ETV Bharat / sports

রানার প্রতাপ-কৃষ্ণ সহায়, টিম গেমেই জয় এল কলকাতার - কলকাতা বনাম হায়দরাবাদ

ipl 2021
ipl 2021
author img

By

Published : Apr 11, 2021, 7:19 PM IST

Updated : Apr 11, 2021, 11:08 PM IST

23:05 April 11

বিশ্বকাপজয়ী অধিনায়ক, দলে দু একটা নতুন মুখ ৷ বাকি পুরানো সৈনিকদের নিয়ে ঢেলে দল সাজিয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলের 14তম সংস্করণে অভিযান শুরু করছে নাইটরা ৷ চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মুখোমুখি দুটি দল ৷

  • ভারতীয় ব্রিগেডের দুরন্ত পারফরমেন্সে চেন্নাইয়ের চেপকে সানরাইজার্স হায়দরাবাদকে 10 রানে হারিয়ে আইপিএলের সূচনা করল কলকাতা নাইট রাইডার্স ৷ প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স করে 6 উইকেটে 187 রান ৷ জবাবে হায়দরাবাদ থামল 177 রানে ৷  

23:02 April 11

  • শেষ ওভারে উঠল 11 রান ৷ 10 রানে ম্যাচ জিতল কলকাতা নাইট রাইডার্স ৷ জোড়া উইকেট নিলেন প্রসিধ কৃষ্ণ ৷

22:59 April 11

  • 19 ওভারে 166 রান হায়দরাবাদের ৷ শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন 22 রান ৷

22:55 April 11

  • 18 ওভার শেষে 5 উইকেট খুইয়ে 150 রান তুলেছে হায়দরাবাদ ৷ 54 রানে ব্যাট করছেন মণিশ পাণ্ডে ৷ জয়ের জন্য 10 বলে 31 রান প্রয়োজন হায়দরাবাদের ৷

22:53 April 11

  • ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে সাফল্য পেলেন আন্দ্রে রাসেল ৷ তাঁর বলে মরগ্যানের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন বিজয় শঙ্কর ৷ 7 বলে 11 রান করেছেন তিনি ৷

22:45 April 11

  • 16 ওভার শেষে 3 উইকেট খুইয়ে 131 রান তুলেছে হায়দরাবাদ ৷

22:43 April 11

  • নবিকে ফেরালেন প্রসিধ ৷ 14 রানে ফিরলেন আফগান অলরাউন্ডার ৷ ম্যাচে দ্বিতীয় উইকেট নিলেন প্রসিধ কৃষ্ণ ৷

22:38 April 11

  • প্রসিধ কৃষ্ণর বাউন্সারে হেলমেটে আঘাত পেলেন মহম্মদ নবি ৷ মাঠেই শুশ্রুষা চলছে তাঁর ৷ নবির কনকাশন পরীক্ষা করে দেখা হচ্ছে ৷

22:35 April 11

  • 15 ওভার শেষে হায়দরাবাদের স্কোর 3 উইকেটে 119 ৷ মণিশ পাণ্ডে 46 ও মহম্মদ নবি 5 রানে ব্যাট করছেন ৷

22:27 April 11

  • 13 ওভার শেষে 3 উইকেট খুইয়ে 102 রান তুলেছে ওয়ার্নারের দল ৷ অর্ধশতরানের দিকে এগোচ্ছেন মণিশ পাণ্ডে ৷

22:25 April 11

  • বেয়ারস্টো-মণিশ জুটিতে ভাঙন ধরালেন প্যাট কামিন্স ৷ নীতিশ রানার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন বিধ্বংসী বেয়ারস্টো ৷ কেকেআর শিবিরে স্বস্তির নিঃশ্বাস পড়ল ৷

22:20 April 11

  • দলগত 100 রান পূর্ণ করল হায়দরাবাদ ৷ বেয়ারস্টো 54 ও মণিশ 34 রানে ব্যাট করছেন ৷

22:20 April 11

  • 11 ওভার শেষে 2 উইকেট খুইয়ে 89 রান তুলেছে সাইরাইজার্স হায়দরাবাদ ৷

22:17 April 11

  • 50 পূর্ণ করলেন জনি বেয়ারস্টো ৷ বরুণ চক্রবর্তীর বলে ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান পূর্ণ করলেন তিনি ৷

