ETV Bharat / sports

দু'ওভার বাকি থাকতেই বিরাট-ছয়ে জয় ভারতের - ক্রিকেট

ওপেনিং জুটি ফেরত যাওয়ার পর ম্যাচের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার ৷ 18 ওভারের শুরুতে লাহিরু কুমারার বলে 34 রান করে আউট হন শ্রেয়স ৷ ম্যাচের ভাগ্য ততক্ষণে প্রায় নির্ধারিত হয়ে গেছে ৷ শেষে আড়াই ওভার বাকি থাকতেই লাহিরু কুমারা শর্ট বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ পকেটে পুড়লেন বিরাট ৷ বিরাটের ব্যক্তিগত সংগ্রহ 17 বলে 30 রান ৷

India Sri Lanka
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিল ভারত
author img

By

Published : Jan 7, 2020, 7:05 PM IST

Updated : Jan 7, 2020, 10:22 PM IST

ইন্দোর, 7 জানুয়ারি : দ্বিতীয় টি-20 ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান বিরাট কোহলি ৷ 20 ওভার শেষে শ্রীলঙ্কার ঝুলিতে 9 উইকেট হারিয়ে আসে 142 রান ৷ শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ 34 রান করেন কুশল পেরেরা ৷

প্রথম 6 ওভার শেষে 1 উইকেট হারিয়ে শ্রীলঙ্কার পকেটে আসে 48 রান ৷ শুরুটা ভালো করলেও ওয়াশিংটন সুন্দরের বলে ফিরে যেতে হয় অভিষ্কা ফার্নান্ডোকে ৷ 16 বল খেলে 22 রান করেন তিনি ৷ 38 রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা ৷ শ্রীলঙ্কার ওপেনিং জুটিকে শুরুতে বেশ বিপদজ্জনক দেখালেও দানুষ্কা গুনতিলকাকে 20 রানে ফেরত পাঠান নবদীপ সাইনি ৷ 10 ওভার শেষে 2 উইকেট হারিয়ে শ্রীলঙ্কার আসে 67 রান ৷

অন্যদিকে ম্যাচের প্রথম ইনিংসে রীতিমতো দাপিয়ে বেড়ায় ভারতীয় পেসাররা ৷ 4 ওভারে 23 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর ৷ নবদীপ সাইনির ঝুলিতে আসে দু'টি উইকেট ৷ বুমরা পেয়েছেন একটি উইকেট ৷

ভারতের ব্যাটিং শুরু হতেই ঝোড়ো ইনিংস দিয়ে ব্যাটিংয়ের শুরু লোকেশ রাহুল ও শিখর ধাওয়ানের ৷ 32 বলে 45 রান করে আউট হলেন লোকেশ রাহুল ৷ তার কিছু পরেই 29 বলে 32 রান করে আউট হন ধাওয়ান ৷ দু'জনকেই ফেরালেন হাসারাঙ্গা ৷ 12 ওভার শেষে ভারতের খাতায় 2 উইকেট হারিয়ে 88 রান ৷ ওপেনিং জুটি ফেরত যাওয়ার পর ম্যাচের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার ৷ 18 ওভারের শুরুতে লাহিরু কুমারার বলে 34 রান করে আউট হন শ্রেয়স ৷ ম্যাচের ভাগ্য ততক্ষণে প্রায় নির্ধারিত হয়ে গেছে ৷ শেষে আড়াই ওভার বাকি থাকতেই লাহিরু কুমারা শর্ট বলে ছক্কা হাকিয়ে ম্যাচ পকেটে পুড়লেন বিরাট ৷ বিরাটের ব্যক্তিগত সংগ্রহ 17 বলে 30 রান ৷

ভারতীয় একাদশ : শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, নবদীপ সাইনি ও জশপ্রীত বুমরা ৷

শ্রীলঙ্কা একাদশ : রয়েছেন দনুশ্কা গুনতিলকা, অভিষ্কা ফার্নান্ডো, কুশল পেরেরা, ওশাডা ফার্নান্ডো, ভানুকা রাজাপক্ষ, দাসুন শানাকা, ধনঞ্জয় ডি সিলভা, ইসুরু উডানা, ওয়ানিনডু হাসারাঙ্গা, লাহিরু কুমারা ও লাসিথ মালিঙ্গা ৷

