ETV Bharat / sports

রাহুলের দখলেই কমলা টুপি, বেগুনি টুপি রাবাদার - IPL 2020 news

টুর্নামেন্টের প্রথম থেকেই অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছেন লোকেশ রাহুল ।

রাহুলের দখলেই কমলা টুপি, বেগুনি টুপি রাবাদার
রাহুলের দখলেই কমলা টুপি, বেগুনি টুপি রাবাদার
author img

By

Published : Oct 27, 2020, 1:58 PM IST

শারজা, 27 অক্টোবর : আরব আমিরশাহীতে IPL-এর একমাস অতিক্রান্ত হয়েছে । খেলা হয়েছে 46টি ম্যাচ । এই সময়ের মধ্যে পয়েন্ট তালিকা বহু চড়াই উতরাই দেখেছে । কিন্তু অরেঞ্জ ও পার্পল ক্যাপের তালিকায় বিশেষ পরিবর্তন নেই । একদিকে যেমন অরেঞ্জ টুপি দখলে রেখেছেন লোকেশ রাহুল । অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের তারকা পেসার কাগিসো রাবাদার দখলেই রয়েছে পার্পল ক্যাপ ।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 8 উইকেটে 28 রান করেন রাহুল । সবমিলিয়ে 12টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহ 595 । যা তাঁকে অরেঞ্জ ক্যাপের তালিকার শীর্ষে রেখেছে । টুর্নামেন্টে শতরানকারী রাহুল একদম প্রথম থেকেই অরেঞ্জ ক্যাপ তালিকার শীর্ষে রয়েছেন । তাঁর পরেই রয়েছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান । 11 ম্যাচে ধাওয়ানের রান সংখ্যা 471 । তালিকার তৃতীয় স্থানে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি । 11 ম্যাচে বিরাটের সংগ্রহ 415 রান ।

এদিকে পার্পল ক্যাপ দখলে রেখেছেন কাগিসো রাবাদা । 11 ম্যাচে প্রোটিয়া পেসারের সংগ্রহ 23টি উইকেট । তাঁর পরেই রয়েছেন বাংলার ক্রিকেটার মহম্মদ শামি । 12 ম্যাচে তাঁর সংগ্রহ 20 উইকেট । 12 ম্যাচে 17 উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালসের পেসার জোফ্রা আর্চার ।

শারজা, 27 অক্টোবর : আরব আমিরশাহীতে IPL-এর একমাস অতিক্রান্ত হয়েছে । খেলা হয়েছে 46টি ম্যাচ । এই সময়ের মধ্যে পয়েন্ট তালিকা বহু চড়াই উতরাই দেখেছে । কিন্তু অরেঞ্জ ও পার্পল ক্যাপের তালিকায় বিশেষ পরিবর্তন নেই । একদিকে যেমন অরেঞ্জ টুপি দখলে রেখেছেন লোকেশ রাহুল । অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের তারকা পেসার কাগিসো রাবাদার দখলেই রয়েছে পার্পল ক্যাপ ।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 8 উইকেটে 28 রান করেন রাহুল । সবমিলিয়ে 12টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহ 595 । যা তাঁকে অরেঞ্জ ক্যাপের তালিকার শীর্ষে রেখেছে । টুর্নামেন্টে শতরানকারী রাহুল একদম প্রথম থেকেই অরেঞ্জ ক্যাপ তালিকার শীর্ষে রয়েছেন । তাঁর পরেই রয়েছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান । 11 ম্যাচে ধাওয়ানের রান সংখ্যা 471 । তালিকার তৃতীয় স্থানে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি । 11 ম্যাচে বিরাটের সংগ্রহ 415 রান ।

এদিকে পার্পল ক্যাপ দখলে রেখেছেন কাগিসো রাবাদা । 11 ম্যাচে প্রোটিয়া পেসারের সংগ্রহ 23টি উইকেট । তাঁর পরেই রয়েছেন বাংলার ক্রিকেটার মহম্মদ শামি । 12 ম্যাচে তাঁর সংগ্রহ 20 উইকেট । 12 ম্যাচে 17 উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালসের পেসার জোফ্রা আর্চার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.