22:10 April 11

  • 10 ওভার শেষে হায়দরাবাদের স্কোর 77/2 ৷ বরুণ চক্রবর্তীর প্রথম ওভারে উঠল 8 রান ৷

22:03 April 11

  • প্রাথমিক ধাক্কা সামলে হায়দরাবাদের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছেন জনি বেয়ারসটো-মণিশ পাণ্ডে ৷ জুটিতে ইতিমধ্যেই উঠেছে 50 রানের পার্টনারশিপ ৷ 9 ওভার শেষে হায়দরাবাদের স্কোর 2 উইকেটের বিনিময়ে 69 রান ৷ বেয়ারস্টো 36 এবং মণিশ 23 রানে ব্যাট করছেন ৷

21:50 April 11

  • পাওয়ারপ্লেতে 2 উইকেট খুইয়ে 35 রান উঠেছে হায়দরাবাদের খাতায় ৷ 13 রানে বেয়ারস্টো এবং 12 রানে ক্রিজে রয়েছেন মণিশ পাণ্ডে ৷

21:49 April 11

  • 5 ওভার শেষে হায়দরাবাদের স্কোর 2 উইকেটের বিনিময়ে 32 রান ৷ মণিশ পাণ্ডে 10 এবং জনি বেয়ারস্টো 12 রানে ব্যাট করছেন ৷

21:37 April 11

  • প্যাভিলিয়নে দুই ওপেনার ৷ বড় রান তাড়া করতে গিয়ে দ্রুত উইকেট খুইয়ে চাপে হায়দরাবাদ ৷

21:35 April 11

  • নাইটদের জার্সিতে বল হাতে মাঠে নেমেই সাফল্য শাকিব আল হাসানের ৷ ঋদ্ধিমান সাহাকে বোল্ড আউট করলেন তিনি ৷ 6 বলে 7 রান করে ফিরলেন ঋদ্ধি ৷ পরবর্তী ব্যাটসম্যান জনি বেয়ারস্টো ৷

21:31 April 11

  • তবে ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না ওয়ার্নার ৷ দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই ওয়ার্নারকে ফেরালেন প্রসিধ কৃষ্ণ ৷ প্রথম উইকেট হারাল সানরাইজার্স হায়দরাবাদ ৷ হাতে বল তুল নিতেই সাফল্য পেলেন কৃষ্ণ ৷ ওয়ার্নারের স্কোর 4 বলে 3 রান ৷ 1.3 ওভারে 1 উইকেট খুইয়ে 10 রান তুলেছে হায়দরাবাদ ৷

21:30 April 11

  • প্রথম বলেই আউট হতে হতে বাঁচলেন ডেভিড ওয়ার্নার ৷ ওয়ার্নারের গুরুত্বপূর্ণ ক্যাচ ফসকালেন প্যাট কামিন্স ৷

21:29 April 11

  • প্রথম ওভার শেষে বিনা উইকেটে 8 রান হায়দরাবাদের ৷

21:28 April 11

  • হায়দরাবাদের হয়ে রান তাড়া করতে নামলেন ঋদ্ধিমান সাহা ও ডেভিড ওয়ার্নার ৷ কেকেআরের হয়ে বোলিং শুরু করেন হরভজন ৷

21:13 April 11

  • নির্ধারিত 20 ওভারে 6 উইকেট খুইয়ে 187 রান তুলেছে কেকেআর ৷ দ্রুত উইকেট খুইয়ে 200-র গণ্ডি ছুঁতে পারল না মরগ্যানের দল ৷ 2টি চার ও একটি ছয়ের সাহায্যে 9 বলে 22 রান করে অপরাজিত থাকলেন দীনেশ কার্তিক ৷ শেষ ওভারের শেষ বলে শাকিব আল হাসানকে আউট করেন ভুবনেশ্বর কুমার ৷

