ETV Bharat / sports

শ্রেয়সের ব্যাটে অকল্যান্ডে দুরন্ত জয় ভারতের - শ্রেয়সের ব্যাটে দুরন্ত জয় ভারতের

নির্ধারিত 20 ওভারে নিউজ়িল্যান্ড 5 উইকেটে 203 রান করে ৷ জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিতের উইকেট হারায় ভারত ৷ তবে কোহলি ও রাহুলের ব্যাটে ভর করে ম্যাচে ফেরে মেন ইন ব্লুরা ৷ এরপর প্রথমে রাহুল ও পরে কোহলির উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত ৷ তবে শ্রেয়সের লড়াকু ইনিংসে ম্যাচ জেতে ভারত ৷

image
ভারত বনাম নিউজ়িল্যান্ড
author img

By

Published : Jan 24, 2020, 12:00 PM IST

Updated : Jan 24, 2020, 5:06 PM IST

অকল্যান্ড, 24 জানুয়ারি : তিনি ভরসা জোগালেন । ঠান্ডা মাথায় খেললেন । দলকে জেতালেন ।

আজ অকল্যান্ডে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে শ্রেয়স আইয়ারের ধৈর্যশীল ও লড়াকু ইনিংসে ভর করে কিউয়িদের বিরুদ্ধে প্রথম টি20 ম্য়াচ জিতল ভারত । 5 ম্যাচের সিরিজ়ে প্রথম ম্যাচেই এগিয়ে গেল মেন ইন ব্লুরা ৷ বিশ্বকাপে হারের মধুর বদলাও নিয়ে ফেললেন কোহলিরা।

শুধু ম্য়াচ জেতানো নয় । অনেক প্রশ্নেরও উত্তর দেওয়ার চেষ্টা করলেন বছর পঁচিশের এই যুবক । এতদিন চার নম্বরে কে নামবে তা নিয়ে একাধিক জল্পনা-বিতর্ক চলছিল । অনেক প্রাক্তন শ্রেয়সের পক্ষে ব্য়াট ধরেছিলেন । আজ শ্রেয়সের ইনিংস হয়তো অনেক সমস্য়ার সমাধান সূত্র দিতে দিতে পারে ।

কিউয়িদের 203 রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই রোহিতের উইকেট হারিয়ে চাপে ভারত ৷ মিচেল স্যান্টনারের বলে রস টেলরের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন হিটম্য়ান ৷ রোহিত আউট হলেও পার্টনারশিপ গড়েন রাহুল ও বিরাট ৷ 101 রানের পার্টনারশিপ গড়েন দু’জনে ৷ 56 রান করেন রাহুল ৷ তবে তারপরই আউট হন তিনি ৷ রাহুল আউট হতেই ফেরেন কোহলিও ৷ ব্যক্তিগত 45 রানে আউট হন অধিনায়ক ৷ শেষ মুহূর্তে ভরাতকে লড়াইয়ে ফেরায় শ্রেয়সের ব্যাট ৷

image
ওপেনিংয়ে রাহুলের ব্যাটে ভালো শুরু ভারতের

কোহলি, শিবম ও মণীশকে সঙ্গী করে ইনিংস এগিয়ে নিয়ে যান শ্রেয়স ৷ পাঁচটি চার ও তিনটি বিশাল ছক্কার সাহায্যে 29 বলে খেলেন 58 রানের ইনিংস ৷ একদিকে উইকেট পড়লেও অন্যদিকে ধৈর্যশীল ইনিংস ৷ উইকেটে থেকে ম্যাচ শেষ করে আসেন শ্রেয়স ৷

শুক্রবার অকল্যান্ডে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক কোহলি ৷ কিন্তু দুই কিউয়ি ওপেনার ইনিংসের দুরন্ত শুরু করেন ৷ গাপটিল করেন 30 রান ৷ বাউন্ডারি লাইনে রোহিতের দুরন্ত ক্যাচে আউট হন তিনি ৷ অন্য ওপেনার কলিন মুনরো করেন 59 রান ৷ অর্ধশতরান করেন অধিনায়ক কেন উইলিয়ামসনও ৷ 51 রান করে চহ্বালের বলে বিরাটের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি ৷ এর পর ঝোড়ো ব্যাটিং করেন রস টেলর ৷ 20 তম ওভারে অর্ধশতরান পূর্ণ করেন তিনি ৷ 54 রান করে অপরাজিত থাকেন তিনি ৷

image
ব্যাট হাতে দুরন্ত কলিন মুনরো

ভারতের হয়ে কিউয়ি শিবিরে প্রথম আঘাত হানেন শুবম দুবে ৷ মুনরোকে ফেরান শার্দুল ৷ চহ্বাল নেন 1টি উইকেট ৷ জাদেজা ও বুমরাও নেন একটি করে উইকেট ৷ তবে উইকেট পাননি মহম্মদ শামি ৷ 20তম ওভারে বোলিং করতে গিয়ে চোট পান বুমরা ৷ যদিও চোট গুরুতর নয় ৷ জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল 204 রান ৷ এক ওভার বাকি থাকতেই প্রয়োজনীয় রানে পৌঁছে যায় ভারত ৷

