ETV Bharat / sports

বয়স হয়েছিল 100, বসন্ত রাইজির প্রয়াণে শোকপ্রকাশ সচিনের - প্রয়াত দেশের প্রবীণতম প্রথম শ্রেণীর ক্রিকেটার বসন্ত রাইজি

মুম্বইয়ে নিজের বাসভবনে প্রয়াত হলেন দেশের প্রবীণতম প্রথম শ্রেণীর ক্রিকেটার বসন্ত রাইজি ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ক্রিকেট জগতে ৷

Vasant Raiji
Vasant Raiji
author img

By

Published : Jun 13, 2020, 1:23 PM IST

মুম্বই, 13 জুন : জীবনের সেঞ্চুরি পার করার পর অজানালোকে পাড়ি দিলেন বসন্ত রাইজি ৷ শনিবার প্রয়াত হলেন দেশের এই প্রবীণতম প্রথম শ্রেণীর ক্রিকেটার ৷ মৃত্যুকালে তাঁর বয়স ছিল 100 বছর ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ক্রিকেট জগতে ৷ টুইটে শোক জ্ঞাপন করেছেন সচিন তেন্ডুলকর ৷ শোকপ্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও ৷

রাত 2.20 নাগাদ ঘুমের মধ্যেই মারা যান বসন্ত রাইজি ৷ বার্ধক্যজনিত কারণেই দক্ষিণ মুম্বইয়ের ওয়াকেশ্বরে নিজের বাসভবনে মৃত্যু হয়েছে তাঁর ৷ সংবাদ সংস্থাকে এই খবর জানিয়েছেন তাঁর জামাই সুদর্শন নানাবতী ৷

  • I met Shri Vasant Raiji earlier this year to celebrate his 100th birthday. His warmth and passion for playing and watching Cricket was endearing.

    His passing away saddens my heart. My condolences to his family & friends. pic.twitter.com/fi8dOP7EnI

    — Sachin Tendulkar (@sachin_rt) June 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1939 সালে ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া টিমের হয়ে অভিষেক হয় ডানহাতি ব্যাটসম্যান বসন্ত রাইজির ৷ 1940 সাল থেকে মুম্বই (তৎকালীন বম্বে) ও বরোদার হয়ে 9টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেন ৷ তাঁর মোট রান সংখ্যা 277 ৷ তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস 68 ৷ 1941 সালে বিজয় মার্চেন্টের নেতৃত্বে মুম্বই দলের হয়ে অভিষেক হয় তাঁর ৷ রাইজি পেশায় ছিলেন চাটার্ড অ্যাকাউন্টটেন্ট ৷ এছাড়াও ক্রিকেট ঐতিহাসিক হিসেবে পরিচিতি ছিল তাঁর ৷ ক্রিকেট নিয়ে বেশ কিছু বই লিখেছেন রাইজি ৷

দেশের এই প্রবীণতম ক্রিকেটার গত 26 জানুয়ারি শতবর্ষে পা রাখেন ৷ সেই উপলক্ষ্যে বসন্ত রাইজির মুম্বইয়ের বাসভবনে গেছিলেন সচিন তেন্ডুলকর ও অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়া ৷

মুম্বই, 13 জুন : জীবনের সেঞ্চুরি পার করার পর অজানালোকে পাড়ি দিলেন বসন্ত রাইজি ৷ শনিবার প্রয়াত হলেন দেশের এই প্রবীণতম প্রথম শ্রেণীর ক্রিকেটার ৷ মৃত্যুকালে তাঁর বয়স ছিল 100 বছর ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ক্রিকেট জগতে ৷ টুইটে শোক জ্ঞাপন করেছেন সচিন তেন্ডুলকর ৷ শোকপ্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও ৷

রাত 2.20 নাগাদ ঘুমের মধ্যেই মারা যান বসন্ত রাইজি ৷ বার্ধক্যজনিত কারণেই দক্ষিণ মুম্বইয়ের ওয়াকেশ্বরে নিজের বাসভবনে মৃত্যু হয়েছে তাঁর ৷ সংবাদ সংস্থাকে এই খবর জানিয়েছেন তাঁর জামাই সুদর্শন নানাবতী ৷

  • I met Shri Vasant Raiji earlier this year to celebrate his 100th birthday. His warmth and passion for playing and watching Cricket was endearing.

    His passing away saddens my heart. My condolences to his family & friends. pic.twitter.com/fi8dOP7EnI

    — Sachin Tendulkar (@sachin_rt) June 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1939 সালে ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া টিমের হয়ে অভিষেক হয় ডানহাতি ব্যাটসম্যান বসন্ত রাইজির ৷ 1940 সাল থেকে মুম্বই (তৎকালীন বম্বে) ও বরোদার হয়ে 9টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেন ৷ তাঁর মোট রান সংখ্যা 277 ৷ তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস 68 ৷ 1941 সালে বিজয় মার্চেন্টের নেতৃত্বে মুম্বই দলের হয়ে অভিষেক হয় তাঁর ৷ রাইজি পেশায় ছিলেন চাটার্ড অ্যাকাউন্টটেন্ট ৷ এছাড়াও ক্রিকেট ঐতিহাসিক হিসেবে পরিচিতি ছিল তাঁর ৷ ক্রিকেট নিয়ে বেশ কিছু বই লিখেছেন রাইজি ৷

দেশের এই প্রবীণতম ক্রিকেটার গত 26 জানুয়ারি শতবর্ষে পা রাখেন ৷ সেই উপলক্ষ্যে বসন্ত রাইজির মুম্বইয়ের বাসভবনে গেছিলেন সচিন তেন্ডুলকর ও অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.