20:59 April 11

  • ফের সাফল্যে মহম্মদ নবির ৷ ক্রিজে থিতু হওয়ার আগেই ফেরালেন ইয়ন মরগ্যানকে ৷ পরপর দুই বলে নীতিশ রানা ও মরগ্যানকে ফেরালেন নবি ৷

20:56 April 11

  • ব্যক্তিগত 80 রানে ফিরলেন নীতিশ রানা ৷ মহম্মদ নবির বলে বিজয় শঙ্করের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি ৷ 17.3 ওভারে 4 উইকেট হারিয়ে 160 রান তুলেছে কেকেআর ৷ নতুন ব্যাটসম্যান ইয়ন মরগ্যান ৷

20:50 April 11

  • ক্রিজে নেমেই ফিরলেন আন্দ্রে রাসেল (5) ৷ রশিদ খানের বলে মণিশ পাণ্ডের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি ৷ 16.2 ওভারে 3 উইকেট হারিয়ে 153 রান তুলেছে কলকাতা ৷

20:46 April 11

  • ক্রিজে নামলেন আন্দ্রে রাসেল ৷ গত মরসুমের ব্যর্থতা কাটাতে মরিয়া ক্যারবিয়ান অলরাউন্ডার ৷

20:45 April 11

  • হায়দরাবাদকে ব্রেক থ্রু দিলেন টি নটরাজন ৷ উইকেটের পিছনে থাকা ঋদ্ধিমানের দস্তানায় জমা পড়লেন রাহুল ত্রিপাঠী ৷ 53 রান করে ফিরলেন তিনি ৷ 15.2 ওভারে 2 উইকেট হারিয়ে 146 রান তুলেছে কেকেআর ৷

20:41 April 11

  • অর্ধশতরান পূর্ণ করলেন রাহুল ত্রিপাঠী ৷ 28 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি ৷ আইপিএলে এটি রাহুলের ষষ্ঠ অর্ধশতরান ৷

20:34 April 11

  • 14 ওভারে কেকেআরের খাতায় উঠল 126 রান ৷ নীতিশ রানা 72 এবং রাহুল ত্রিপাঠী 39 রানে ব্যাট করছেন ৷

20:32 April 11

  • ঝড়ের গতিতে এগোচ্ছে রান ৷ রাহুল ত্রিপাঠী ও নীতিশ রানার জুটিতে উঠল 50 রান ৷

20:30 April 11

  • 12 ওভারে দলীয় 100 রান পূর্ণ করল কেকেআর ৷ 65 রানে ব্যাট করছেন রানা ৷ 34 রানে ক্রিজে রয়েছেন রাহুল ত্রিপাঠী ৷

20:23 April 11

  • আইপিএলে 1000 রান পূর্ণ করলেন রাহুল ত্রিপাঠী ৷

20:18 April 11

  • বিজয় শঙ্করের বলে ছয় হাঁকিয়ে অর্ধশতরান পূর্ণ করলেন নীতিশ রানা ৷ 10 ওভার শেষে 1 উইকেট হারিয়ে 83 রান তুলল কেকেআর ৷

20:10 April 11

  • 9 ওভার শেষে 1 উইকেট হারিয়ে 69 রান তুলেছে কেকেআর ৷ নীতিশ রানা 42 রান ও রাহুল ত্রিপাঠী 12 রানে অপরাজিত রয়েছেন ৷

20:02 April 11

  • আউট শুভমন গিল ৷ রশিদ খানের বলে বোল্ড আউট হয়ে ফিরলেন তিনি ৷ 13 বলে 15 রান করলেন শুভমন ৷

19:59 April 11

  • আক্রমণাত্মক শুরু কেকেআরের ওপেনিং জুটির ৷ প্রথম 6 ওভারে উঠল 50 রান ৷

19:58 April 11

  • 5.5 ওভারে দলীয় 50 রান পূর্ণ হল কেকেআরের ৷ নীতিশ রানা 36 রান ও শুভমন গিল 14 রানে ক্রিজে রয়েছেন ৷

