোড়পতি লিগের টিকিট বিক্রিও বন্ধ হয়ে গিয়েছে ৷ ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজ়ও হবে ফাঁকা গ্যালারিতে ৷

পরিস্থিতি বিবেচনা করে শনিবার IPL গভর্নিং কাউন্সিলের বৈঠক বসতে চলেছে মুম্বইয়ে ৷ উপস্থিত থাকবেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ ৷ থাকবেন IPL গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.