ETV Bharat / sports

কোহলির বিরাট ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সহজ জয় ভারতের - Match report of second day in Mohali

ফের সমহিমায় রান মেশিন । মোহালির পিচে বিরাট কোহলির বুঝিয়ে দিলেন তিনি সব বিতর্কের ঊর্ধ্বে । তাঁর 52 বলের 72 রানের অধিনায়কচিত ইনিংস দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে দলকে শুধু জয়ই এনে দিল না, বিশ্বকাপের প্রস্তুতি শুরুর আগে টিম ম্যানেজমেন্টকে ভরসা জোগালেন ।

বিরাট কোহলি
author img

By

Published : Sep 18, 2019, 10:50 PM IST

Updated : Sep 18, 2019, 10:59 PM IST

মোহালি, 18 সেপ্টেম্বর : ফের সমহিমায় রান মেশিন । এলেন, রান করলেন, দলকে জেতালেন । বিশ্বকাপ থেকে তাঁর ধারাবাহিক রেখচিত্র নিয়ে প্রশ্ন উঠছিল । কিন্তু মোহালির পিচে বিরাট কোহলির বুঝিয়ে দিলেন তিনি সব বিতর্কের ঊর্ধ্বে । তাঁর 52 বলের 72 রানের অধিনায়কচিত ইনিংস দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে দলকে শুধু জয়ই এনে দিল না, বিশ্বকাপের প্রস্তুতি শুরুর আগে টিম ম্যানেজমেন্টকে ভরসা জোগালেন । আর বিশ্বকাপের মঞ্চ থেকে আহত হয়ে ফিরে আসা শিখর ধওয়ান বুঝিয়ে দিলেন তিনিও তৈরি ।

আজ টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠান কোহলি । ডি'ককের 37 বলে 52 রানের ইনিংস ছাড়া নবাগত তেম্বা বাভুমার 49 -ই কেবল বলার মতো স্কোর । আজ প্রথম পরীক্ষাটা ছিল ভারতীয় বোলিং আক্রমণের । কার্যত দ্বিতীয় পর্যায়ের বোলিং আক্রমণ নিয়েই আজ মাঠে নেমেছিলেন কোহলি-রোহিতরা । ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, নবদীপ সাইনি -দের দেখে নেওয়ার দরকার ছিল । প্রথম পরীক্ষায় মোটামুটি ভালোভাবেই উতরে গেলেন তিনজনই । ওয়াশিংটন সুন্দর বা দীপক চাহারদের আজ যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাল । তাঁরা যে সুযোগটা পেয়ে কাজে লাগাতে বদ্ধ পরিকর তা আজ স্পষ্টতই প্রমাণ পেল ।

মাত্র 149 রানের মধ্যে দক্ষিণ আফ্রিকার ব্রিগেডকে আটকে দেওয়ার পর বাকি ছিল রোহিত-কোহলিদের । শুরুটা করার চেষ্টা করেছিলেন রোহিত শর্মা । পরপর দুটো ছয় মেরে বিপক্ষের কোর্টে লড়াইটা পৌঁছে দিয়েছিলেন । কিন্তু 12 রানের বেশি করতে পারেননি বিশ্বকাপে শত রানের রেকর্ডধারী । তবে, বাকি কাজটা খুব সহজেই শেষ করলেন অধিনায়ক । কোহলিকে যোগ্য সঙ্গত দিয়ে গেলেন শিখর ধওয়ান ।

তবে, দিনের শেষে একটা দুশ্চিন্তা থেকেই গেল । সেই বাঁ হাতি উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থের ব্যর্থতা । অনেকে ধোনি পরবর্তী ভারতীয় গতিধারাকে বয়ে নিয়ে যাওয়ার আশা দেখছিলেন ঋষভের ব্যাটে । উইকেট রক্ষক ঋষভ পন্থকে নিয়ে প্রশ্ন ছিলই । তবে, তাঁর ব্যাটিং দক্ষতা দিয়ে অনেক বিতর্কের মোকাবিলা করছিলেন ঋষভ । আজকের ম্যাচে অল্প রান বাকি থাকায় তেমন কোনও পরীক্ষা ছিল না তাঁর সামনে । কিন্তু সেই কাজ করতেও ব্যর্থ হলেন এই তরুণ । সন্দেহ নেই ঋষভের এই ব্যর্থতা কিছুটা হলেও হাত মজবুত করতে চলেছে ঋদ্ধিমান সাহা অনুগামীদের ।

