ETV Bharat / sports

ধারাবাহিকতা বজায় রেখে বছরের প্রথম সিরিজ় জয় ভারতের - শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের জয়

পুনেতে শ্রীলঙ্কাকে হারিয়ে টি-20 সিরিজ় জয় ভারতের ৷ ম্যাচের সেরা শার্দুল ঠাকুর ৷ সিরিজ সেরা নভদীপ সাইনি ৷ তিন ম্যাচের সিরিজে 2-0 ব্যবধানে সিরিজ় জয় ভারতের ৷

image
ভারতের জয়
author img

By

Published : Jan 10, 2020, 10:10 PM IST

Updated : Jan 10, 2020, 10:59 PM IST

পুনে, 10 জানুয়ারি : সিরিজ় জয় ভারতের ৷ পুনেতে শ্রীলঙ্কাকে 78 রানে হারিয়ে ম্যাচ ও সিরিজ় জয় করল টিম কোহলি ৷ একই সঙ্গে বছরের প্রথম সিরিজ় জয়ের স্বাদও পেল ভারত ৷ পুনের MCA স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের রাশ ছিল কোহলির হাতে ৷ ভারতের 201 রানের জবাবে ব্যাট করতে নেমে 123 রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা ৷ সিরিজ় সেরা হলেন নভদীপ সাইনি ও ম্যাচের সেরা হলেন শার্দুল ঠাকুর ৷

image
উইকেট নেওয়ার পর উচ্ছাস সাইনির (সৌজন্য - @BCCI)

টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক লাসিথ মালিঙ্গা ৷ শুরু থেকেই দাপট দেখায় ভারতীয় ওপেনাররা ৷ ওপেনিং পার্টনারশিপে ওঠে 97 রান ৷ অর্ধশতরান করেন দুই ভারতীয় ওপেনারই ৷ পুনেতে তিন নম্বরে নামানো হয় ঋষভের পরিবর্ত সঞ্জু স্যামসনকে ৷ কিন্তু দাগ কাটতে ব্যর্থ সঞ্জু ৷ চার নম্বরে নামেন মনীশ ৷ আজ ব্যর্থ হন শ্রেয়স আইয়ার ৷ শেষ দিকে শার্দুলের 8 বলের ক্যামিওতে শ্রীলঙ্কার সামনে 202 রানের টার্গেট দেয় ভারত ৷ শ্রীলঙ্কার হয়ে বল হাতে তিন উইকেট নেন সান্দাকান ৷

image
রান আউট শ্রীলঙ্কান ব্যাটসম্যান (সৌজন্য - @BCCI)

বিশাল রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় লঙ্কা বাহিনী ৷ প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার গুনাতিলকা ৷ বল নিয়ে ফের সফল নভদীপ সাইনি ৷ তিন উইকেট তুলে নেন তিনি ৷ শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর নেন দুটি করে উইকেট ৷ বুমরার দখলে একটি উইকেট ৷ রান আউট হয়ে ফেরেন দুই শ্রীলঙ্কান ব্যাটসম্যান ৷ লঙ্কা বাহিনীর হয়ে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন ধনঞ্জয়া ডি সিলভা ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ় ৷ অর্ধশতরান করেন ধনঞ্জয়া ৷ 57 রান করে সাইনির বলে আউট হন তিনি ৷ 16 মাস পর আন্তর্জাতিক টি-20তে ফিরে কিছুটা প্রতিরোধ গড়লেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ় ৷ 20 বলে 31 রানের ইনিংস খেলেন তিনি ৷ বাকি আর কোনও শ্রীলঙ্কান ব্যাটসম্যানই দুই অঙ্কের স্কোরে পৌঁছাতে পারেননি ৷

image
ব্যাট হাতে বিরাট বিক্রম (সৌজন্য - @BCCI)

ম্যাচের সঙ্গে সঙ্গেই সিরিজ়ও জয় করল ভারত ৷ বিশ্বকাপের পর ঘরের মাঠে টানা চারটি টি-20 সিরিজ় জয় করল টিম কোহলি ৷ সামনেই অস্ট্রেলিয়ার ভারত সফর ৷

