মুম্বই, ২২ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে T20 এবং একদিনের সিরিজ়ের দল থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। কোমরের নিচে চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। তাঁর জায়গায় দলে এলেন রবীন্দ্র জাদেজা।
বলিউডের এক পরিচালকের একটি শো-তে হার্দিকের মন্তব্য ঘিরে বিতর্ক বেধেছিল কিছুদিন আগে। যার জেরে অস্ট্রেলিয়া থেকে তাঁকে এবং কে এল রাহুলকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। পরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে খেলার অনুমতি পান হার্দিক। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় শুরুর পর সেদেশে যান তিনি। খেলেন ম্যাচ।
ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি এবং হেড কোচ রবি শাস্ত্রী বারবার বলেছেন, হার্দিক দলের গুরুত্বপূর্ণ অংশ।
কয়েকমাস পরে ইংল্যান্ডে বিশ্বকাপে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলে টিম ম্যানেজমেন্টের আশা। তাই, হার্দিককে নিউজ়িল্যান্ডে নিয়ে গিয়েই ম্যাচ খেলানো হয়। এবং, টিম ম্যানেজমেন্টের ভাবনা যে ভুল নয়, তা ব্যাট ও বল হাতে নিউজ়িল্যান্ডে বুঝিয়ে দিয়েছেন হার্দিক।
কিন্তু, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই খারাপ খবর। BCCI-র তরফে জানানো হয়েছে, চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না হার্দিক। একদিনের সিরিজ়ে তাঁর বদলে দলে এলেন জাদেজা। তবে T20-তে হার্দিকের পরিবর্তে কাউকে নেওয়া হয়নি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪ ফেব্রুয়ারি দুই ম্যাচের T20 সিরিজ় শুরু হচ্ছে। এরপর পাঁচটি একদিনের ম্যাচ খেলবে দুই দেশ।