ETV Bharat / sports

টেস্টে সিংহাসনচ্যুত ভারত, শীর্ষে অস্ট্রেলিয়া - অস্ট্রেলিয়া ক্রিকেট দল

টেস্টে পিছোলেও টি-20তে একধাপ এগিয়েছে ভারত । 268 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন কোহলিরা ।

ICC Rankings
ICC Rankings
author img

By

Published : May 1, 2020, 6:32 PM IST

Updated : May 1, 2020, 7:01 PM IST

দুবাই, 1 মে: এক নম্বর টেস্ট দলের তকমা খোয়াল ভারত । সেই 2016 সালের অক্টোবর থেকে তিন বছরের বেশি সময় ধরে এক নম্বর জায়গাটি ধরে রেখেছিল তারা । কিন্তু এবার দু'ধাপ পিছিয়ে তিন নম্বরে জায়গা হল কোহলিদের । ভারতকে সরিয়ে টেস্টে একনম্বর জায়গা দখল করেছে অস্ট্রেলিয়া । শুধু টেস্টই নয়, টি-20তেও শীর্ষে তারা । দীর্ঘদিন এক নম্বরে থাকা পাকিস্তান নেমে গেল চতুর্থ স্থানে ।

শুক্রবারই নয়া র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ICC । সেখানে টেস্ট ও টি-20- দুটি ফরম্যাটেই একনম্বর জায়গা দখল করেছে অস্ট্রেলিয়া । টেস্টে অস্ট্রেলিয়ার বর্তমান রেটিং পয়েন্ট 116 । দু'নম্বরে উঠে এসেছে নিউজ়িল্যান্ড । তাদের পয়েন্ট 115 । এক পয়েন্ট কম (114) নিয়ে তালিকায় তিন নম্বরে রয়েছে ভারত । 2016 সালে প্রথমবার টেস্ট ফরম্যাটে ICC র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছিল ভারত । 2016-17 সালে মাত্র একটি টেস্টে হারের মুখ দেখেছিল বিরাট কোহলির দল । আর জিতেছিল 12টি টেস্টে । সেই সময় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা পাঁচটি সিরিজ়ই জিতেছিল ভারত । শেষবার নিউজ়িল্যান্ড সফরে গিয়ে দুটি ম্যাচের টেস্ট সিরিজ়ে হোয়াইটওয়াশ হয়ে ফিরতে হয়েছেল কোহলিদের । যদিও ICC বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এর কোনও প্রভাব পড়বে না ।

  • 👉 India displaced from top in Tests for the first time since October 2016.
    👉 Pakistan slip in T20I rankings after 27 months as No.1.

    Details ⬇️ https://t.co/gfBjYsdFMW

    — ICC (@ICC) May 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2011 সালের পর এই প্রথমবার টি-20 র‌্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান দখল করল অস্ট্রেলিয়া । 278 পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে তারা । 2018 সালে নিউজ়িল্যান্ডকে সরিয়ে এক নম্বরে উঠে এসেছিল পাকিস্তান । 27 মাস পর 260 পয়েন্ট নিয়ে পাকিস্তানের জায়গা এখন চতুর্থ । তবে টেস্টে অবনতি হলেও টি-20তে একধাপ এগিয়েছে ভারত । 268 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মেন ইন ব্লু । পাশাপাশি ওয়ান ডে-তে দু'নম্বর স্থান ধরে রেখেছে ভারত । একনম্বরে রয়েছে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড ।

দুবাই, 1 মে: এক নম্বর টেস্ট দলের তকমা খোয়াল ভারত । সেই 2016 সালের অক্টোবর থেকে তিন বছরের বেশি সময় ধরে এক নম্বর জায়গাটি ধরে রেখেছিল তারা । কিন্তু এবার দু'ধাপ পিছিয়ে তিন নম্বরে জায়গা হল কোহলিদের । ভারতকে সরিয়ে টেস্টে একনম্বর জায়গা দখল করেছে অস্ট্রেলিয়া । শুধু টেস্টই নয়, টি-20তেও শীর্ষে তারা । দীর্ঘদিন এক নম্বরে থাকা পাকিস্তান নেমে গেল চতুর্থ স্থানে ।

শুক্রবারই নয়া র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ICC । সেখানে টেস্ট ও টি-20- দুটি ফরম্যাটেই একনম্বর জায়গা দখল করেছে অস্ট্রেলিয়া । টেস্টে অস্ট্রেলিয়ার বর্তমান রেটিং পয়েন্ট 116 । দু'নম্বরে উঠে এসেছে নিউজ়িল্যান্ড । তাদের পয়েন্ট 115 । এক পয়েন্ট কম (114) নিয়ে তালিকায় তিন নম্বরে রয়েছে ভারত । 2016 সালে প্রথমবার টেস্ট ফরম্যাটে ICC র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছিল ভারত । 2016-17 সালে মাত্র একটি টেস্টে হারের মুখ দেখেছিল বিরাট কোহলির দল । আর জিতেছিল 12টি টেস্টে । সেই সময় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা পাঁচটি সিরিজ়ই জিতেছিল ভারত । শেষবার নিউজ়িল্যান্ড সফরে গিয়ে দুটি ম্যাচের টেস্ট সিরিজ়ে হোয়াইটওয়াশ হয়ে ফিরতে হয়েছেল কোহলিদের । যদিও ICC বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এর কোনও প্রভাব পড়বে না ।

  • 👉 India displaced from top in Tests for the first time since October 2016.
    👉 Pakistan slip in T20I rankings after 27 months as No.1.

    Details ⬇️ https://t.co/gfBjYsdFMW

    — ICC (@ICC) May 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2011 সালের পর এই প্রথমবার টি-20 র‌্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান দখল করল অস্ট্রেলিয়া । 278 পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে তারা । 2018 সালে নিউজ়িল্যান্ডকে সরিয়ে এক নম্বরে উঠে এসেছিল পাকিস্তান । 27 মাস পর 260 পয়েন্ট নিয়ে পাকিস্তানের জায়গা এখন চতুর্থ । তবে টেস্টে অবনতি হলেও টি-20তে একধাপ এগিয়েছে ভারত । 268 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মেন ইন ব্লু । পাশাপাশি ওয়ান ডে-তে দু'নম্বর স্থান ধরে রেখেছে ভারত । একনম্বরে রয়েছে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড ।

Last Updated : May 1, 2020, 7:01 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.