ETV Bharat / sports

রো'হিট'-এর সুপারহিট ইনিংস, অশ্বিন-জাদেজার ঘূর্ণিতে প্রথম টেস্টে অ্যাডভান্টেজ ভারত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে অ্যাডভান্টেজ ভারত । জিততে চাই আর 9 উইকেট । দক্ষিণ আফ্রিকার চাই 384 রান । ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, শেষ দিনে অশ্বিন-জাদেজার ছোবল সামনে 384 রান করা একপ্রকার অসম্ভব ।

ভারত
author img

By

Published : Oct 5, 2019, 6:06 PM IST

বিশাখাপটনম, 5 অক্টোবর : বল ঘুরছে প্রায় এক হাত । ফ্রন্ট ফুটে খেললেও মুশকিল । কোথা দিয়ে যে বল এসে উইকেট ছিটকে দেয় বোঝার জো নেই । আবার ব্যাক ফুটে খেললে নিশ্চিত LBW । ফ্লিপার ছুটে আসছে হঠাৎ হঠাৎ । পিচ যে ভাঙছে তা তৃতীয় দিনেই বোঝা যাচ্ছিল । ছবিটা আরও ঝকঝকে হল চতুর্থ দিনের শেষে । পিচ ভাঙা মানেই স্পিনের কারসাজি । আর তাই, জাদেজা-অশ্বিনের হাত ধরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে ভারত ।

বিশাখাপটনমের মাঠ এমনিতে ব্যাটিংয়ের স্বর্গ । কিন্তু, কথায় আছে, ভারতের মাঠে খেলতে হলে স্পিনটাকে আগে সামলানো শিখতে হবে । কারণ, চতুর্থদিনের পর থেকেই এই পিচই বদলে যাবে । কোন যে বল ঘুরবে আর কোন বল সোজা আসবে আপনি ধরতেই পারবেন না ।

চতুর্থ দিন কেমন কাটল দু'দলের ? শুরুটা অবশ্য ভালো কেটেছে দক্ষিণ আফ্রিকার । শেষ দুই উইকেটে 55 রান তোলা মুখের কথা নয় । তাও আবার অশ্বিন-জাদেজাদের স্পিনের ছোবলের সামনে । প্রশংসা করতেই হয় মুথুস্বামীর । তিনি 33 রানের ঝকঝকে ইনিংস খেলেন । সঙ্গ দেন রাবাডা (15) । দক্ষিণ আফ্রিকার শেষ দুই উইকেট সংগ্রহ করেন অশ্বিন । কামব্যাক ম্যাচের প্রথম ইনিংসে তাঁর সংগ্রহ 7 উইকেট । মোট উইকেট সংখ্যা 349 । আর একটি উইকেট দখল করলেই সবথেকে কম ইনিংসে মুরলিধরনের 350 উইকেট সংগ্রহের রেকর্ড ভাঙবেন ।

জানিয়ে রাখা ভালো, প্রথম ইনিংসে ভারত তোলে 502 রান । সৌজন্যে ময়ঙ্কের 215 ও রোহিতের 176 । জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তোলে 431 রান । 71 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে ভারতীয় দল । ব্যক্তিগত 7 রানের মাথায় আউট হন ময়ঙ্ক । তারপরই শুরু হয় রোহিত-ঝড় । পূজারাকে সঙ্গে নিয়ে দুরন্ত খেলতে থাকেন হিটম্যান । ব্যক্তিগত 81 রান করে আউট হন পূজারা । এরপর সেঞ্চুরি করেন রোহিত । ব্যক্তিগত 127 রান করে আউট হন তিনি । প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও স্টাম্প হন রোহিত । বোলার সেই কেশব মহারাজ । শেষদিকে হাত খুলে মারেন জাদেজা (40), বিরাট (31) ও রাহানে (27) । তখন যেন মনে হচ্ছিল, T-20 ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল । এই রাহানেকেই বিশ্বকাপ দলে সুযোগ দেননি কোহলি-শাস্ত্রীরা । বলা হয়েছিল, তিনি না কি স্ট্রাইক রোটেট করতে পারেন না । এদিনের খেলা দেখে সেই ভুল হয়তো ভাঙবে অনেকেরই ।

এই সংক্রান্ত আরও খবর : রোহিত 'রেকর্ড' শর্মা

দ্বিতীয় ইনিংসে 4 উইকেট হারিয়ে ভারত তোলে 323 রান । তিন স্পিনার (একজন পার্ট টাইম বোলার) নিয়েও কাজের কাজ করতে পারেন দক্ষিণ আফ্রিকা । বলা ভালো রোহিতরা করতে দেননি । এগিয়ে এসে তুলে মেরেছেন । চার-ছক্কার বন্যা বয়ে গেছে ।

দিন শেষের 9 ওভার আগে ইনিংস ডিক্লেয়ার করেন কোহলি । দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্যমাত্রা 395 । শুরুতেই অবশ্য এলগারের উইকেট হারিয়েছে প্রোটিয়াসরা । তাঁকে এই ইনিংসেও আউট করেন রবীন্দ্র জাদেজা । মাত্র 2 রানে তিনি LBW হন । ক্রিজ়ে রয়েছেন মাকরাম (3) ও ডে ব্রুইন (5) । তবে, পঞ্চম দিনে অশ্বিন-জাদেজার ঘূর্ণি কতটা সামাল দিতে পারেন সেটাই এখন দেখার ।

