ETV Bharat / sports

অস্ট্রেলিয়া সফরের জন্য দু'সপ্তাহ কোয়ারানটিনে থাকতে রাজি ভারতীয় দল

টি-20 বিশ্বকাপ হবে কি না জানা নেই । তবে বছরের শেষে চার ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে তাদের দেশে আসুক ভারত, এমনটাই চাইছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ।

Indian cricket team
Indian cricket team
author img

By

Published : May 8, 2020, 8:17 PM IST

মুম্বই, 8 মে: বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরের জন্য দু'সপ্তাহের জন্য কোয়ারানটিনে থাকতে রাজি ভারতীয় দল । শুক্রবার এমনটাই জানিয়েছেন BCCI-এর কোষাধ্যক্ষ অরুণ ধুমাল ।

সরু সুতোয় ঝুলছে অক্টোবরের টি-20 বিশ্বকাপ । অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়াতেও পুরোপুরি স্তব্ধ ক্রিকেট । ফলে মাথায় হাত পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার । এই অবস্থা থেকে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তাকিয়ে রয়েছে ভারতের দিকে । টি-20 বিশ্বকাপ হবে কি না জানা নেই । তবে বছরের শেষে চার ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে অস্ট্রেলিয়া সফরে আসুক ভারত, এমনটাই চাইছে তারা । প্রয়োজনে বিরাট বাহিনীকে অ্যাডিলেড ওভালের কাছে কোয়ারানটিনে রাখার কথা জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান কেভিন রবার্টস । যাতে এদিক ওদিক যাতায়াত না করেই প্র্যাকটিস ম্যাচ ও টেস্ট ম্যাচ খেলতে পারে ভারত । অস্ট্রেলিয়ার এই ইচ্ছের পরিপ্রেক্ষিতে বোর্ড কর্তা অরুণ ধুমাল এই মন্তব্য করেছেন ।

অক্টোবরে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর শুরু হওয়ার কথা । টি-20 বিশ্বকাপের পর চার ম্যাচের টেস্ট সিরিজ় খেলে দেশ ফেরার কথা রয়েছে বিরাটদের । যা নিয়ে অরুণ ধুমাল বলেন, "যা পরিস্থিতি তাতে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয় । টি-20 বিশ্বকাপের মতোই এখনও পর্যন্ত ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর বাতিলের কথা ঘোষণা করা হয়নি । তাই অস্ট্রেলিয়া সফরের জন্য প্রয়োজনে দু'সপ্তাহের জন্য কোয়ারানটিনে থাকবে ভারতীয় দল । টি-20 বিশ্বকাপ যদি না হয় তাহলেই অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় দলকে কোয়ারানটিনে রাখার প্রসঙ্গ আসবে । আর যদি বিশ্বকাপ হয় তাহলে এমনিতেই ক্রিকেটাররা কোয়ারানটিনে থাকা সম্পূর্ণ করে ফেলবেন ।" তিনি আরও বলেন, "অস্ট্রেলিয়ার পক্ষে কি 16টি টিমকে দু'সপ্তাহের জন্য কোয়ারানটিনে রাখা সম্ভব ? এমনিতেই ক্রিকেটাররা দীর্ঘদিন ধরে ক্রিকেট থেকে দূরে রয়েছেন । তার মধ্যে আবার দু সপ্তাহের কোয়ারানটিনে রেখে সোজা টি-20 বিশ্বকাপের মঞ্চে নামতে কেউই ইচ্ছুক হবে না । তাই এই বিষয়টি নিয়ে স্বচ্ছতা নেই ।"

শুধুমাত্র বর্ডার-গাভাসকর ট্রফির জন্য নাকি 50 মিলিয়ন ডলার ঋণের আবেদন করছে ক্রিকেট অস্ট্রেলিয়া । ভারতীয় বোর্ডের পক্ষ থেকে ইতিবাচক উত্তর এলে কিছুটা হলেও হাঁফ ছেড়ে বাঁচবে ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা । পাশাপাশি বছর শেষে অস্ট্রেলিয়া সফরের জন্য যে তৈরি ভারতীয় দল তা অরুণ ধুমালের এই মন্তব্যেই বোঝা গেছে ।