ইন্দোর, 7 জানুয়ারি : দ্বিতীয় টি-20 ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান বিরাট কোহলি ৷ 20 ওভার শেষে শ্রীলঙ্কার ঝুলিতে 9 উইকেট হারিয়ে আসে 142 রান ৷ শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ 34 রান করেন কুশল পেরেরা ৷

প্রথম 6 ওভার শেষে 1 উইকেট হারিয়ে শ্রীলঙ্কার পকেটে আসে 48 রান ৷ শুরুটা ভালো করলেও ওয়াশিংটন সুন্দরের বলে ফিরে যেতে হয় অভিষ্কা ফার্নান্ডোকে ৷ 16 বল খেলে 22 রান করেন তিনি ৷ 38 রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা ৷ শ্রীলঙ্কার ওপেনিং জুটিকে শুরুতে বেশ বিপদজ্জনক দেখালেও দানুষ্কা গুনতিলকাকে 20 রানে ফেরত পাঠান নবদীপ সাইনি ৷ 10 ওভার শেষে 2 উইকেট হারিয়ে শ্রীলঙ্কার আসে 67 রান ৷

অন্যদিকে ম্যাচের প্রথম ইনিংসে রীতিমতো দাপিয়ে বেড়ায় ভারতীয় পেসাররা ৷ 4 ওভারে 23 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর ৷ নবদীপ সাইনির ঝুলিতে আসে দু'টি উইকেট ৷ বুমরা পেয়েছেন একটি উইকেট ৷

ভারতের ব্যাটিং শুরু হতেই ঝোড়ো ইনিংস দিয়ে ব্যাটিংয়ের শুরু লোকেশ রাহুল ও শিখর ধাওয়ানের ৷ 32 বলে 45 রান করে আউট হলেন লোকেশ রাহুল ৷ তার কিছু পরেই 29 বলে 32 রান করে আউট হন ধাওয়ান ৷ দু'জনকেই ফেরালেন হাসারাঙ্গা ৷ 12 ওভার শেষে ভারতের খাতায় 2 উইকেট হারিয়ে 88 রান ৷ ওপেনিং জুটি ফেরত যাওয়ার পর ম্যাচের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার ৷ 18 ওভারের শুরুতে লাহিরু কুমারার বলে 34 রান করে আউট হন শ্রেয়স ৷ ম্যাচের ভাগ্য ততক্ষণে প্রায় নির্ধারিত হয়ে গেছে ৷ শেষে আড়াই ওভার বাকি থাকতেই লাহিরু কুমারা শর্ট বলে ছক্কা হাকিয়ে ম্যাচ পকেটে পুড়লেন বিরাট ৷ বিরাটের ব্যক্তিগত সংগ্রহ 17 বলে 30 রান ৷

ভারতীয় একাদশ : শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, নবদীপ সাইনি ও জশপ্রীত বুমরা ৷

শ্রীলঙ্কা একাদশ : রয়েছেন দনুশ্কা গুনতিলকা, অভিষ্কা ফার্নান্ডো, কুশল পেরেরা, ওশাডা ফার্নান্ডো, ভানুকা রাজাপক্ষ, দাসুন শানাকা, ধনঞ্জয় ডি সিলভা, ইসুরু উডানা, ওয়ানিনডু হাসারাঙ্গা, লাহিরু কুমারা ও লাসিথ মালিঙ্গা ৷

Mumbai, Jan 07 (ANI): Speaking to ANI, Shiv Sena leader Sanjay Raut asserted that if anyone talks of freedom of Kashmir from India then it will not be tolerated. "I read in newspaper that those who held 'free Kashmir' banner clarified that they want to be free of restrictions on internet services, mobile services and other issues. Also, if anyone talks of freedom of Kashmir from India then it will not be tolerated," said Sanjay Raut.
Last Updated : Jan 7, 2020, 10:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.