বিশাখাপটনম, 5 অক্টোবর : বল ঘুরছে প্রায় এক হাত । ফ্রন্ট ফুটে খেললেও মুশকিল । কোথা দিয়ে যে বল এসে উইকেট ছিটকে দেয় বোঝার জো নেই । আবার ব্যাক ফুটে খেললে নিশ্চিত LBW । ফ্লিপার ছুটে আসছে হঠাৎ হঠাৎ । পিচ যে ভাঙছে তা তৃতীয় দিনেই বোঝা যাচ্ছিল । ছবিটা আরও ঝকঝকে হল চতুর্থ দিনের শেষে । পিচ ভাঙা মানেই স্পিনের কারসাজি । আর তাই, জাদেজা-অশ্বিনের হাত ধরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে ভারত ।

বিশাখাপটনমের মাঠ এমনিতে ব্যাটিংয়ের স্বর্গ । কিন্তু, কথায় আছে, ভারতের মাঠে খেলতে হলে স্পিনটাকে আগে সামলানো শিখতে হবে । কারণ, চতুর্থদিনের পর থেকেই এই পিচই বদলে যাবে । কোন যে বল ঘুরবে আর কোন বল সোজা আসবে আপনি ধরতেই পারবেন না ।

চতুর্থ দিন কেমন কাটল দু'দলের ? শুরুটা অবশ্য ভালো কেটেছে দক্ষিণ আফ্রিকার । শেষ দুই উইকেটে 55 রান তোলা মুখের কথা নয় । তাও আবার অশ্বিন-জাদেজাদের স্পিনের ছোবলের সামনে । প্রশংসা করতেই হয় মুথুস্বামীর । তিনি 33 রানের ঝকঝকে ইনিংস খেলেন । সঙ্গ দেন রাবাডা (15) । দক্ষিণ আফ্রিকার শেষ দুই উইকেট সংগ্রহ করেন অশ্বিন । কামব্যাক ম্যাচের প্রথম ইনিংসে তাঁর সংগ্রহ 7 উইকেট । মোট উইকেট সংখ্যা 349 । আর একটি উইকেট দখল করলেই সবথেকে কম ইনিংসে মুরলিধরনের 350 উইকেট সংগ্রহের রেকর্ড ভাঙবেন ।

জানিয়ে রাখা ভালো, প্রথম ইনিংসে ভারত তোলে 502 রান । সৌজন্যে ময়ঙ্কের 215 ও রোহিতের 176 । জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তোলে 431 রান । 71 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে ভারতীয় দল । ব্যক্তিগত 7 রানের মাথায় আউট হন ময়ঙ্ক । তারপরই শুরু হয় রোহিত-ঝড় । পূজারাকে সঙ্গে নিয়ে দুরন্ত খেলতে থাকেন হিটম্যান । ব্যক্তিগত 81 রান করে আউট হন পূজারা । এরপর সেঞ্চুরি করেন রোহিত । ব্যক্তিগত 127 রান করে আউট হন তিনি । প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও স্টাম্প হন রোহিত । বোলার সেই কেশব মহারাজ । শেষদিকে হাত খুলে মারেন জাদেজা (40), বিরাট (31) ও রাহানে (27) । তখন যেন মনে হচ্ছিল, T-20 ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল । এই রাহানেকেই বিশ্বকাপ দলে সুযোগ দেননি কোহলি-শাস্ত্রীরা । বলা হয়েছিল, তিনি না কি স্ট্রাইক রোটেট করতে পারেন না । এদিনের খেলা দেখে সেই ভুল হয়তো ভাঙবে অনেকেরই ।

এই সংক্রান্ত আরও খবর : রোহিত 'রেকর্ড' শর্মা

দ্বিতীয় ইনিংসে 4 উইকেট হারিয়ে ভারত তোলে 323 রান । তিন স্পিনার (একজন পার্ট টাইম বোলার) নিয়েও কাজের কাজ করতে পারেন দক্ষিণ আফ্রিকা । বলা ভালো রোহিতরা করতে দেননি । এগিয়ে এসে তুলে মেরেছেন । চার-ছক্কার বন্যা বয়ে গেছে ।

দিন শেষের 9 ওভার আগে ইনিংস ডিক্লেয়ার করেন কোহলি । দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্যমাত্রা 395 । শুরুতেই অবশ্য এলগারের উইকেট হারিয়েছে প্রোটিয়াসরা । তাঁকে এই ইনিংসেও আউট করেন রবীন্দ্র জাদেজা । মাত্র 2 রানে তিনি LBW হন । ক্রিজ়ে রয়েছেন মাকরাম (3) ও ডে ব্রুইন (5) । তবে, পঞ্চম দিনে অশ্বিন-জাদেজার ঘূর্ণি কতটা সামাল দিতে পারেন সেটাই এখন দেখার ।

Hyderabad, Oct 05 (ANI): The Telangana State Road Transport Corporation (TSRTC) employees went on indefinite strike in Hyderabad on October 05. Their protest is over demand for the merger of TSRTC with the government. Around 54, 000 TSRTC employees are doing indefinite strike from today. The development comes after talks between the Joint Action Committee (JAC) of TSRTC employees and a government panel for third successive day yielded no results. Nearly 10 employee unions comprising TSRTC Staff and Workers Federation, RTC Telangana Mazdoor Union (TMU), TSRTC National Mazdoor Union and TSRTC Employees Union have decided to observe the strike. The unions claim to represent nearly one lakh employees, half of which work on a contract basis.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.