ETV Bharat / sports

2020 T-২০ বিশ্বকাপ : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যাত্রা শুরু ভারতের - icc t20 worldcup

অস্ট্রেলিয়ার মাটিতে 2020 ICC T-২০ বিশ্বকাপে 24 অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যাত্রা শুরু করবে ভারত ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T-20 বিশ্বকাপের যাত্রা শুরু ভারতের
author img

By

Published : Jul 19, 2019, 6:29 AM IST

দুবাই, 19 জুলাই : ঘোষিত হল 2020 ICC T-২০ বিশ্বকাপের ক্রীড়াসূচি । অস্ট্রেলিয়ার মাটিতে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ শুরু আগামী বছরের 18 অক্টোবর । ফাইনাল অনুষ্ঠিত হবে 15 নভেম্বর । প্রথম সেমিফাইনাল SCG-তে 11 নভেম্বর । সেই দিনই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি হবে অ্যাডিলেড ওভালে ।

বিশ্বকাপের মূলপর্বের খেলা শুরু হবে 24 অক্টোবর । সেই দিনই পারথে খেলতে নামবে 2007 সালের চ্যাম্পিয়ন ভারত । প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা । তবে ওইদিন প্রথম ম্যাচটি খেলবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান । গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ় প্রথম ম্যাচ খেলবে 25 অক্টোবর, মেলবোর্নে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ।

T-২০ বিশ্বকাপে ভারতের সূচি :

  • 24 অক্টোবর, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, পারথ
  • 29 অক্টোবর, ভারত বনাম A2 (কোয়ালিফায়ার), মেলবোর্ন
  • 1 নভেম্বর, ভারত বনাম ইংল্যান্ড, মেলবোর্ন
  • 5 নভেম্বর, ভারত বনাম B1 (কোয়ালিফায়ার), অ্যাডিলেড
  • 8 নভেম্বর, ভারত বনাম আফগানিস্তান, সিডনি

মূলপর্বে খেলবে মোট 12টি দল । দু'টি গ্রুপে থাকবে ছ'টি করে দল । 31 ডিসেম্বর, 2018 পর্যন্ত ICC T-২০ ব়্যাঙ্কিংয়ে থাকা প্রথম আটটি দেশ ইতিমধ্যে সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পেয়েছে । বাকি চারটি দল খেলবে প্রথম রাউন্ডে যোগ্যতা অর্জনের ভিত্তিতে । প্রথম রাউন্ডে কোয়ালিফায়ারদের সঙ্গে খেলবে ICC ব়্যাঙ্কিংয়ে যথাক্রমে 9 ও 10 নম্বরে থাকা শ্রীলঙ্কা ও বাংলাদেশ ।

গ্রুপ-1 : পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ়, নিউজ়িল্যান্ড, গ্রুপ-A টিম 1 এবং গ্রুপ-B টিম 2

গ্রুপ-2: ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, গ্রুপ-B টিম 1 এবং গ্রুপ-A টিম 2

দুবাই, 19 জুলাই : ঘোষিত হল 2020 ICC T-২০ বিশ্বকাপের ক্রীড়াসূচি । অস্ট্রেলিয়ার মাটিতে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ শুরু আগামী বছরের 18 অক্টোবর । ফাইনাল অনুষ্ঠিত হবে 15 নভেম্বর । প্রথম সেমিফাইনাল SCG-তে 11 নভেম্বর । সেই দিনই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি হবে অ্যাডিলেড ওভালে ।

বিশ্বকাপের মূলপর্বের খেলা শুরু হবে 24 অক্টোবর । সেই দিনই পারথে খেলতে নামবে 2007 সালের চ্যাম্পিয়ন ভারত । প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা । তবে ওইদিন প্রথম ম্যাচটি খেলবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান । গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ় প্রথম ম্যাচ খেলবে 25 অক্টোবর, মেলবোর্নে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ।

T-২০ বিশ্বকাপে ভারতের সূচি :

  • 24 অক্টোবর, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, পারথ
  • 29 অক্টোবর, ভারত বনাম A2 (কোয়ালিফায়ার), মেলবোর্ন
  • 1 নভেম্বর, ভারত বনাম ইংল্যান্ড, মেলবোর্ন
  • 5 নভেম্বর, ভারত বনাম B1 (কোয়ালিফায়ার), অ্যাডিলেড
  • 8 নভেম্বর, ভারত বনাম আফগানিস্তান, সিডনি

মূলপর্বে খেলবে মোট 12টি দল । দু'টি গ্রুপে থাকবে ছ'টি করে দল । 31 ডিসেম্বর, 2018 পর্যন্ত ICC T-২০ ব়্যাঙ্কিংয়ে থাকা প্রথম আটটি দেশ ইতিমধ্যে সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পেয়েছে । বাকি চারটি দল খেলবে প্রথম রাউন্ডে যোগ্যতা অর্জনের ভিত্তিতে । প্রথম রাউন্ডে কোয়ালিফায়ারদের সঙ্গে খেলবে ICC ব়্যাঙ্কিংয়ে যথাক্রমে 9 ও 10 নম্বরে থাকা শ্রীলঙ্কা ও বাংলাদেশ ।

গ্রুপ-1 : পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ়, নিউজ়িল্যান্ড, গ্রুপ-A টিম 1 এবং গ্রুপ-B টিম 2

গ্রুপ-2: ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, গ্রুপ-B টিম 1 এবং গ্রুপ-A টিম 2

New Delhi, Jul 19 (ANI): Congress MP Ravneet Singh Bittu has urged government to observe Parkash Parv of Guru Nanak Dev on November 12 as 'National Tolerance Day'. He said, "In today's society, the thing we need the most is tolerance. So to send out a message in the name of Guru Nanak Dev, we should observe National Tolerance Day on November 12."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.