ETV Bharat / sports

অস্ট্রেলিয়া সফরের জন্য UAE রওনা পূজারাসহ সাপোর্ট স্টাফদের - দুবাই

ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী আজ দুবাইয়ের উদ্দেশে রওনা দেননি ৷ তিনি সোমবার UAE-র উদ্দেশে রওনা দেবেন ৷

indias-test-team-and-support-staff-to-join-others-in-uae-ahead-of-australia-tour
অস্ট্রেলিয়া সফরের আগে UAE রওনা ভারতীয় দলের সাপোর্ট স্টাফের
author img

By

Published : Oct 25, 2020, 10:46 PM IST

দিল্লি, 25 অক্টোবর : অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের বাকি খেলোয়াড়দের সঙ্গে যোগ দিতে রবিবার সংযুক্ত আরব আমিরশাহিতে উড়ে গেল তাদের সাপোর্ট স্টাফেরা ৷ সেই দলে রয়েছেন ভারতীয় টেস্ট দলের দুই ব্য়াটসম্য়ান চেতেশ্বর পূজারা এবং হনুমা বিহারী ৷ তবে, ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী আজ দুবাইয়ের উদ্দেশে রওনা দেননি ৷ তিনি সোমবার UAE-র উদ্দেশে রওনা দেবেন বলে সূত্রের খবর ৷

নভেম্বরের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ায় তিনটি টি-20 ম্যাচের সিরিজ় দিয়ে ভারতের সফর শুরু হচ্ছে ৷ এরপর আরও তিনটি ওয়ান’ডে এবং চারটি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল ৷ তবে, এই মুহূর্তে ভারতীয় দলের প্রায় সব সদস্য়ই IPL খেলতে সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেন ৷ এই অবস্থায় আগামী 10 নভেম্বর IPL -র ফাইনালের পর সেখান থেকেই অস্ট্রেলিয়া সফরের জন্য় উড়ে যাবে গোটা ভারতীয় দল ৷ কোভিডের জন্য এবার ফরম্য়াট ধরে আলাদাভাবে নয়, বরং একসঙ্গে প্রায় 30 জন ক্রিকেটারকে নিয়ে অস্ট্রেলিয়া যেতে হবে ভারতীয় শিবিরকে ৷ তাই UAE-তে ভারতীয় দলের অন্য় সদস্য়দের সঙ্গে যোগ দিতে উড়ে গেলেন সাপোর্ট স্টাফরা ৷ যে দলে রয়েছেন, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ ভারত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর সহ দলের মেডিক্য়াল ও অন্য় সদস্যরা ৷ পাশাপাশি, টেস্ট দলের দুই ব্য়াটসম্যান চেতেশ্বর পূজারা ও হনুমা বিহারীও এই দলে রয়েছেন ৷ তাঁরা দুবাইতে 6 দিনের বাধ্য়তামূলক আইসোলেশনে থাকবেন ৷ এরপর তাঁদের জন্য় আলাদাভাবে অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে দুবাইতে ৷ তবে, কোনওভাবেই IPL খেলা ক্রিকেটারদের সঙ্গে তাঁরা দেখা করতে পারবেন না ৷ বা ম্য়াচ দেখতে স্টেডিয়ামে যেতে পারবেন না ৷

অন্য়দিকে, এখনও অস্ট্রেলিয়া সফরের জন্য় ভারতীয় দল ঘোষণা করেননি জাতীয় নির্বাচকেরা ৷ সূত্রের খবর, ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে পাঠানো ম্য়াচের সূচি BCCI-র হাতে এসে পৌঁছালেই, তাতে সই করবেন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ অফিশিয়াল এই কাজ মিটলেই আগামী সপ্তাহে তিনটি সিরিজ়ের জন্য় দল ঘোষণা করে ফেলবেন জাতীয় নির্বাচকেরা ৷

দিল্লি, 25 অক্টোবর : অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের বাকি খেলোয়াড়দের সঙ্গে যোগ দিতে রবিবার সংযুক্ত আরব আমিরশাহিতে উড়ে গেল তাদের সাপোর্ট স্টাফেরা ৷ সেই দলে রয়েছেন ভারতীয় টেস্ট দলের দুই ব্য়াটসম্য়ান চেতেশ্বর পূজারা এবং হনুমা বিহারী ৷ তবে, ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী আজ দুবাইয়ের উদ্দেশে রওনা দেননি ৷ তিনি সোমবার UAE-র উদ্দেশে রওনা দেবেন বলে সূত্রের খবর ৷

নভেম্বরের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ায় তিনটি টি-20 ম্যাচের সিরিজ় দিয়ে ভারতের সফর শুরু হচ্ছে ৷ এরপর আরও তিনটি ওয়ান’ডে এবং চারটি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল ৷ তবে, এই মুহূর্তে ভারতীয় দলের প্রায় সব সদস্য়ই IPL খেলতে সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেন ৷ এই অবস্থায় আগামী 10 নভেম্বর IPL -র ফাইনালের পর সেখান থেকেই অস্ট্রেলিয়া সফরের জন্য় উড়ে যাবে গোটা ভারতীয় দল ৷ কোভিডের জন্য এবার ফরম্য়াট ধরে আলাদাভাবে নয়, বরং একসঙ্গে প্রায় 30 জন ক্রিকেটারকে নিয়ে অস্ট্রেলিয়া যেতে হবে ভারতীয় শিবিরকে ৷ তাই UAE-তে ভারতীয় দলের অন্য় সদস্য়দের সঙ্গে যোগ দিতে উড়ে গেলেন সাপোর্ট স্টাফরা ৷ যে দলে রয়েছেন, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ ভারত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর সহ দলের মেডিক্য়াল ও অন্য় সদস্যরা ৷ পাশাপাশি, টেস্ট দলের দুই ব্য়াটসম্যান চেতেশ্বর পূজারা ও হনুমা বিহারীও এই দলে রয়েছেন ৷ তাঁরা দুবাইতে 6 দিনের বাধ্য়তামূলক আইসোলেশনে থাকবেন ৷ এরপর তাঁদের জন্য় আলাদাভাবে অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে দুবাইতে ৷ তবে, কোনওভাবেই IPL খেলা ক্রিকেটারদের সঙ্গে তাঁরা দেখা করতে পারবেন না ৷ বা ম্য়াচ দেখতে স্টেডিয়ামে যেতে পারবেন না ৷

অন্য়দিকে, এখনও অস্ট্রেলিয়া সফরের জন্য় ভারতীয় দল ঘোষণা করেননি জাতীয় নির্বাচকেরা ৷ সূত্রের খবর, ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে পাঠানো ম্য়াচের সূচি BCCI-র হাতে এসে পৌঁছালেই, তাতে সই করবেন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ অফিশিয়াল এই কাজ মিটলেই আগামী সপ্তাহে তিনটি সিরিজ়ের জন্য় দল ঘোষণা করে ফেলবেন জাতীয় নির্বাচকেরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.