ETV Bharat / sports

ICC চেয়ারম্যান নির্বাচনে নিউজ়িল্যান্ডের গ্রেগ বার্কলেকে সমর্থন করতে পারে BCCI - সিঙ্গাপুরের ইমরান খোয়াজা

ICC চেয়ারম্যান পদের লড়াইয়ে রয়েছেন মাত্র দু'জন ৷ সিঙ্গাপুরের ইমরান খোয়াজা ও নিউজ়িল্যান্ডের গ্রেগ বার্কলে ৷ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ICC বোর্ডের 16 সদস্য চেয়ারম্যান নির্বাচনে ভোট দেবেন ৷

Greg Barclay
Greg Barclay
author img

By

Published : Oct 29, 2020, 10:01 PM IST

দিল্লি, 29 অক্টোবর : সিঙ্গাপুরের ইমরান খোয়াজাকে নয়, ICC চেয়ারম্যান পদের জন্য নিউজ়িল্যান্ডের গ্রেগ বার্কলেকে সমর্থন করতে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ চলতি বছরের জুলাইয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদ থেকে অবসর নেন ভারতের শশাঙ্ক মনোহর ৷

ICC চেয়ারম্যান পদের লড়াইয়ে রয়েছেন মাত্র দু'জন ৷ সিঙ্গাপুরের ইমরান খোয়াজা ও নিউজ়িল্যান্ডের গ্রেগ বার্কলে ৷ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ICC বোর্ডের 16 সদস্য চেয়ারম্যান নির্বাচনে ভোট দেবেন ৷

ICC বোর্ডের এক সিনিয়র পদাধিকারী একটি সংবাদসংস্থাকে জানান, ‘‘নিউজ়িল্যান্ড ক্রিকেটের সঙ্গে BCCI-এর সখ্যতা অনেক বেশি ৷ এছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ড মনে করে বার্কলে বর্তমানে ICC চেয়ারম্যান পদে যোগ্য ব্যক্তি ৷ তাছাড়া খোয়াজার নীতি ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষে যায় না ৷

তিনি আরও বলেন, ‘‘কিন্তু এক মাস ক্রিকেট কর্মকর্তাদের রাজনীতিতে বড় সময় ৷ যদি খোয়াজা BCCI-এর সঙ্গে সখ্যতা বাড়াতে পারেন তাহলে অনেক কিছুই হতে পারে ৷ বার্কলের দ্বিপাক্ষিক ক্রিকেট নীতির জন্য ভারতীয় বোর্ডে তাঁর গ্রহনযোগ্যতা বেশি ৷’’

এছাড়া আরও অনেকগুলি ইশু রয়েছে যার জন্য ICC ডেপুটি চেয়ারম্যান খোয়াজা BCCI-এর সমর্থন পাবে না ৷

প্রথমত, নতুন রাজস্ব নীতি প্রস্তাব করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ যেখানে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া আরও বেশি করে রাজস্ব পেত ৷ খোয়াজাকে সঙ্গী করে মনোহর সেই নীতির বিরুদ্ধে ভোট সংগ্রহ করেন ও এই নীতি বাস্তবায়িত হয়নি ৷ দ্বিতীয়ত, 2019 সালে ICC 2023 থেকে 2028 সাল পর্যন্ত খেলার ক্যালেন্ডার প্রস্তাব করে ৷ সেখানে প্রতি বছর একটি করে সিনিয়র দলের বড় টুর্নামেন্ট রাখা হয় ৷ তার থেকে প্রাপ্ত রাজস্ব ছোটো দেশগুলিকে সাহায্য করত ৷ এর পিছনে যে খোয়াজার হাত ছিল তা এক কথায় পরিষ্কার ৷ BCCI এই প্রস্তাবের বিরোধিতা করে ৷

দিল্লি, 29 অক্টোবর : সিঙ্গাপুরের ইমরান খোয়াজাকে নয়, ICC চেয়ারম্যান পদের জন্য নিউজ়িল্যান্ডের গ্রেগ বার্কলেকে সমর্থন করতে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ চলতি বছরের জুলাইয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদ থেকে অবসর নেন ভারতের শশাঙ্ক মনোহর ৷

ICC চেয়ারম্যান পদের লড়াইয়ে রয়েছেন মাত্র দু'জন ৷ সিঙ্গাপুরের ইমরান খোয়াজা ও নিউজ়িল্যান্ডের গ্রেগ বার্কলে ৷ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ICC বোর্ডের 16 সদস্য চেয়ারম্যান নির্বাচনে ভোট দেবেন ৷

ICC বোর্ডের এক সিনিয়র পদাধিকারী একটি সংবাদসংস্থাকে জানান, ‘‘নিউজ়িল্যান্ড ক্রিকেটের সঙ্গে BCCI-এর সখ্যতা অনেক বেশি ৷ এছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ড মনে করে বার্কলে বর্তমানে ICC চেয়ারম্যান পদে যোগ্য ব্যক্তি ৷ তাছাড়া খোয়াজার নীতি ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষে যায় না ৷

তিনি আরও বলেন, ‘‘কিন্তু এক মাস ক্রিকেট কর্মকর্তাদের রাজনীতিতে বড় সময় ৷ যদি খোয়াজা BCCI-এর সঙ্গে সখ্যতা বাড়াতে পারেন তাহলে অনেক কিছুই হতে পারে ৷ বার্কলের দ্বিপাক্ষিক ক্রিকেট নীতির জন্য ভারতীয় বোর্ডে তাঁর গ্রহনযোগ্যতা বেশি ৷’’

এছাড়া আরও অনেকগুলি ইশু রয়েছে যার জন্য ICC ডেপুটি চেয়ারম্যান খোয়াজা BCCI-এর সমর্থন পাবে না ৷

প্রথমত, নতুন রাজস্ব নীতি প্রস্তাব করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ যেখানে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া আরও বেশি করে রাজস্ব পেত ৷ খোয়াজাকে সঙ্গী করে মনোহর সেই নীতির বিরুদ্ধে ভোট সংগ্রহ করেন ও এই নীতি বাস্তবায়িত হয়নি ৷ দ্বিতীয়ত, 2019 সালে ICC 2023 থেকে 2028 সাল পর্যন্ত খেলার ক্যালেন্ডার প্রস্তাব করে ৷ সেখানে প্রতি বছর একটি করে সিনিয়র দলের বড় টুর্নামেন্ট রাখা হয় ৷ তার থেকে প্রাপ্ত রাজস্ব ছোটো দেশগুলিকে সাহায্য করত ৷ এর পিছনে যে খোয়াজার হাত ছিল তা এক কথায় পরিষ্কার ৷ BCCI এই প্রস্তাবের বিরোধিতা করে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.