অকল্যান্ড, 24 জানুয়ারি : তিনি ভরসা জোগালেন । ঠান্ডা মাথায় খেললেন । দলকে জেতালেন ।

আজ অকল্যান্ডে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে শ্রেয়স আইয়ারের ধৈর্যশীল ও লড়াকু ইনিংসে ভর করে কিউয়িদের বিরুদ্ধে প্রথম টি20 ম্য়াচ জিতল ভারত । 5 ম্যাচের সিরিজ়ে প্রথম ম্যাচেই এগিয়ে গেল মেন ইন ব্লুরা ৷ বিশ্বকাপে হারের মধুর বদলাও নিয়ে ফেললেন কোহলিরা।

শুধু ম্য়াচ জেতানো নয় । অনেক প্রশ্নেরও উত্তর দেওয়ার চেষ্টা করলেন বছর পঁচিশের এই যুবক । এতদিন চার নম্বরে কে নামবে তা নিয়ে একাধিক জল্পনা-বিতর্ক চলছিল । অনেক প্রাক্তন শ্রেয়সের পক্ষে ব্য়াট ধরেছিলেন । আজ শ্রেয়সের ইনিংস হয়তো অনেক সমস্য়ার সমাধান সূত্র দিতে দিতে পারে ।

কিউয়িদের 203 রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই রোহিতের উইকেট হারিয়ে চাপে ভারত ৷ মিচেল স্যান্টনারের বলে রস টেলরের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন হিটম্য়ান ৷ রোহিত আউট হলেও পার্টনারশিপ গড়েন রাহুল ও বিরাট ৷ 101 রানের পার্টনারশিপ গড়েন দু’জনে ৷ 56 রান করেন রাহুল ৷ তবে তারপরই আউট হন তিনি ৷ রাহুল আউট হতেই ফেরেন কোহলিও ৷ ব্যক্তিগত 45 রানে আউট হন অধিনায়ক ৷ শেষ মুহূর্তে ভরাতকে লড়াইয়ে ফেরায় শ্রেয়সের ব্যাট ৷

image
ওপেনিংয়ে রাহুলের ব্যাটে ভালো শুরু ভারতের

কোহলি, শিবম ও মণীশকে সঙ্গী করে ইনিংস এগিয়ে নিয়ে যান শ্রেয়স ৷ পাঁচটি চার ও তিনটি বিশাল ছক্কার সাহায্যে 29 বলে খেলেন 58 রানের ইনিংস ৷ একদিকে উইকেট পড়লেও অন্যদিকে ধৈর্যশীল ইনিংস ৷ উইকেটে থেকে ম্যাচ শেষ করে আসেন শ্রেয়স ৷

শুক্রবার অকল্যান্ডে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক কোহলি ৷ কিন্তু দুই কিউয়ি ওপেনার ইনিংসের দুরন্ত শুরু করেন ৷ গাপটিল করেন 30 রান ৷ বাউন্ডারি লাইনে রোহিতের দুরন্ত ক্যাচে আউট হন তিনি ৷ অন্য ওপেনার কলিন মুনরো করেন 59 রান ৷ অর্ধশতরান করেন অধিনায়ক কেন উইলিয়ামসনও ৷ 51 রান করে চহ্বালের বলে বিরাটের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি ৷ এর পর ঝোড়ো ব্যাটিং করেন রস টেলর ৷ 20 তম ওভারে অর্ধশতরান পূর্ণ করেন তিনি ৷ 54 রান করে অপরাজিত থাকেন তিনি ৷

image
ব্যাট হাতে দুরন্ত কলিন মুনরো

ভারতের হয়ে কিউয়ি শিবিরে প্রথম আঘাত হানেন শুবম দুবে ৷ মুনরোকে ফেরান শার্দুল ৷ চহ্বাল নেন 1টি উইকেট ৷ জাদেজা ও বুমরাও নেন একটি করে উইকেট ৷ তবে উইকেট পাননি মহম্মদ শামি ৷ 20তম ওভারে বোলিং করতে গিয়ে চোট পান বুমরা ৷ যদিও চোট গুরুতর নয় ৷ জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল 204 রান ৷ এক ওভার বাকি থাকতেই প্রয়োজনীয় রানে পৌঁছে যায় ভারত ৷

Jaipur (Rajasthan), Jan 23 (ANI): Actor and filmmaker Nandita Das on January 23 said that to save values of the nation, people should speak against Citizenship Amendment Act (CAA). "People who have been here from four generations, you are telling them that this is not your country, this is very upsetting. I believe everyone should speak over it. In fact, people are speaking and there are spontaneous protests all over," said Nandita Das in Jaipur where she is attending Jaipur Literature Festival.
Last Updated : Jan 24, 2020, 5:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.