19:58 April 11

  • 5 ওভার শেষে 45 রান তুলল কলকাতা নাইট রাইডার্স ৷

19:46 April 11

  • 3 ওভার শেষে নাইটদের স্কোর 19 ৷ ক্রিজে রয়েছেন শুভমন গিল এবং নীতিশ রানা ৷

19:41 April 11

  • প্রথম দুই ওভারে বিনা উইকেটে 13 রান তুলেছে কেকেআর ৷

19:40 April 11

  • সানরাইজার্সের হয়ে উইকেটরক্ষকের ভূমিকা পালন করছেন ঋদ্ধিমান সাহা ৷

19:31 April 11

  • কেকেআরের হয়ে ম্যাচের সূচনায় শুভমন গিলের সঙ্গী নীতিশ রানা ৷ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বোলিং শুরু করলেন ভুবনেশ্বর কুমার ৷ প্রথম বলেই নীতিশ রানার ব্যাটে বাউন্ডারি এল ৷

19:13 April 11

  • হায়দরাবাদের হয়ে মাঠে নামছেন বঙ্গ ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ৷ সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশে রয়েছেন - ডেভিড ওয়ার্নার, মণিশ পাণ্ডে, জনি বেয়ারস্টো, বিজয় শঙ্কর, মহম্মদ নবি, ও আহমেদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, এস শর্মা এবং টি নটরাজন ৷

19:08 April 11

  • কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে নামছেন হরভজন সিং ৷ দলে নেই সুনীল নারাইন ৷ চার বিদেশি হিসেবে দলে থাকছেন ইয়ন মরগ্যান, শাকিব আল হাসান, আন্দ্রে রাসেল এবং প্যাট কামিন্স ৷ নাইটদের প্রথম একাদশে রয়েছেন- শুভমন গিল, রাহুল ত্রিপাঠী, নীতিশ রানা, দীনেশ কার্তিক, ইয়ন মরগ্যান, আন্দ্রে রাসেল, শাকিব আল হাসান, হরভজন সিং, বরুণ চক্রবর্তী, প্যাট কামিন্স এবং প্রসিধ কৃষ্ণ ৷

18:36 April 11

  • টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৷

23:05 April 11

বিশ্বকাপজয়ী অধিনায়ক, দলে দু একটা নতুন মুখ ৷ বাকি পুরানো সৈনিকদের নিয়ে ঢেলে দল সাজিয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলের 14তম সংস্করণে অভিযান শুরু করছে নাইটরা ৷ চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মুখোমুখি দুটি দল ৷

  • ভারতীয় ব্রিগেডের দুরন্ত পারফরমেন্সে চেন্নাইয়ের চেপকে সানরাইজার্স হায়দরাবাদকে 10 রানে হারিয়ে আইপিএলের সূচনা করল কলকাতা নাইট রাইডার্স ৷ প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স করে 6 উইকেটে 187 রান ৷ জবাবে হায়দরাবাদ থামল 177 রানে ৷  

23:02 April 11

  • শেষ ওভারে উঠল 11 রান ৷ 10 রানে ম্যাচ জিতল কলকাতা নাইট রাইডার্স ৷ জোড়া উইকেট নিলেন প্রসিধ কৃষ্ণ ৷

22:59 April 11

  • 19 ওভারে 166 রান হায়দরাবাদের ৷ শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন 22 রান ৷

22:55 April 11

  • 18 ওভার শেষে 5 উইকেট খুইয়ে 150 রান তুলেছে হায়দরাবাদ ৷ 54 রানে ব্যাট করছেন মণিশ পাণ্ডে ৷ জয়ের জন্য 10 বলে 31 রান প্রয়োজন হায়দরাবাদের ৷

22:53 April 11

  • ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে সাফল্য পেলেন আন্দ্রে রাসেল ৷ তাঁর বলে মরগ্যানের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন বিজয় শঙ্কর ৷ 7 বলে 11 রান করেছেন তিনি ৷

