ETV Bharat / sports

শ্রেয়স, পন্থের ব্যাটে ভর করে 287 রান ভারতের

রবিবার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক পোলার্ড ৷ প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 8 উইকেটের বিনিময়ে 287 রান বোর্ডে তোলে ভারত ৷ জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ়ের 288 রান প্রয়োজন ৷

image
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়
author img

By

Published : Dec 15, 2019, 6:07 PM IST

Updated : Dec 15, 2019, 6:45 PM IST

চেন্নাই, 15 ডিসেম্বর : T-20 সিরিজ়ে দাপুটে জয় ৷ এবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ানডে চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার ৷ চেন্নাইয়ে এম এ চিদম্বরম স্টেডিয়ামে পোলার্ড বাহিনীর মুখোমুখি টিম কোহলি ৷ রবিবার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক পোলার্ড ৷ প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 8 উইকেটের বিনিময়ে 287 রান বোর্ডে তোলে ভারত ৷


আজ একদিনের ম্যাচে ফিরলেন কুলদীপ যাদব ৷ চেন্নাইয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হল শিবম দুবের ৷

T-20 সিরিজ়ের পর একদিনের ম্যাচেও ফের ওপেনিংয়ে ফিরলেন রোহিত-রাহুল জুটি ৷ যদিও শুরুতেই লোকেশ রাহুল ও অধিনায়ক বিরাটের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া ৷ সেখান থেকে ইনিংসের হাল ধরেন রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ার ৷ ব্যক্তিগত 36 রানে পোলার্ডের হাতে ক্যাচ দিয়ে আউট হন হিটম্যান ৷ তবে রোহিত ফিরলেও পন্থকে সঙ্গী করে ইনিংস এগিয়ে নিয়ে যান শ্রেয়স ৷ ব্যক্তিগত 70 রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন শ্রেয়স ৷ 71 রান করেন ঋষভ পন্থ ৷ মূলত এই দুই ব্যাটসম্যানের 114 রানের পার্টনারশিপে ভর করে লড়াকু স্কোরে পৌঁছায় ভারত ৷

চেন্নাইয়ে প্রথম ইনিংসে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন ঋষভ ৷ শেষ কয়েকটি সিরিজ়ে অফ কালার ছিলেন তিনি ৷ তাঁকে দল থেকে বাদ দেওয়ার কথাও উঠে ৷ তবে আজ সমালোচকদের জবাব দিলেন তিনি ৷ শেষ দিকে 35 বলে 40 রানের ইনিংস খেলেন কেদার যাদব ৷ জয়ের জন্য ক্যারিবিয়ানদের দরকার 288 রান ৷

চেন্নাই, 15 ডিসেম্বর : T-20 সিরিজ়ে দাপুটে জয় ৷ এবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ানডে চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার ৷ চেন্নাইয়ে এম এ চিদম্বরম স্টেডিয়ামে পোলার্ড বাহিনীর মুখোমুখি টিম কোহলি ৷ রবিবার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক পোলার্ড ৷ প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 8 উইকেটের বিনিময়ে 287 রান বোর্ডে তোলে ভারত ৷


আজ একদিনের ম্যাচে ফিরলেন কুলদীপ যাদব ৷ চেন্নাইয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হল শিবম দুবের ৷

T-20 সিরিজ়ের পর একদিনের ম্যাচেও ফের ওপেনিংয়ে ফিরলেন রোহিত-রাহুল জুটি ৷ যদিও শুরুতেই লোকেশ রাহুল ও অধিনায়ক বিরাটের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া ৷ সেখান থেকে ইনিংসের হাল ধরেন রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ার ৷ ব্যক্তিগত 36 রানে পোলার্ডের হাতে ক্যাচ দিয়ে আউট হন হিটম্যান ৷ তবে রোহিত ফিরলেও পন্থকে সঙ্গী করে ইনিংস এগিয়ে নিয়ে যান শ্রেয়স ৷ ব্যক্তিগত 70 রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন শ্রেয়স ৷ 71 রান করেন ঋষভ পন্থ ৷ মূলত এই দুই ব্যাটসম্যানের 114 রানের পার্টনারশিপে ভর করে লড়াকু স্কোরে পৌঁছায় ভারত ৷

চেন্নাইয়ে প্রথম ইনিংসে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন ঋষভ ৷ শেষ কয়েকটি সিরিজ়ে অফ কালার ছিলেন তিনি ৷ তাঁকে দল থেকে বাদ দেওয়ার কথাও উঠে ৷ তবে আজ সমালোচকদের জবাব দিলেন তিনি ৷ শেষ দিকে 35 বলে 40 রানের ইনিংস খেলেন কেদার যাদব ৷ জয়ের জন্য ক্যারিবিয়ানদের দরকার 288 রান ৷

New Delhi, Dec 15 (ANI): Congress leader Adhir Ranjan Chowdhury on Sunday said that the entire North-East especially Assam region has been engulfed in violence, adding that the state has become the new Kashmir. He said, "It is a matter of concern that the entire North-East, especially Assam region has been engulfed in violence. Assam is recognised as a strategically important place for the country. On one hand, it is Kashmir valley and on the other, the new Kashmir, Assam." After the Citizenship (Amendment) Bill, 2019 passed from both the houses, several incidents occurred in North-East.
Last Updated : Dec 15, 2019, 6:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.