ETV Bharat / sports

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় থেকে ছিটকে গেলেন হার্দিক - hardik pandiya

চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধের সিরিজ় খেলবেন না হার্দিক। দলে এলেন রবীন্দ্র জাদেজা।

হার্দিক পান্ডিয়া
author img

By

Published : Feb 22, 2019, 7:27 AM IST

মুম্বই, ২২ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে T20 এবং একদিনের সিরিজ়ের দল থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। কোমরের নিচে চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। তাঁর জায়গায় দলে এলেন রবীন্দ্র জাদেজা।

বলিউডের এক পরিচালকের একটি শো-তে হার্দিকের মন্তব্য ঘিরে বিতর্ক বেধেছিল কিছুদিন আগে। যার জেরে অস্ট্রেলিয়া থেকে তাঁকে এবং কে এল রাহুলকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। পরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে খেলার অনুমতি পান হার্দিক। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় শুরুর পর সেদেশে যান তিনি। খেলেন ম্যাচ।

ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি এবং হেড কোচ রবি শাস্ত্রী বারবার বলেছেন, হার্দিক দলের গুরুত্বপূর্ণ অংশ।
কয়েকমাস পরে ইংল্যান্ডে বিশ্বকাপে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলে টিম ম্যানেজমেন্টের আশা। তাই, হার্দিককে নিউজ়িল্যান্ডে নিয়ে গিয়েই ম্যাচ খেলানো হয়। এবং, টিম ম্যানেজমেন্টের ভাবনা যে ভুল নয়, তা ব্যাট ও বল হাতে নিউজ়িল্যান্ডে বুঝিয়ে দিয়েছেন হার্দিক।

কিন্তু, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই খারাপ খবর। BCCI-র তরফে জানানো হয়েছে, চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না হার্দিক। একদিনের সিরিজ়ে তাঁর বদলে দলে এলেন জাদেজা। তবে T20-তে হার্দিকের পরিবর্তে কাউকে নেওয়া হয়নি।

undefined


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪ ফেব্রুয়ারি দুই ম্যাচের T20 সিরিজ় শুরু হচ্ছে। এরপর পাঁচটি একদিনের ম্যাচ খেলবে দুই দেশ।

মুম্বই, ২২ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে T20 এবং একদিনের সিরিজ়ের দল থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। কোমরের নিচে চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। তাঁর জায়গায় দলে এলেন রবীন্দ্র জাদেজা।

বলিউডের এক পরিচালকের একটি শো-তে হার্দিকের মন্তব্য ঘিরে বিতর্ক বেধেছিল কিছুদিন আগে। যার জেরে অস্ট্রেলিয়া থেকে তাঁকে এবং কে এল রাহুলকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। পরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে খেলার অনুমতি পান হার্দিক। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় শুরুর পর সেদেশে যান তিনি। খেলেন ম্যাচ।

ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি এবং হেড কোচ রবি শাস্ত্রী বারবার বলেছেন, হার্দিক দলের গুরুত্বপূর্ণ অংশ।
কয়েকমাস পরে ইংল্যান্ডে বিশ্বকাপে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলে টিম ম্যানেজমেন্টের আশা। তাই, হার্দিককে নিউজ়িল্যান্ডে নিয়ে গিয়েই ম্যাচ খেলানো হয়। এবং, টিম ম্যানেজমেন্টের ভাবনা যে ভুল নয়, তা ব্যাট ও বল হাতে নিউজ়িল্যান্ডে বুঝিয়ে দিয়েছেন হার্দিক।

কিন্তু, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই খারাপ খবর। BCCI-র তরফে জানানো হয়েছে, চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না হার্দিক। একদিনের সিরিজ়ে তাঁর বদলে দলে এলেন জাদেজা। তবে T20-তে হার্দিকের পরিবর্তে কাউকে নেওয়া হয়নি।

undefined


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪ ফেব্রুয়ারি দুই ম্যাচের T20 সিরিজ় শুরু হচ্ছে। এরপর পাঁচটি একদিনের ম্যাচ খেলবে দুই দেশ।


New Delhi, Feb 22 (ANI): Congress general secretary for Uttar Pradesh east Priyanka Gandhi on Thursday left Congress war room in New Delhi after brainstorming with party's top brass of UP. Priyanka did meetings with UP Congress chief Raj Babbar and UP west in-charge Jyotiraditya Scindia. Congress is trying to rebuild its organizational strength in Uttar Pradesh and said it will fight all the 80 MP seats in the state for the upcoming Lok Sabha elections.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.