ETV Bharat / sports

IPL - এ এই প্রথমবার সুপার ওভারে ব্যর্থ বুমরা

মঙ্গলবারের ম্যাচের আগে পর্যন্ত IPL - এ যতগুলি সুপার ওভারে বুমরার হাতে বল তুলে দিয়েছেন রোহিত শর্মা, প্রতিটিতে শেষ হাসি হেসেছে ব্লু জার্সি ধারিরা ।

author img

By

Published : Sep 29, 2020, 4:55 PM IST

B
B

দুবাই, 29 সেপ্টেম্বর : আরও একটা সুপার ওভার, আরও একটা রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল 13 তম IPL । যেখানে সুপার ওভারের থ্রিলার শেষে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ম্যাচ জিতল রয়্যাল চ্যালঞ্জার্স ব্যাঙ্গালোর । সুপার ওভারে বুমরার বোলিং সত্ত্বেও মুম্বই ইন্ডিয়ান্স এই প্রথম ম্যাচ হারল ।

মঙ্গলবারের ম্যাচের আগে পর্যন্ত IPL - এ যতগুলি সুপার ওভারে বুমরার হাতে বল তুলে দিয়েছেন রোহিত শর্মা, প্রতিটিতে শেষ হাসি হেসেছে ব্লু জার্সিধারীরা । 2017 সালের 29 এপ্রিল মুম্বই গুজরাত লায়ন্সকে সুপার ওভারে হারিয়েছিল । রাজকোটে সৌরষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে সুপার ওভারে 11 রান তুলেছিল মুম্বই । জবাবে বুমরার বোলিংয়ের সামনে অ্যারন ফিঞ্চ, ব্রেন্ডন ম্যাককুলামরা ছয় রানের বেশি তুলতে পারেননি ।

এরপরের ঘটনা 2019 মরশুমের । সুপার ওভারে বুমরার সামনে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ মাত্র 8 রান খাতায় তুলতে সক্ষম হয় । ওয়াংখেড়ের সেই ম্যাচে প্রথম তিনটি বলেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় তারা । এবারও পয়া বুমরার বিশ্বস্ত হাতেই বল তুলে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা । কিন্তু ফলাফলের পুনরাবৃত্তি হল না । বুমরার ডেলিভারিতে চার হাঁকিয়ে ম্যাচ জেতান বিরাট কোহলি ।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের 201 রানের জবাবে মুম্বই থামে 201 রানে ৷ টাই ম্যাচের নিষ্পত্তি হয় সুপার ওভারে ৷ প্রয়োজনীয় 8 রান তুলে ম্যাচ ঘরে তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷

দুবাই, 29 সেপ্টেম্বর : আরও একটা সুপার ওভার, আরও একটা রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল 13 তম IPL । যেখানে সুপার ওভারের থ্রিলার শেষে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ম্যাচ জিতল রয়্যাল চ্যালঞ্জার্স ব্যাঙ্গালোর । সুপার ওভারে বুমরার বোলিং সত্ত্বেও মুম্বই ইন্ডিয়ান্স এই প্রথম ম্যাচ হারল ।

মঙ্গলবারের ম্যাচের আগে পর্যন্ত IPL - এ যতগুলি সুপার ওভারে বুমরার হাতে বল তুলে দিয়েছেন রোহিত শর্মা, প্রতিটিতে শেষ হাসি হেসেছে ব্লু জার্সিধারীরা । 2017 সালের 29 এপ্রিল মুম্বই গুজরাত লায়ন্সকে সুপার ওভারে হারিয়েছিল । রাজকোটে সৌরষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে সুপার ওভারে 11 রান তুলেছিল মুম্বই । জবাবে বুমরার বোলিংয়ের সামনে অ্যারন ফিঞ্চ, ব্রেন্ডন ম্যাককুলামরা ছয় রানের বেশি তুলতে পারেননি ।

এরপরের ঘটনা 2019 মরশুমের । সুপার ওভারে বুমরার সামনে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ মাত্র 8 রান খাতায় তুলতে সক্ষম হয় । ওয়াংখেড়ের সেই ম্যাচে প্রথম তিনটি বলেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় তারা । এবারও পয়া বুমরার বিশ্বস্ত হাতেই বল তুলে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা । কিন্তু ফলাফলের পুনরাবৃত্তি হল না । বুমরার ডেলিভারিতে চার হাঁকিয়ে ম্যাচ জেতান বিরাট কোহলি ।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের 201 রানের জবাবে মুম্বই থামে 201 রানে ৷ টাই ম্যাচের নিষ্পত্তি হয় সুপার ওভারে ৷ প্রয়োজনীয় 8 রান তুলে ম্যাচ ঘরে তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.