মুম্বই, 8 মে: বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরের জন্য দু'সপ্তাহের জন্য কোয়ারানটিনে থাকতে রাজি ভারতীয় দল । শুক্রবার এমনটাই জানিয়েছেন BCCI-এর কোষাধ্যক্ষ অরুণ ধুমাল ।

সরু সুতোয় ঝুলছে অক্টোবরের টি-20 বিশ্বকাপ । অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়াতেও পুরোপুরি স্তব্ধ ক্রিকেট । ফলে মাথায় হাত পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার । এই অবস্থা থেকে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তাকিয়ে রয়েছে ভারতের দিকে । টি-20 বিশ্বকাপ হবে কি না জানা নেই । তবে বছরের শেষে চার ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে অস্ট্রেলিয়া সফরে আসুক ভারত, এমনটাই চাইছে তারা । প্রয়োজনে বিরাট বাহিনীকে অ্যাডিলেড ওভালের কাছে কোয়ারানটিনে রাখার কথা জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান কেভিন রবার্টস । যাতে এদিক ওদিক যাতায়াত না করেই প্র্যাকটিস ম্যাচ ও টেস্ট ম্যাচ খেলতে পারে ভারত । অস্ট্রেলিয়ার এই ইচ্ছের পরিপ্রেক্ষিতে বোর্ড কর্তা অরুণ ধুমাল এই মন্তব্য করেছেন ।

অক্টোবরে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর শুরু হওয়ার কথা । টি-20 বিশ্বকাপের পর চার ম্যাচের টেস্ট সিরিজ় খেলে দেশ ফেরার কথা রয়েছে বিরাটদের । যা নিয়ে অরুণ ধুমাল বলেন, "যা পরিস্থিতি তাতে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয় । টি-20 বিশ্বকাপের মতোই এখনও পর্যন্ত ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর বাতিলের কথা ঘোষণা করা হয়নি । তাই অস্ট্রেলিয়া সফরের জন্য প্রয়োজনে দু'সপ্তাহের জন্য কোয়ারানটিনে থাকবে ভারতীয় দল । টি-20 বিশ্বকাপ যদি না হয় তাহলেই অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় দলকে কোয়ারানটিনে রাখার প্রসঙ্গ আসবে । আর যদি বিশ্বকাপ হয় তাহলে এমনিতেই ক্রিকেটাররা কোয়ারানটিনে থাকা সম্পূর্ণ করে ফেলবেন ।" তিনি আরও বলেন, "অস্ট্রেলিয়ার পক্ষে কি 16টি টিমকে দু'সপ্তাহের জন্য কোয়ারানটিনে রাখা সম্ভব ? এমনিতেই ক্রিকেটাররা দীর্ঘদিন ধরে ক্রিকেট থেকে দূরে রয়েছেন । তার মধ্যে আবার দু সপ্তাহের কোয়ারানটিনে রেখে সোজা টি-20 বিশ্বকাপের মঞ্চে নামতে কেউই ইচ্ছুক হবে না । তাই এই বিষয়টি নিয়ে স্বচ্ছতা নেই ।"

শুধুমাত্র বর্ডার-গাভাসকর ট্রফির জন্য নাকি 50 মিলিয়ন ডলার ঋণের আবেদন করছে ক্রিকেট অস্ট্রেলিয়া । ভারতীয় বোর্ডের পক্ষ থেকে ইতিবাচক উত্তর এলে কিছুটা হলেও হাঁফ ছেড়ে বাঁচবে ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা । পাশাপাশি বছর শেষে অস্ট্রেলিয়া সফরের জন্য যে তৈরি ভারতীয় দল তা অরুণ ধুমালের এই মন্তব্যেই বোঝা গেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.