শারজা, 13 অক্টোবর : দলের পরিস্থিতি খুব কঠিন ৷ পয়েন্ট টেবিলের সবচেয়ে শেষে রয়েছে কিংস ইলেভেন পঞ্জাব ৷ ঠিক এমন সময় কিংস সমর্থকদের মুখে হাসি ফোটাল ক্রিস গেইলের সুস্থ হওয়ার খবর ৷ পেটের সংক্রমণের জন্য হাসপাতালে ভরতি হয়েছিলেন গেইল ৷ এখন পুরোপুরি সুস্থ তিনি ৷ অনুশীলনেও যোগ দিয়েছেন ৷
সাতটি ম্যাচের মধ্যে এখনও পর্যন্ত মাত্র একটিতে জয় পেয়েছে কিংসরা ৷ দলের এই খারাপ পরিস্থিতিতেও মাঠের বাইরে বসেই কাটাতে হয়েছে গেইলকে ৷ সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল তাঁর ৷ কিন্তু পেটের সংক্রমণের জন্য মাঠে নামতে পারেননি ৷ হাসপাতালেও ভরতি হয়ে হয়েছিল ৷ যা দেখে কিংস সমর্থকদের কপালে ভাঁজ পড়ে ৷ এবার সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে একেবারে সুস্থ হয়ে উঠেছেন তিনি ৷ অনুশীলনেও দেখা গেছে ৷
অনুশীলনে ফিরলেও মাঠে নামতে কতটা প্রস্তুত গেইল ? ব্যাটিং কোচ ওয়াসিম জাফর বলেছেন, "গেইল মাঠে নামার জন্য একেবারে তৈরি ৷ অনুশীলনে ওকে দেখে ভালো লেগেছে ৷" বৃহস্পতিবার পঞ্জাবের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ বিরাটদের বিরুদ্ধেই এবারের IPL অভিযান শুরু করার জন্য তৈরি হচ্ছেন গেইল ৷ শারজায় মরুঝড় উঠবে কি না তার জন্য অপেক্ষা করতেই হবে ৷