পুনে, 10 জানুয়ারি : সিরিজ় জয় ভারতের ৷ পুনেতে শ্রীলঙ্কাকে 78 রানে হারিয়ে ম্যাচ ও সিরিজ় জয় করল টিম কোহলি ৷ একই সঙ্গে বছরের প্রথম সিরিজ় জয়ের স্বাদও পেল ভারত ৷ পুনের MCA স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের রাশ ছিল কোহলির হাতে ৷ ভারতের 201 রানের জবাবে ব্যাট করতে নেমে 123 রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা ৷ সিরিজ় সেরা হলেন নভদীপ সাইনি ও ম্যাচের সেরা হলেন শার্দুল ঠাকুর ৷

image
উইকেট নেওয়ার পর উচ্ছাস সাইনির (সৌজন্য - @BCCI)

টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক লাসিথ মালিঙ্গা ৷ শুরু থেকেই দাপট দেখায় ভারতীয় ওপেনাররা ৷ ওপেনিং পার্টনারশিপে ওঠে 97 রান ৷ অর্ধশতরান করেন দুই ভারতীয় ওপেনারই ৷ পুনেতে তিন নম্বরে নামানো হয় ঋষভের পরিবর্ত সঞ্জু স্যামসনকে ৷ কিন্তু দাগ কাটতে ব্যর্থ সঞ্জু ৷ চার নম্বরে নামেন মনীশ ৷ আজ ব্যর্থ হন শ্রেয়স আইয়ার ৷ শেষ দিকে শার্দুলের 8 বলের ক্যামিওতে শ্রীলঙ্কার সামনে 202 রানের টার্গেট দেয় ভারত ৷ শ্রীলঙ্কার হয়ে বল হাতে তিন উইকেট নেন সান্দাকান ৷

image
রান আউট শ্রীলঙ্কান ব্যাটসম্যান (সৌজন্য - @BCCI)

বিশাল রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় লঙ্কা বাহিনী ৷ প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার গুনাতিলকা ৷ বল নিয়ে ফের সফল নভদীপ সাইনি ৷ তিন উইকেট তুলে নেন তিনি ৷ শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর নেন দুটি করে উইকেট ৷ বুমরার দখলে একটি উইকেট ৷ রান আউট হয়ে ফেরেন দুই শ্রীলঙ্কান ব্যাটসম্যান ৷ লঙ্কা বাহিনীর হয়ে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন ধনঞ্জয়া ডি সিলভা ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ় ৷ অর্ধশতরান করেন ধনঞ্জয়া ৷ 57 রান করে সাইনির বলে আউট হন তিনি ৷ 16 মাস পর আন্তর্জাতিক টি-20তে ফিরে কিছুটা প্রতিরোধ গড়লেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ় ৷ 20 বলে 31 রানের ইনিংস খেলেন তিনি ৷ বাকি আর কোনও শ্রীলঙ্কান ব্যাটসম্যানই দুই অঙ্কের স্কোরে পৌঁছাতে পারেননি ৷

image
ব্যাট হাতে বিরাট বিক্রম (সৌজন্য - @BCCI)

ম্যাচের সঙ্গে সঙ্গেই সিরিজ়ও জয় করল ভারত ৷ বিশ্বকাপের পর ঘরের মাঠে টানা চারটি টি-20 সিরিজ় জয় করল টিম কোহলি ৷ সামনেই অস্ট্রেলিয়ার ভারত সফর ৷

Bhubaneswar (Odisha), Jan (ANI): Acid attack survivor Pramodini Roul from Odisha has appealed the citizens to watch 'Chhapaak' movie. "I am an acid attack survivor I know what are the struggles. I don't consider myself as a victim, I am a fighter. I am excited on the release of 'Chhapaak' movie as it will make people aware of the issue of acid attack on women," said acid attack survivor Promodini. #BoycottChhapaak was trending on Twitter after actress Deepika Padukone visited Jawaharlal Nehru University (JNU) to support the protesting students. 'Chhapaak' movie is based on the real-life story of acid attack survivor Laxmi Agarwal.
Last Updated : Jan 10, 2020, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.