মোহালি, 18 সেপ্টেম্বর : ফের সমহিমায় রান মেশিন । এলেন, রান করলেন, দলকে জেতালেন । বিশ্বকাপ থেকে তাঁর ধারাবাহিক রেখচিত্র নিয়ে প্রশ্ন উঠছিল । কিন্তু মোহালির পিচে বিরাট কোহলির বুঝিয়ে দিলেন তিনি সব বিতর্কের ঊর্ধ্বে । তাঁর 52 বলের 72 রানের অধিনায়কচিত ইনিংস দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে দলকে শুধু জয়ই এনে দিল না, বিশ্বকাপের প্রস্তুতি শুরুর আগে টিম ম্যানেজমেন্টকে ভরসা জোগালেন । আর বিশ্বকাপের মঞ্চ থেকে আহত হয়ে ফিরে আসা শিখর ধওয়ান বুঝিয়ে দিলেন তিনিও তৈরি ।

আজ টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠান কোহলি । ডি'ককের 37 বলে 52 রানের ইনিংস ছাড়া নবাগত তেম্বা বাভুমার 49 -ই কেবল বলার মতো স্কোর । আজ প্রথম পরীক্ষাটা ছিল ভারতীয় বোলিং আক্রমণের । কার্যত দ্বিতীয় পর্যায়ের বোলিং আক্রমণ নিয়েই আজ মাঠে নেমেছিলেন কোহলি-রোহিতরা । ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, নবদীপ সাইনি -দের দেখে নেওয়ার দরকার ছিল । প্রথম পরীক্ষায় মোটামুটি ভালোভাবেই উতরে গেলেন তিনজনই । ওয়াশিংটন সুন্দর বা দীপক চাহারদের আজ যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাল । তাঁরা যে সুযোগটা পেয়ে কাজে লাগাতে বদ্ধ পরিকর তা আজ স্পষ্টতই প্রমাণ পেল ।

মাত্র 149 রানের মধ্যে দক্ষিণ আফ্রিকার ব্রিগেডকে আটকে দেওয়ার পর বাকি ছিল রোহিত-কোহলিদের । শুরুটা করার চেষ্টা করেছিলেন রোহিত শর্মা । পরপর দুটো ছয় মেরে বিপক্ষের কোর্টে লড়াইটা পৌঁছে দিয়েছিলেন । কিন্তু 12 রানের বেশি করতে পারেননি বিশ্বকাপে শত রানের রেকর্ডধারী । তবে, বাকি কাজটা খুব সহজেই শেষ করলেন অধিনায়ক । কোহলিকে যোগ্য সঙ্গত দিয়ে গেলেন শিখর ধওয়ান ।

তবে, দিনের শেষে একটা দুশ্চিন্তা থেকেই গেল । সেই বাঁ হাতি উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থের ব্যর্থতা । অনেকে ধোনি পরবর্তী ভারতীয় গতিধারাকে বয়ে নিয়ে যাওয়ার আশা দেখছিলেন ঋষভের ব্যাটে । উইকেট রক্ষক ঋষভ পন্থকে নিয়ে প্রশ্ন ছিলই । তবে, তাঁর ব্যাটিং দক্ষতা দিয়ে অনেক বিতর্কের মোকাবিলা করছিলেন ঋষভ । আজকের ম্যাচে অল্প রান বাকি থাকায় তেমন কোনও পরীক্ষা ছিল না তাঁর সামনে । কিন্তু সেই কাজ করতেও ব্যর্থ হলেন এই তরুণ । সন্দেহ নেই ঋষভের এই ব্যর্থতা কিছুটা হলেও হাত মজবুত করতে চলেছে ঋদ্ধিমান সাহা অনুগামীদের ।


Rajouri (JandK), Sep 18 (ANI): Fire and Emergency
services, Jammu and Kashmir launched a joint exercise in Jammu and Kashmir's Rajouri. They launched an operation on fire fighting in emergency situations. It was launched by Fire and Emergency services, Jammu and Kashmir Police and Army. It was a three day joint exercise which concluded on September 18 in Rajouri.
Last Updated : Sep 18, 2019, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.