ETV Bharat / sports

ব্যাঙ্গালোরকে 6 উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদ - কেন উইলিয়ামসন

প্রথমে ব্যাট করে আরও রানের দরকার ছিল বলে ম্যাচের শেষে মন্তব্য করেন ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি ৷ তবে বোলারদের প্রশংসা করলেন ৷ অন্যদিকে, ম্যাচ জিতে জেসন হোল্ডারের প্রশংসা করলেন কেন উইলিয়ামসন ৷

ছবি
ছবি
author img

By

Published : Nov 7, 2020, 7:14 AM IST

আবু ধাবি, 7 নভেম্বর : টার্গেট ছিল মাত্র 132 রান ৷ সেই ম্যাচই শেষ হল টানটান উত্তেজনায় ৷ শেষ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে 6 উইকেটে হারাল সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ 44 বলে অপরাজিত 50 রান করে ম্যাচের সেরা হলেন কেন উইলিয়ামসন ৷ তাঁকে যোগ্য সঙ্গত দিলেন জেসন হোল্ডার ৷

শেষ ওভারে হায়দরাবাদের জয়ের জন্য দরকার ছিল 9 রান ৷ ক্রিজে উইলিয়ামসনের সঙ্গে হোল্ডার ৷ কোহলি বল তুলে দেন নভদীপ সাইনির হাতে ৷ প্রথম 2 বলে ব্যাঙ্গালোরের আশা বাড়ান সাইনি ৷ প্রথম বলে উইলিয়ামসন একরান নেন ৷ দ্বিতীয় বলে কোনও রান নিতে পারেননি হোল্ডার ৷ 4 বলে সমীকরণ দাঁড়ায় 8 রান ৷ দুই দলেই তখন টেনশনের চোরাস্রোত বইছে ৷ তৃতীয় বলে বাউন্ডারি মেরে হায়দরাবাদের চাপ কমান হোল্ডার ৷ চতুর্থ বল ইয়র্কার দেওয়ার চেষ্টা করেন সাইনি ৷ কিন্তু, তা লো ফুলটস হয়ে যায় ৷ বল বাউন্ডারির বাইরে পাঠাতে ভুল করেননি হোল্ডার ৷ তার সঙ্গেই দ্বিতীয় কোয়ালিফায়ারের যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যায় ব্যাঙ্গালোরের ৷

চোটের জন্য গতকাল ঋদ্ধিমান সাহাকে পায়নি হায়দরাবাদ । তার বদলে বাংলার আরেক উইকেটকিপার ব্যাটসম্যান শ্রীবৎস গোস্বামী সুযোগ পান । ওয়ার্নারের সঙ্গে ওপেন করতে নামেন তিনি । কিন্তু, প্রথম ওভারেই আউট হন শ্রীবৎস । ওয়ার্নারের সঙ্গে জুটি বাঁধেন মণীশ পান্ডে । দু'জনে মিলে দলকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু, পাওয়ার প্লের শেষ ওভারে আউট হন ওয়ার্নার ৷ 17 বলে 17 রান করেন ৷ কিছুক্ষণ পর আউট হন মণীশ পান্ডেও ৷ তিনি করেন 24 রান ৷ প্রিয়ম গর্গও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি ৷ 67 রানে 4 উইকেট হারায় হায়দরাবাদ ৷

এরপরই উইলিয়ামসনের সঙ্গে জুটি বাঁধেন হোল্ডার ৷ ধীরে ধীরে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান তাঁরা ৷ একসময় 30 বলে 45 রান দরকার ছিল হায়দরাবাদের ৷ সেখান থেকে শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় 6 বলে 9 রান ৷ 2 বল বাকি থাকতে ম্যাচ জেতে হায়দরাবাদ ৷

এর আগে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৷ ডেভিলিয়ার্সের অর্ধশতরান ও অ্যারন ফিঞ্চের ব্যাটে ভর করে 7 উইকেটে 131 রান করে ব্যাঙ্গালোর ৷ বিরাট কোহলি 6 রান করে আউট হয়ে যান ৷ হায়দরাবাদের হয়ে জেসন হোল্ডার নেন 3 উইকেট ৷

