আবু ধাবি, 8 অক্টোবর : দল জিততে পারেনি ঠিকই ৷ কিন্তু নিজের 37 তম জন্মদিনে রেকর্ড বুকে নাম তুলে নিলেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো ৷ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বল হাতে দুরন্ত দেখাল তাঁকে ৷ নিলেন তিনটি উইকেট ৷ তার মধ্যে শেষ ওভারে নিয়েছেন দু'টি ৷ ফলে IPL-এ 150 বা তার বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় ঢুকে পড়লেন তিনি ৷
চোটের কারণে এবারের IPL অভিযানটা একটু দেরিতেই শুরু হয়েছে ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোর ৷ চোট সারিয়ে ফেরার পরও তেমন কিছু করে দেখাতে পারেননি ৷ যদিও দীর্ঘদিনের সতীর্থের উপর থেকে আস্থা হারাননি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ মাহির আস্থার মান রাখার পাশাপাশি ব্র্যাভো বুঝিয়ে দিলেন 37-এ পা দিলেও বল হাতে ম্যাজিক দেখাতে সক্ষম তিনি ৷ বুধবার রাতে নাইটদের স্টার ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠীকে প্যাভিলিয়নে পাঠালেন তিনিই৷ ডেথ ওভারে তুলে নিলেন শিবম মাভি ও কমলেশ নাগারকোটির উইকেট ৷
জন্মদিনে এই পারফরম্যান্সের পর ব্র্যাভো বলেন, "আমি একটু ডিফেন্সিভ খেলতে চেয়েছিলাম ৷ কিন্তু ধোনি চেয়েছিল হার্ড লেন্থে বল করে যতটা সম্ভব নতুন ব্যাটসম্যানকে স্ট্রাইকে ধরে রাখতে ৷ ধোনির কথামতো হার্ড লেন্থে বল করে গেছি আর সেটাই কাজে লেগেছে ৷" ব্র্যাভো আরও বলেন, "আবু ধাবির পিচ ব্যাটসম্যান সহায়ক ৷ বল গ্রিপ করতে সমস্যা হচ্ছিল ৷ বেশিরভাগ ব্যাটসম্যানই ভাবছিল আমি স্লোয়ার বল দেব ৷ তবে এক্ষেত্রে ইয়র্কার দেওয়াই হচ্ছে সেরা ও সেফ ৷ যতটা বেশি পারা যায় ইয়র্কার দেওয়ার পরিকল্পনা ছিল ৷"
এনিয়ে IPL-এ দেড়শোটি উইকেট নিয়ে ফেললেন ব্র্যাভো ৷ সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় প্রথমেই রয়েছেন লাসিথ মালিঙ্গা ৷ তাঁর সংগ্রহ 170টি উইকেট ৷ এরপর রয়েছেন সদ্য চোটের কারণে IPL থেকে ছিটকে যাওয়া স্পিনার অমিত মিশ্র (160) ৷ এরপর পীযূষ চাওলা (156 ) ও হরভজন সিং (150) ৷ এবার সেই তালিকায় যুক্ত হল ডোয়েন ব্র্যাভোর (150) নাম ৷