ETV Bharat / sports

এবারও অধরা ট্রফি, তবুও দল নিয়ে গর্বিত কোহলি - RCB

গতকাল এলিমিনেটর পর্বে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হেরে RCB-র খেতাব জয়ের স্বপ্ন ভেঙেছে ৷

এবারও অধরা ট্রফি, তবুও দল নিয়ে গর্বিত কোহলি
এবারও অধরা ট্রফি, তবুও দল নিয়ে গর্বিত কোহলি
author img

By

Published : Nov 7, 2020, 4:41 PM IST

আবু ধাবি, 7 নভেম্বর : 6 উইকেটে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচ হেরে IPL থেকে বিদায় নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ তারপরই RCB সতীর্থদের উদ্দেশে সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ এবারও খেতাব অধরা থাকলেও দল নিয়ে গর্বিত বিরাট ৷

কোরোনা প্যানডেমিক অনেক কিছু বদলে দিয়েছে ৷ মানুষের জীবনযাত্রায় বদল এসেছে ৷ আরব আমিরশাহীতে চলতি IPL-এও বেশ কিছু পরিবর্তন চোখে পড়েছে৷ দেশের বাইরে IPL আয়োজিত হয়েছে ৷ প্রথমবার লিগ পর্ব থেকে ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস ৷ কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের IPL ভাগ্যে কোনও পরিবর্তন নেই ৷ 13টি সংস্করণ ধরে ব্যর্থতা ছাড়া আর কিছুই জোটেনি ৷ গতকাল এলিমিনেটর পর্বে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হেরে RCB-র খেতাব জয়ের স্বপ্ন ভেঙেছে ৷ তারপরই সোশাল মিডিয়ায় দলের উদ্দেশে বার্তা দিলেন অধিনায়ক বিরাট কোহলি ৷

কোহলি লিখেছেন, "একসঙ্গে অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গেলাম ৷ দল হিসেবে এই যাত্রাটা দারুণ ছিল ৷ হ্যাঁ, এটা ঠিক যে অনেক কিছু আমাদের পক্ষে যায়নি ৷ কিন্তু পুরো টিমের প্রতি গর্ব অনুভব করছি ৷ সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ ৷ তোমাদের ভালোবাসা আমাদের শক্তিশালী করেছে ৷ শীঘ্রই দেখা হবে ৷"

  • Together through the highs and lows. It's been a great journey for us as a unit. Yes things did not go our way but proud of the whole group. Thank you to all our fans for your support. Your love makes us stronger. See you all soon. #PlayBold @RCBTweets ❤️ pic.twitter.com/jIULXT0DLz

    — Virat Kohli (@imVkohli) November 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আবু ধাবি, 7 নভেম্বর : 6 উইকেটে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচ হেরে IPL থেকে বিদায় নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ তারপরই RCB সতীর্থদের উদ্দেশে সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ এবারও খেতাব অধরা থাকলেও দল নিয়ে গর্বিত বিরাট ৷

কোরোনা প্যানডেমিক অনেক কিছু বদলে দিয়েছে ৷ মানুষের জীবনযাত্রায় বদল এসেছে ৷ আরব আমিরশাহীতে চলতি IPL-এও বেশ কিছু পরিবর্তন চোখে পড়েছে৷ দেশের বাইরে IPL আয়োজিত হয়েছে ৷ প্রথমবার লিগ পর্ব থেকে ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস ৷ কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের IPL ভাগ্যে কোনও পরিবর্তন নেই ৷ 13টি সংস্করণ ধরে ব্যর্থতা ছাড়া আর কিছুই জোটেনি ৷ গতকাল এলিমিনেটর পর্বে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হেরে RCB-র খেতাব জয়ের স্বপ্ন ভেঙেছে ৷ তারপরই সোশাল মিডিয়ায় দলের উদ্দেশে বার্তা দিলেন অধিনায়ক বিরাট কোহলি ৷

কোহলি লিখেছেন, "একসঙ্গে অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গেলাম ৷ দল হিসেবে এই যাত্রাটা দারুণ ছিল ৷ হ্যাঁ, এটা ঠিক যে অনেক কিছু আমাদের পক্ষে যায়নি ৷ কিন্তু পুরো টিমের প্রতি গর্ব অনুভব করছি ৷ সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ ৷ তোমাদের ভালোবাসা আমাদের শক্তিশালী করেছে ৷ শীঘ্রই দেখা হবে ৷"

  • Together through the highs and lows. It's been a great journey for us as a unit. Yes things did not go our way but proud of the whole group. Thank you to all our fans for your support. Your love makes us stronger. See you all soon. #PlayBold @RCBTweets ❤️ pic.twitter.com/jIULXT0DLz

    — Virat Kohli (@imVkohli) November 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.