22:45 April 11

  • 16 ওভার শেষে 3 উইকেট খুইয়ে 131 রান তুলেছে হায়দরাবাদ ৷

22:43 April 11

  • নবিকে ফেরালেন প্রসিধ ৷ 14 রানে ফিরলেন আফগান অলরাউন্ডার ৷ ম্যাচে দ্বিতীয় উইকেট নিলেন প্রসিধ কৃষ্ণ ৷

22:38 April 11

  • প্রসিধ কৃষ্ণর বাউন্সারে হেলমেটে আঘাত পেলেন মহম্মদ নবি ৷ মাঠেই শুশ্রুষা চলছে তাঁর ৷ নবির কনকাশন পরীক্ষা করে দেখা হচ্ছে ৷

22:35 April 11

  • 15 ওভার শেষে হায়দরাবাদের স্কোর 3 উইকেটে 119 ৷ মণিশ পাণ্ডে 46 ও মহম্মদ নবি 5 রানে ব্যাট করছেন ৷

22:27 April 11

  • 13 ওভার শেষে 3 উইকেট খুইয়ে 102 রান তুলেছে ওয়ার্নারের দল ৷ অর্ধশতরানের দিকে এগোচ্ছেন মণিশ পাণ্ডে ৷

22:25 April 11

  • বেয়ারস্টো-মণিশ জুটিতে ভাঙন ধরালেন প্যাট কামিন্স ৷ নীতিশ রানার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন বিধ্বংসী বেয়ারস্টো ৷ কেকেআর শিবিরে স্বস্তির নিঃশ্বাস পড়ল ৷

22:20 April 11

  • দলগত 100 রান পূর্ণ করল হায়দরাবাদ ৷ বেয়ারস্টো 54 ও মণিশ 34 রানে ব্যাট করছেন ৷

22:20 April 11

  • 11 ওভার শেষে 2 উইকেট খুইয়ে 89 রান তুলেছে সাইরাইজার্স হায়দরাবাদ ৷

22:17 April 11

  • 50 পূর্ণ করলেন জনি বেয়ারস্টো ৷ বরুণ চক্রবর্তীর বলে ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান পূর্ণ করলেন তিনি ৷

22:10 April 11

  • 10 ওভার শেষে হায়দরাবাদের স্কোর 77/2 ৷ বরুণ চক্রবর্তীর প্রথম ওভারে উঠল 8 রান ৷

22:03 April 11

  • প্রাথমিক ধাক্কা সামলে হায়দরাবাদের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছেন জনি বেয়ারসটো-মণিশ পাণ্ডে ৷ জুটিতে ইতিমধ্যেই উঠেছে 50 রানের পার্টনারশিপ ৷ 9 ওভার শেষে হায়দরাবাদের স্কোর 2 উইকেটের বিনিময়ে 69 রান ৷ বেয়ারস্টো 36 এবং মণিশ 23 রানে ব্যাট করছেন ৷

21:50 April 11

  • পাওয়ারপ্লেতে 2 উইকেট খুইয়ে 35 রান উঠেছে হায়দরাবাদের খাতায় ৷ 13 রানে বেয়ারস্টো এবং 12 রানে ক্রিজে রয়েছেন মণিশ পাণ্ডে ৷

21:49 April 11

  • 5 ওভার শেষে হায়দরাবাদের স্কোর 2 উইকেটের বিনিময়ে 32 রান ৷ মণিশ পাণ্ডে 10 এবং জনি বেয়ারস্টো 12 রানে ব্যাট করছেন ৷

21:37 April 11

  • প্যাভিলিয়নে দুই ওপেনার ৷ বড় রান তাড়া করতে গিয়ে দ্রুত উইকেট খুইয়ে চাপে হায়দরাবাদ ৷

21:35 April 11

  • নাইটদের জার্সিতে বল হাতে মাঠে নেমেই সাফল্য শাকিব আল হাসানের ৷ ঋদ্ধিমান সাহাকে বোল্ড আউট করলেন তিনি ৷ 6 বলে 7 রান করে ফিরলেন ঋদ্ধি ৷ পরবর্তী ব্যাটসম্যান জনি বেয়ারস্টো ৷

