ETV Bharat / sports

ভাঙল অতীতের রেকর্ড, ধোনি - রোহিত দ্বৈরথ দেখল 20 কোটি দর্শক - আইপিএলের উদ্বোধনী ম্যাচ দেখল রেকর্ড 20 কোটি মানুষ

এর আগে বিশ্বের কোনও স্পোর্টিং ইভেন্টের উদ্বোধনী ম্যাচ এত সংখ্যক দর্শক দেখেনি ।

IPL
IPL
author img

By

Published : Sep 22, 2020, 6:25 PM IST

আবু ধাবি, 22 সেপ্টেম্বর : রেকর্ড দর্শকের আশা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । BCCI প্রেসিডেন্টের সেই আশা পূর্ণ হল উদ্বোধনী ম্যাচেই । IPL- এর ওপেনিং ম্যাচে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের লড়াই বাড়ি বসে দেখল 20 কোটি দর্শক । যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে ।

মাঠে গিয়ে প্রিয় দলকে চিয়ার করার উপায় নেই । অগত্যা টিভি বা মোবাইলই ভরসা । এটা খুব ভালোভাবেই বুঝেছিলেন সৌরভ । তাই এবারের ক্রোড়পতি লিগে রেকর্ড দর্শকের আশা করছিলেন তিনি । বোর্ড প্রেসিডেন্টের অনুমান যে কতটা সত্যি তা বোঝা গেল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই । সচিব জয় শাহের ঘোষণা অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানের জাঁকজমক না থাকা সত্ত্বেও সেদিনের ম্যাচ দেখেছে 20 কোটি দর্শক । টুইটারে বোর্ড সচিব লিখেছেন, “ড্রিম 11 IPL- এর ওপেনিং ম্যাচ নতুন রেকর্ড স্থাপন করেছে । ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের দেওয়া তথ্য অনুযায়ী, 20 কোটি দর্শক ম্যাচটি দেখেছে । যা যেকোনও দেশের যেকোনও স্পোর্টিং লিগের উদ্বোধনী ম্যাচ দেখা দর্শকের চেয়ে বেশি ।”

উদ্বোধনী ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন মহেন্দ্র সিং ধোনি । অবসর ঘোষণার পর মাহিকে 22 গজে দেখতে মুখিয়ে ছিলেন ক্রিকেটপ্রেমীরা । পাশাপাশি IPL- এর সবচেয়ে সফল দুই দলের লড়াই মিস করতে চায়নি ক্রিকেট ভক্তরা ।

আবু ধাবি, 22 সেপ্টেম্বর : রেকর্ড দর্শকের আশা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । BCCI প্রেসিডেন্টের সেই আশা পূর্ণ হল উদ্বোধনী ম্যাচেই । IPL- এর ওপেনিং ম্যাচে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের লড়াই বাড়ি বসে দেখল 20 কোটি দর্শক । যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে ।

মাঠে গিয়ে প্রিয় দলকে চিয়ার করার উপায় নেই । অগত্যা টিভি বা মোবাইলই ভরসা । এটা খুব ভালোভাবেই বুঝেছিলেন সৌরভ । তাই এবারের ক্রোড়পতি লিগে রেকর্ড দর্শকের আশা করছিলেন তিনি । বোর্ড প্রেসিডেন্টের অনুমান যে কতটা সত্যি তা বোঝা গেল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই । সচিব জয় শাহের ঘোষণা অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানের জাঁকজমক না থাকা সত্ত্বেও সেদিনের ম্যাচ দেখেছে 20 কোটি দর্শক । টুইটারে বোর্ড সচিব লিখেছেন, “ড্রিম 11 IPL- এর ওপেনিং ম্যাচ নতুন রেকর্ড স্থাপন করেছে । ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের দেওয়া তথ্য অনুযায়ী, 20 কোটি দর্শক ম্যাচটি দেখেছে । যা যেকোনও দেশের যেকোনও স্পোর্টিং লিগের উদ্বোধনী ম্যাচ দেখা দর্শকের চেয়ে বেশি ।”

উদ্বোধনী ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন মহেন্দ্র সিং ধোনি । অবসর ঘোষণার পর মাহিকে 22 গজে দেখতে মুখিয়ে ছিলেন ক্রিকেটপ্রেমীরা । পাশাপাশি IPL- এর সবচেয়ে সফল দুই দলের লড়াই মিস করতে চায়নি ক্রিকেট ভক্তরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.