ETV Bharat / sports

আজ দিল্লি বনাম পঞ্জাব ম্যাচে মগজাস্ত্রের লড়াই পন্টিং-কুম্বলের - match preview between Delhi capitals and kings eleven punjab

গতকাল CSK বনাম মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে সেভাবে মারকুটে ব্যাটিংয়ের দেখা পাওয়া যায়নি । আজ দর্শকদের সেই আক্ষেপ পূর্ণ হতে পারে ।

IPL
IPL
author img

By

Published : Sep 20, 2020, 11:48 AM IST

আবু ধাবি, 20 সেপ্টেম্বর : মাঠের মধ্যে লড়াইটা জাতীয় দলের দুই তরুণ ক্রিকেটারের মধ্যে । আর মাঠের বাইরের লড়াইটা দুই ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের । রবিবাসরীয় সন্ধ্যায় 2020 IPL- এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভেন পঞ্জাব । দুই দলের নেতৃত্বে রয়েছেন যথাক্রমে শ্রেয়স আয়ার ও লোকেশ রাহুল । ভারতীয় ক্রিকেটের এই দুই ভবিষ্যত তারকা লড়বেন মাঠে । আর তাদের এই লড়াইয়ের পিছনে কাজ করবে রিকি পন্টিং ও অনিল কুম্বলের মগজাস্ত্র ।

গতকাল CSK বনাম মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে সেভাবে মারকুটে ব্যাটিংয়ের দেখা পাওয়া যায়নি । আজ দর্শকদের সেই আক্ষেপ পূর্ণ হতে পারে । দুবাই স্টেডিয়ামের বাউন্ডারি তুলনামূলকভাবে ছোটো । ফলে চার, ছয়ের বন্যা দেখার সুযোগ থাকছে । তা ছাড়া দু'দলেই রয়েছে একাধিক মারকুটে ব্যাটসম্যান । দিল্লিতে রয়েছেন শিখর ধাওয়ান, পন্থ, পৃথ্বী শ ও শিমরান হেটমায়ার । যাঁরা নিজেদের দিনে একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন । অন্যদিকে পঞ্জাবের প্রধান অস্ত্র ক্রিস গেইল । তাঁকে সঙ্গ দেবেন গ্লেন ম্যাক্সওয়েল, লোকেশ রাহুলরা । প্রীতি জিন্টার দলে রয়েছেন মায়াঙ্ক আগরওয়ালের মত ব্যাটসম্যান ।

দুই দলের কোচের দিকে তাকালে দেখা যাবে IPL - এর কোচ হিসেবে আগেই সাফল্য পেয়েছেন রিকি পন্টিং । 2015 সালে মুম্বইয়ের IPL জয়ী দলের কোচ তিনি । গত বছর দিল্লি ক্যাপিটালসকে প্লে অফে তুলতে সাহায্য করেছেন । কোহলিদের প্রাক্তন কোচ অনিল কুম্বলে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মেন্টর হিসেবে কাজ করেছেন । কিন্তু জাতীয় দলের কোচ হিসেবে কুম্বলের পারফরম্যান্স নজরকাড়া ।

ধারে ও ভারে দুই দল একে অপরকে টেক্কা দিলেও বোলিং বিভাগে পঞ্জাবের থেকে এগিয়ে দিল্লি । আমিরশাহীর স্পিন সহায়ক পিচে আগুন ঝরাবেন রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেল, অমিত মিশ্ররা । পঞ্জাবের দলে সেই অর্থে কোনও তারকা স্পিনার নেই । পেস বিভাগেও দিল্লির কাছে রয়েছে কাগিসো রাবাদা, ড্যানিয়েল স্যামসরা । গত IPL-এর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি রাবাদা এবারও ধারাবাহিক পারফরম্যান্স করবেন বলে আশা ফ্যানদের । পেস বিভাগে পঞ্জাবের নেতৃত্বে থাকবেন মহম্মদ শামি । রয়েছেন ইশান পোড়েল, শেলডন কটরেল ।

দুই তরুণ অধিনায়কের লড়াইয়ে আজ কে বাজিমাত করে তাই এখন দেখার।

আবু ধাবি, 20 সেপ্টেম্বর : মাঠের মধ্যে লড়াইটা জাতীয় দলের দুই তরুণ ক্রিকেটারের মধ্যে । আর মাঠের বাইরের লড়াইটা দুই ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের । রবিবাসরীয় সন্ধ্যায় 2020 IPL- এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভেন পঞ্জাব । দুই দলের নেতৃত্বে রয়েছেন যথাক্রমে শ্রেয়স আয়ার ও লোকেশ রাহুল । ভারতীয় ক্রিকেটের এই দুই ভবিষ্যত তারকা লড়বেন মাঠে । আর তাদের এই লড়াইয়ের পিছনে কাজ করবে রিকি পন্টিং ও অনিল কুম্বলের মগজাস্ত্র ।

গতকাল CSK বনাম মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে সেভাবে মারকুটে ব্যাটিংয়ের দেখা পাওয়া যায়নি । আজ দর্শকদের সেই আক্ষেপ পূর্ণ হতে পারে । দুবাই স্টেডিয়ামের বাউন্ডারি তুলনামূলকভাবে ছোটো । ফলে চার, ছয়ের বন্যা দেখার সুযোগ থাকছে । তা ছাড়া দু'দলেই রয়েছে একাধিক মারকুটে ব্যাটসম্যান । দিল্লিতে রয়েছেন শিখর ধাওয়ান, পন্থ, পৃথ্বী শ ও শিমরান হেটমায়ার । যাঁরা নিজেদের দিনে একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন । অন্যদিকে পঞ্জাবের প্রধান অস্ত্র ক্রিস গেইল । তাঁকে সঙ্গ দেবেন গ্লেন ম্যাক্সওয়েল, লোকেশ রাহুলরা । প্রীতি জিন্টার দলে রয়েছেন মায়াঙ্ক আগরওয়ালের মত ব্যাটসম্যান ।

দুই দলের কোচের দিকে তাকালে দেখা যাবে IPL - এর কোচ হিসেবে আগেই সাফল্য পেয়েছেন রিকি পন্টিং । 2015 সালে মুম্বইয়ের IPL জয়ী দলের কোচ তিনি । গত বছর দিল্লি ক্যাপিটালসকে প্লে অফে তুলতে সাহায্য করেছেন । কোহলিদের প্রাক্তন কোচ অনিল কুম্বলে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মেন্টর হিসেবে কাজ করেছেন । কিন্তু জাতীয় দলের কোচ হিসেবে কুম্বলের পারফরম্যান্স নজরকাড়া ।

ধারে ও ভারে দুই দল একে অপরকে টেক্কা দিলেও বোলিং বিভাগে পঞ্জাবের থেকে এগিয়ে দিল্লি । আমিরশাহীর স্পিন সহায়ক পিচে আগুন ঝরাবেন রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেল, অমিত মিশ্ররা । পঞ্জাবের দলে সেই অর্থে কোনও তারকা স্পিনার নেই । পেস বিভাগেও দিল্লির কাছে রয়েছে কাগিসো রাবাদা, ড্যানিয়েল স্যামসরা । গত IPL-এর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি রাবাদা এবারও ধারাবাহিক পারফরম্যান্স করবেন বলে আশা ফ্যানদের । পেস বিভাগে পঞ্জাবের নেতৃত্বে থাকবেন মহম্মদ শামি । রয়েছেন ইশান পোড়েল, শেলডন কটরেল ।

দুই তরুণ অধিনায়কের লড়াইয়ে আজ কে বাজিমাত করে তাই এখন দেখার।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.