ETV Bharat / sports

সুযোগ পেয়েও ফিঞ্চকে মাঁকড় আউট করলেন না অশ্বিন - ফিঞ্চকে মানকাডিং করলেন না অশ্বিন, দিলেন 2020 সালের শেষ ওয়ার্নিং

গত মরশুমে কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক থাকাকালীন রাজস্থান রয়্যালসের জস বাটলারকে মাঁকড় আউট করেন অশ্বিন ৷ যা নিয়ে শুরু হয় বিতর্ক ৷

ফিঞ্চকে মানকাডিং করলেন না অশ্বিন, দিলেন 2020 সালের শেষ ওয়ার্নিং
ফিঞ্চকে মানকাডিং করলেন না অশ্বিন, দিলেন 2020 সালের শেষ ওয়ার্নিং
author img

By

Published : Oct 6, 2020, 7:53 PM IST

Updated : Oct 6, 2020, 10:32 PM IST

দুবাই, 6 অক্টোবর : রয়্যাল চ্যালেঞ্জার্স হেরেছে 59 রানে ৷ দিল্লি ক্যাপিটালস উঠেছে শীর্ষে ৷ কিন্তু সব কিছুর মধ্যেও আলোচনায় রইল সুযোগ পেয়েও রবিচন্দ্রন অশ্বিনের মানকাডিং না করা ৷ গত বছর IPL-এ মাঁকড় আউট করে বিতর্কের মুখে পড়েছিলেন অশ্বিন ৷ তাঁর ক্রিকেট স্পিরিট নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ফিঞ্চকে মাঁকড় করেননি অশ্বিন ৷ সতর্ক করে ছেড়ে দেন ৷ ম্যাচ শেষে টুইট করে জানিয়ে দিলেন, বছরের এটা প্রথম ও শেষ সতর্ক ছিল ৷ পরে মাঁকড় আউট করলে তাঁকে যেন দোষ না দেওয়া হয় ৷

গত মরশুমে কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক থাকাকালীন রাজস্থান রয়্যালসের জস বাটলারকে মাঁকড় আউট করেন অশ্বিন ৷ যা নিয়ে শুরু হয় প্রবল বিতর্ক ৷ এই মরশুমে দিল্লি ক্যাপিটালসে আসার পর কোচ রিকি পন্টিং এই বিষয়ে অশ্বিনের সঙ্গে কথা বলেন ৷ এভাবে আউট না করার অনুরোধ করেন তিনি ৷ মাঁকড় আউট নিয়ে অশ্বিনের নিজস্ব ব্যাখ্যা থাকলেও পন্টিংয়ের অনুরোধও মাথায় ছিল তাঁর ৷ সোমবার ব্যাঙ্গালোরের ইনিংসের তৃতীয় ওভারে নন স্ট্রাইকার্স এন্ডে অ্যারন ফিঞ্চ ক্রিজ় ছেড়ে অনেকটাই এগিয়ে গেছিলেন ৷ যা দেখে ফিঞ্চকে সতর্ক করে দেন তিনি ৷

অশ্বিনে টুইটারে লিখেছেন, "একটা বিষয় স্পষ্ট করে দিই, 2020 সালের এটা প্রথম ও শেষ সতর্কবার্তা ৷ আনুষ্ঠানিকভাবে এটা জানিয়ে দিচ্ছি ৷ পরে যাতে আমাকে দোষ না দেওয়া হয় ৷" পোস্টে কোচ রিকি পন্টিংকেও ট্যাগ করেন তিনি ৷

দুবাই, 6 অক্টোবর : রয়্যাল চ্যালেঞ্জার্স হেরেছে 59 রানে ৷ দিল্লি ক্যাপিটালস উঠেছে শীর্ষে ৷ কিন্তু সব কিছুর মধ্যেও আলোচনায় রইল সুযোগ পেয়েও রবিচন্দ্রন অশ্বিনের মানকাডিং না করা ৷ গত বছর IPL-এ মাঁকড় আউট করে বিতর্কের মুখে পড়েছিলেন অশ্বিন ৷ তাঁর ক্রিকেট স্পিরিট নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ফিঞ্চকে মাঁকড় করেননি অশ্বিন ৷ সতর্ক করে ছেড়ে দেন ৷ ম্যাচ শেষে টুইট করে জানিয়ে দিলেন, বছরের এটা প্রথম ও শেষ সতর্ক ছিল ৷ পরে মাঁকড় আউট করলে তাঁকে যেন দোষ না দেওয়া হয় ৷

গত মরশুমে কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক থাকাকালীন রাজস্থান রয়্যালসের জস বাটলারকে মাঁকড় আউট করেন অশ্বিন ৷ যা নিয়ে শুরু হয় প্রবল বিতর্ক ৷ এই মরশুমে দিল্লি ক্যাপিটালসে আসার পর কোচ রিকি পন্টিং এই বিষয়ে অশ্বিনের সঙ্গে কথা বলেন ৷ এভাবে আউট না করার অনুরোধ করেন তিনি ৷ মাঁকড় আউট নিয়ে অশ্বিনের নিজস্ব ব্যাখ্যা থাকলেও পন্টিংয়ের অনুরোধও মাথায় ছিল তাঁর ৷ সোমবার ব্যাঙ্গালোরের ইনিংসের তৃতীয় ওভারে নন স্ট্রাইকার্স এন্ডে অ্যারন ফিঞ্চ ক্রিজ় ছেড়ে অনেকটাই এগিয়ে গেছিলেন ৷ যা দেখে ফিঞ্চকে সতর্ক করে দেন তিনি ৷

অশ্বিনে টুইটারে লিখেছেন, "একটা বিষয় স্পষ্ট করে দিই, 2020 সালের এটা প্রথম ও শেষ সতর্কবার্তা ৷ আনুষ্ঠানিকভাবে এটা জানিয়ে দিচ্ছি ৷ পরে যাতে আমাকে দোষ না দেওয়া হয় ৷" পোস্টে কোচ রিকি পন্টিংকেও ট্যাগ করেন তিনি ৷

Last Updated : Oct 6, 2020, 10:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.