21:31 April 11

  • তবে ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না ওয়ার্নার ৷ দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই ওয়ার্নারকে ফেরালেন প্রসিধ কৃষ্ণ ৷ প্রথম উইকেট হারাল সানরাইজার্স হায়দরাবাদ ৷ হাতে বল তুল নিতেই সাফল্য পেলেন কৃষ্ণ ৷ ওয়ার্নারের স্কোর 4 বলে 3 রান ৷ 1.3 ওভারে 1 উইকেট খুইয়ে 10 রান তুলেছে হায়দরাবাদ ৷

21:30 April 11

  • প্রথম বলেই আউট হতে হতে বাঁচলেন ডেভিড ওয়ার্নার ৷ ওয়ার্নারের গুরুত্বপূর্ণ ক্যাচ ফসকালেন প্যাট কামিন্স ৷

21:29 April 11

  • প্রথম ওভার শেষে বিনা উইকেটে 8 রান হায়দরাবাদের ৷

21:28 April 11

  • হায়দরাবাদের হয়ে রান তাড়া করতে নামলেন ঋদ্ধিমান সাহা ও ডেভিড ওয়ার্নার ৷ কেকেআরের হয়ে বোলিং শুরু করেন হরভজন ৷

21:13 April 11

  • নির্ধারিত 20 ওভারে 6 উইকেট খুইয়ে 187 রান তুলেছে কেকেআর ৷ দ্রুত উইকেট খুইয়ে 200-র গণ্ডি ছুঁতে পারল না মরগ্যানের দল ৷ 2টি চার ও একটি ছয়ের সাহায্যে 9 বলে 22 রান করে অপরাজিত থাকলেন দীনেশ কার্তিক ৷ শেষ ওভারের শেষ বলে শাকিব আল হাসানকে আউট করেন ভুবনেশ্বর কুমার ৷

20:59 April 11

  • ফের সাফল্যে মহম্মদ নবির ৷ ক্রিজে থিতু হওয়ার আগেই ফেরালেন ইয়ন মরগ্যানকে ৷ পরপর দুই বলে নীতিশ রানা ও মরগ্যানকে ফেরালেন নবি ৷

20:56 April 11

  • ব্যক্তিগত 80 রানে ফিরলেন নীতিশ রানা ৷ মহম্মদ নবির বলে বিজয় শঙ্করের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি ৷ 17.3 ওভারে 4 উইকেট হারিয়ে 160 রান তুলেছে কেকেআর ৷ নতুন ব্যাটসম্যান ইয়ন মরগ্যান ৷

20:50 April 11

  • ক্রিজে নেমেই ফিরলেন আন্দ্রে রাসেল (5) ৷ রশিদ খানের বলে মণিশ পাণ্ডের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি ৷ 16.2 ওভারে 3 উইকেট হারিয়ে 153 রান তুলেছে কলকাতা ৷

20:46 April 11

  • ক্রিজে নামলেন আন্দ্রে রাসেল ৷ গত মরসুমের ব্যর্থতা কাটাতে মরিয়া ক্যারবিয়ান অলরাউন্ডার ৷

20:45 April 11

  • হায়দরাবাদকে ব্রেক থ্রু দিলেন টি নটরাজন ৷ উইকেটের পিছনে থাকা ঋদ্ধিমানের দস্তানায় জমা পড়লেন রাহুল ত্রিপাঠী ৷ 53 রান করে ফিরলেন তিনি ৷ 15.2 ওভারে 2 উইকেট হারিয়ে 146 রান তুলেছে কেকেআর ৷

20:41 April 11

  • অর্ধশতরান পূর্ণ করলেন রাহুল ত্রিপাঠী ৷ 28 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি ৷ আইপিএলে এটি রাহুলের ষষ্ঠ অর্ধশতরান ৷

20:34 April 11

  • 14 ওভারে কেকেআরের খাতায় উঠল 126 রান ৷ নীতিশ রানা 72 এবং রাহুল ত্রিপাঠী 39 রানে ব্যাট করছেন ৷

