ETV Bharat / sports

হল না ক্লিন সুইপ, 12 রানে হার কোহলিদের

2016 সালের প্রথমদিকে টি-20 সিরিজ়ে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠেই হোয়াইটওয়াশ করেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত ৷

india miss opportunity to repeat history after 4 years in Australia lose final T20I
india miss opportunity to repeat history after 4 years in Australia lose final T20I
author img

By

Published : Dec 8, 2020, 10:36 PM IST

সিডনি, 12 ডিসেম্বর : ধোনি হয়ে ওঠা হল না কোহলির ৷ অস্ট্রেলিয়ার মাটিতে টি-20 সিরিজ়ে অজ়িদের ক্লিন সুইপ করার সুযোগ হারাল বিরাট কোহলির ভারত ৷ আজ সিডনিতে সিরিজ়ের তৃতীয় ম্যাচ 12 রানে হেরেছে ভারত ৷ যদিও প্রথম দুটি ম্যাচ জিতে আগেই সিরিজ পকেটে পুরেছিল মেন ইন ব্লু ৷ টি-20 সিরিজের ফলাফল 2-1 ৷

2016 সালের প্রথমদিকে টি-20 সিরিজ়ে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠেই হোয়াইটওয়াশ করেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত ৷ আশা ছিল বছর চারেক পর সেই ইতিহাসের পুনরাবৃত্তি করবে কোহলির টিম ইন্ডিয়া ৷ কিন্তু তা হল না ৷ অস্ট্রেলিয়ার দেওয়া 186 রানের লক্ষ্যমাত্রা টপকাতে পারলেন না কোহলি-ধাওয়ানরা ৷ দ্বিতীয় টি-20 মতো আজ চলল না হার্দিক পাণ্ডিয়ার ব্যাট ৷ মাত্র 20 রান করেই ফেরেন তিনি ৷

তবে প্রাণপণ চেষ্টা করছিলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ তাঁর 61 বলে 85 রানের ইনিংস যদিও কাজে লাগল না ৷ এদিন কোহলি ছাড়া আর কোনও ব্যাটসম্যানই বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি ৷ 186 রান তাড়া করতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলেই লোকেশ রাহুলকে হারায় ভারত ৷ কোহলি ক্রিজ আঁকড়ে পড়ে থাকলেও বাকিদের যাওয়া আসা বজায় ছিল ৷ 18তম ওভারে কোহলি আউট হতেই আশা শেষ হয়ে যায় ৷ 174 রানেই থামে ভারতের ইনিংস ৷

সিডনি, 12 ডিসেম্বর : ধোনি হয়ে ওঠা হল না কোহলির ৷ অস্ট্রেলিয়ার মাটিতে টি-20 সিরিজ়ে অজ়িদের ক্লিন সুইপ করার সুযোগ হারাল বিরাট কোহলির ভারত ৷ আজ সিডনিতে সিরিজ়ের তৃতীয় ম্যাচ 12 রানে হেরেছে ভারত ৷ যদিও প্রথম দুটি ম্যাচ জিতে আগেই সিরিজ পকেটে পুরেছিল মেন ইন ব্লু ৷ টি-20 সিরিজের ফলাফল 2-1 ৷

2016 সালের প্রথমদিকে টি-20 সিরিজ়ে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠেই হোয়াইটওয়াশ করেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত ৷ আশা ছিল বছর চারেক পর সেই ইতিহাসের পুনরাবৃত্তি করবে কোহলির টিম ইন্ডিয়া ৷ কিন্তু তা হল না ৷ অস্ট্রেলিয়ার দেওয়া 186 রানের লক্ষ্যমাত্রা টপকাতে পারলেন না কোহলি-ধাওয়ানরা ৷ দ্বিতীয় টি-20 মতো আজ চলল না হার্দিক পাণ্ডিয়ার ব্যাট ৷ মাত্র 20 রান করেই ফেরেন তিনি ৷

তবে প্রাণপণ চেষ্টা করছিলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ তাঁর 61 বলে 85 রানের ইনিংস যদিও কাজে লাগল না ৷ এদিন কোহলি ছাড়া আর কোনও ব্যাটসম্যানই বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি ৷ 186 রান তাড়া করতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলেই লোকেশ রাহুলকে হারায় ভারত ৷ কোহলি ক্রিজ আঁকড়ে পড়ে থাকলেও বাকিদের যাওয়া আসা বজায় ছিল ৷ 18তম ওভারে কোহলি আউট হতেই আশা শেষ হয়ে যায় ৷ 174 রানেই থামে ভারতের ইনিংস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.