ETV Bharat / sports

শ্রীলঙ্কা লেজেন্ডকে 5 উইকেটে হারালেন সচিনরা

author img

By

Published : Mar 11, 2020, 9:42 AM IST

মাত্র 19 রানে 3 উইকেট হারিয়ে কোণঠাসা অবস্থায় থাকা দলকে বের করে আনেন মহম্মদ কাইফ ৷ 45 বলে ধৈর্যশীল 46 রানের ইনিংস খেলেন কাইফ ৷ শেষ বেলায় দুরন্ত পাঠান ৷

image
দুরন্ত পাঠান

মুম্বই, 11 মার্চ : প্রথম ম্যাচে ব্যাট চলেছিল দুই ওপেনার সচিন ও সেহওয়াগের ৷ দ্বিতীয় ম্যাচে মাঠে ঝড় তুললেন ইরফান পাঠান ৷ মূলত ইরফান পাঠানের অপরাজিত 57 রানের সুবাদে শ্রীলঙ্কা লেজেন্ডকে 5 উইকেটে হারাল ভারতীয় লেজেন্ডরা ৷

ব্যর্থ সচিন-সেহওয়াগ জুটি ৷ ব্যর্থ যুবরাজও ৷ মাত্র 19 রানে 3 উইকেট হারিয়ে কোণঠাসা অবস্থায় থাকা দলকে বের করে আনেন মহম্মদ কাইফ ৷ 45 বলে ধৈর্যশীল 46 রানের ইনিংস খেলেন কাইফ ৷ শেষ বেলায় দুরন্ত হয়ে ওঠেন পাঠান ৷

প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কা লেজেন্ড 8 উইকেটে 138 রান তোলে বোর্ডে ৷ জবাবে ব্যাট করতে নেমে শুরুতে সচিনের উইকেট হারায় ভারত ৷ কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরেন মাস্টার ব্লাস্টার ৷ অন্য ওপেনার সেহওয়াগের সংগ্রহ মাত্র 3 রান ৷ যুবরাজ করেন 1 রান ৷ শ্রীলঙ্কার হয়ে চামিন্ডা ভাস নেন 2 উইকেট ৷

প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার কাপুগেদেরা ও অধিনায়ক দিলশান দলের হয়ে সর্বোচ্চ রান করেন ৷ দুজনেরই সংগ্রহ 23 রান ৷ ভারতের হয়ে দুরন্ত বোলিং করেন মুনাফ প্যাটেলে ৷ 4 ওভার বল করে 19 রান দিয়ে 4টি উইকেট তুলে নেন তিনি ৷ সড়ক নিরাপত্তার গুরুত্ব প্রচারে আয়োজিত সিরিজ়ের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিল সচিনের নেতৃত্বাধীন ভারতীয় লেজেন্ডরা ৷

মুম্বই, 11 মার্চ : প্রথম ম্যাচে ব্যাট চলেছিল দুই ওপেনার সচিন ও সেহওয়াগের ৷ দ্বিতীয় ম্যাচে মাঠে ঝড় তুললেন ইরফান পাঠান ৷ মূলত ইরফান পাঠানের অপরাজিত 57 রানের সুবাদে শ্রীলঙ্কা লেজেন্ডকে 5 উইকেটে হারাল ভারতীয় লেজেন্ডরা ৷

ব্যর্থ সচিন-সেহওয়াগ জুটি ৷ ব্যর্থ যুবরাজও ৷ মাত্র 19 রানে 3 উইকেট হারিয়ে কোণঠাসা অবস্থায় থাকা দলকে বের করে আনেন মহম্মদ কাইফ ৷ 45 বলে ধৈর্যশীল 46 রানের ইনিংস খেলেন কাইফ ৷ শেষ বেলায় দুরন্ত হয়ে ওঠেন পাঠান ৷

প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কা লেজেন্ড 8 উইকেটে 138 রান তোলে বোর্ডে ৷ জবাবে ব্যাট করতে নেমে শুরুতে সচিনের উইকেট হারায় ভারত ৷ কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরেন মাস্টার ব্লাস্টার ৷ অন্য ওপেনার সেহওয়াগের সংগ্রহ মাত্র 3 রান ৷ যুবরাজ করেন 1 রান ৷ শ্রীলঙ্কার হয়ে চামিন্ডা ভাস নেন 2 উইকেট ৷

প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার কাপুগেদেরা ও অধিনায়ক দিলশান দলের হয়ে সর্বোচ্চ রান করেন ৷ দুজনেরই সংগ্রহ 23 রান ৷ ভারতের হয়ে দুরন্ত বোলিং করেন মুনাফ প্যাটেলে ৷ 4 ওভার বল করে 19 রান দিয়ে 4টি উইকেট তুলে নেন তিনি ৷ সড়ক নিরাপত্তার গুরুত্ব প্রচারে আয়োজিত সিরিজ়ের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিল সচিনের নেতৃত্বাধীন ভারতীয় লেজেন্ডরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.