20:32 April 11

  • ঝড়ের গতিতে এগোচ্ছে রান ৷ রাহুল ত্রিপাঠী ও নীতিশ রানার জুটিতে উঠল 50 রান ৷

20:30 April 11

  • 12 ওভারে দলীয় 100 রান পূর্ণ করল কেকেআর ৷ 65 রানে ব্যাট করছেন রানা ৷ 34 রানে ক্রিজে রয়েছেন রাহুল ত্রিপাঠী ৷

20:23 April 11

  • আইপিএলে 1000 রান পূর্ণ করলেন রাহুল ত্রিপাঠী ৷

20:18 April 11

  • বিজয় শঙ্করের বলে ছয় হাঁকিয়ে অর্ধশতরান পূর্ণ করলেন নীতিশ রানা ৷ 10 ওভার শেষে 1 উইকেট হারিয়ে 83 রান তুলল কেকেআর ৷

20:10 April 11

  • 9 ওভার শেষে 1 উইকেট হারিয়ে 69 রান তুলেছে কেকেআর ৷ নীতিশ রানা 42 রান ও রাহুল ত্রিপাঠী 12 রানে অপরাজিত রয়েছেন ৷

20:02 April 11

  • আউট শুভমন গিল ৷ রশিদ খানের বলে বোল্ড আউট হয়ে ফিরলেন তিনি ৷ 13 বলে 15 রান করলেন শুভমন ৷

19:59 April 11

  • আক্রমণাত্মক শুরু কেকেআরের ওপেনিং জুটির ৷ প্রথম 6 ওভারে উঠল 50 রান ৷

19:58 April 11

  • 5.5 ওভারে দলীয় 50 রান পূর্ণ হল কেকেআরের ৷ নীতিশ রানা 36 রান ও শুভমন গিল 14 রানে ক্রিজে রয়েছেন ৷

19:58 April 11

  • 5 ওভার শেষে 45 রান তুলল কলকাতা নাইট রাইডার্স ৷

19:46 April 11

  • 3 ওভার শেষে নাইটদের স্কোর 19 ৷ ক্রিজে রয়েছেন শুভমন গিল এবং নীতিশ রানা ৷

19:41 April 11

  • প্রথম দুই ওভারে বিনা উইকেটে 13 রান তুলেছে কেকেআর ৷

19:40 April 11

  • সানরাইজার্সের হয়ে উইকেটরক্ষকের ভূমিকা পালন করছেন ঋদ্ধিমান সাহা ৷

19:31 April 11

  • কেকেআরের হয়ে ম্যাচের সূচনায় শুভমন গিলের সঙ্গী নীতিশ রানা ৷ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বোলিং শুরু করলেন ভুবনেশ্বর কুমার ৷ প্রথম বলেই নীতিশ রানার ব্যাটে বাউন্ডারি এল ৷

19:13 April 11

  • হায়দরাবাদের হয়ে মাঠে নামছেন বঙ্গ ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ৷ সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশে রয়েছেন - ডেভিড ওয়ার্নার, মণিশ পাণ্ডে, জনি বেয়ারস্টো, বিজয় শঙ্কর, মহম্মদ নবি, ও আহমেদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, এস শর্মা এবং টি নটরাজন ৷

19:08 April 11

  • কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে নামছেন হরভজন সিং ৷ দলে নেই সুনীল নারাইন ৷ চার বিদেশি হিসেবে দলে থাকছেন ইয়ন মরগ্যান, শাকিব আল হাসান, আন্দ্রে রাসেল এবং প্যাট কামিন্স ৷ নাইটদের প্রথম একাদশে রয়েছেন- শুভমন গিল, রাহুল ত্রিপাঠী, নীতিশ রানা, দীনেশ কার্তিক, ইয়ন মরগ্যান, আন্দ্রে রাসেল, শাকিব আল হাসান, হরভজন সিং, বরুণ চক্রবর্তী, প্যাট কামিন্স এবং প্রসিধ কৃষ্ণ ৷

18:36 April 11

  • টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৷
Last Updated : Apr 11, 2021, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.