রবিবার শেখ জায়েদ স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদ মুখোমুখি হবে দিল্লির ৷

আবু ধাবি, 7 নভেম্বর : টার্গেট ছিল মাত্র 132 রান ৷ সেই ম্যাচই শেষ হল টানটান উত্তেজনায় ৷ শেষ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে 6 উইকেটে হারাল সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ 44 বলে অপরাজিত 50 রান করে ম্যাচের সেরা হলেন কেন উইলিয়ামসন ৷ তাঁকে যোগ্য সঙ্গত দিলেন জেসন হোল্ডার ৷

শেষ ওভারে হায়দরাবাদের জয়ের জন্য দরকার ছিল 9 রান ৷ ক্রিজে উইলিয়ামসনের সঙ্গে হোল্ডার ৷ কোহলি বল তুলে দেন নভদীপ সাইনির হাতে ৷ প্রথম 2 বলে ব্যাঙ্গালোরের আশা বাড়ান সাইনি ৷ প্রথম বলে উইলিয়ামসন একরান নেন ৷ দ্বিতীয় বলে কোনও রান নিতে পারেননি হোল্ডার ৷ 4 বলে সমীকরণ দাঁড়ায় 8 রান ৷ দুই দলেই তখন টেনশনের চোরাস্রোত বইছে ৷ তৃতীয় বলে বাউন্ডারি মেরে হায়দরাবাদের চাপ কমান হোল্ডার ৷ চতুর্থ বল ইয়র্কার দেওয়ার চেষ্টা করেন সাইনি ৷ কিন্তু, তা লো ফুলটস হয়ে যায় ৷ বল বাউন্ডারির বাইরে পাঠাতে ভুল করেননি হোল্ডার ৷ তার সঙ্গেই দ্বিতীয় কোয়ালিফায়ারের যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যায় ব্যাঙ্গালোরের ৷

চোটের জন্য গতকাল ঋদ্ধিমান সাহাকে পায়নি হায়দরাবাদ । তার বদলে বাংলার আরেক উইকেটকিপার ব্যাটসম্যান শ্রীবৎস গোস্বামী সুযোগ পান । ওয়ার্নারের সঙ্গে ওপেন করতে নামেন তিনি । কিন্তু, প্রথম ওভারেই আউট হন শ্রীবৎস । ওয়ার্নারের সঙ্গে জুটি বাঁধেন মণীশ পান্ডে । দু'জনে মিলে দলকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু, পাওয়ার প্লের শেষ ওভারে আউট হন ওয়ার্নার ৷ 17 বলে 17 রান করেন ৷ কিছুক্ষণ পর আউট হন মণীশ পান্ডেও ৷ তিনি করেন 24 রান ৷ প্রিয়ম গর্গও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি ৷ 67 রানে 4 উইকেট হারায় হায়দরাবাদ ৷

এরপরই উইলিয়ামসনের সঙ্গে জুটি বাঁধেন হোল্ডার ৷ ধীরে ধীরে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান তাঁরা ৷ একসময় 30 বলে 45 রান দরকার ছিল হায়দরাবাদের ৷ সেখান থেকে শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় 6 বলে 9 রান ৷ 2 বল বাকি থাকতে ম্যাচ জেতে হায়দরাবাদ ৷

এর আগে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৷ ডেভিলিয়ার্সের অর্ধশতরান ও অ্যারন ফিঞ্চের ব্যাটে ভর করে 7 উইকেটে 131 রান করে ব্যাঙ্গালোর ৷ বিরাট কোহলি 6 রান করে আউট হয়ে যান ৷ হায়দরাবাদের হয়ে জেসন হোল্ডার নেন 3 উইকেট ৷

রবিবার শেখ জায়েদ স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদ মুখোমুখি হবে দিল্লির ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.