কলকতা, 22 নভেম্বর : ভারতে প্রথম পিঙ্ক বলের টেস্ট । টসে জিতেছিল বাংলাদেশ । টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মোমিনুল হক । ভারতের প্রথম দিন-রাতের টেস্টের সাক্ষী থাকতে হাজির হয়েছেন দু'দেশের ক্রিকেট তারকারা ৷ রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
প্রথম দিনের শেষে 3 উইকেটে ভারতের স্কোর 174 রান ।
-
55 রানে আউট হলেন চেতেশ্বর পূজারা । তবে চেনা ছন্দে ক্রিজে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি ।
-
গোলাপি বলে প্রথম ভারতীয় হিসেবে অর্ধশতরান পূজারার ।
-
অধিনায়ক হিসেবে টেস্টে 5,000 পূরণ কোহলির ।
-
Milestone Alert🚨: @imVkohli completes 5000 Test runs as #TeamIndia captain. @Paytm #PinkBallTest #INDvBAN pic.twitter.com/fu7fozfoUu
— BCCI (@BCCI) November 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Milestone Alert🚨: @imVkohli completes 5000 Test runs as #TeamIndia captain. @Paytm #PinkBallTest #INDvBAN pic.twitter.com/fu7fozfoUu
— BCCI (@BCCI) November 22, 2019Milestone Alert🚨: @imVkohli completes 5000 Test runs as #TeamIndia captain. @Paytm #PinkBallTest #INDvBAN pic.twitter.com/fu7fozfoUu
— BCCI (@BCCI) November 22, 2019
-
-
26.2 ওভারের শেষে ভারতের রান দুই উইকেটের বিনিময়ে 104 ৷ ক্রিজে রয়েছেন কোহলি ও পূজারা ৷
-
ইবাদত হোসেনের বলে আউট রোহিত শর্মা । ভারতের দুই ওপেনারই ফিরলেন সাজঘরে ।
-
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তীদের নিয়ে গল্ফ কার্টে ইডেন পরিক্রমা । রয়েছেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ঝুলন গোস্বামী প্রমুখরা।
-
চা পানের বিরতিতে ভারতের স্কোর 1 উইকেটে 35 রান ।
-
ব্যক্তিগত 12 রানে আবু জ়ায়েদের বলে রোহিত শর্মার ক্যাচ ফসকালেন আল-আমিন ।
-
ভারতের ইনিংসের প্রথম উইকেটের পতন । আল-আমিনের বলে আউট ময়ঙ্ক আগরওয়াল।
-
মাত্র ১০৬ রানেই অল-উইকেট বাংলাদেশ । শামির বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন আবু জ়ায়েদ ।
-
ইশান্তের ৫ উইকেট । ক্লিন বোল্ট নইম হাসান । বাংলাদেশ ৯ উইকেটের বিনিময়ে ১০৫ রান ।
-
ইশান্তের বলে পূজারার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন মেহদি হাসান । ৯৮ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ ।
-
বাংলাদেশের সপ্তম উইকেটের পতন । ইশান্ত শর্মার বলে বোল্ট ইবাদত হোসেন ।
- উমেশ যাদবের বলে শাদমান ইসলামের ক্যাচ তালুবন্দি করে ইতিহাসে নাম লেখালেন বঙ্গতনয় ঋদ্ধিমান সাহা । 36 তম ম্যাচে ডিসমিসালের সেঞ্চুরি করলেন ঋদ্ধিমান সাহা । এখনও পর্যন্ত 89 টি ক্যাচ ও 11 স্টাম্প করেছেন ঋদ্ধি ।
- বল হাতে 22 গজে আগুন ঝরালেন ভারতের তিন পেসের । ত্রিফলা পেস আক্রমণের সামনে খড়কুটোর মত উড়ে গেল বাংলাদেশের টপ অর্ডার । তিন উইকেট উমেশ যাদবের । ইশান্তের দখলে 2 আর শামির দখলে 1 উইকেট ।
- পিঙ্ক বল টেস্টের প্রথম সেশন ভারতের পকেটে। পেসারদের দাপটে কোনঠাসা বেঙ্গল টাইগাররা । 73 রানে 6 উইকেট হারিয়ে প্রথম সেশন শেষ করল বাংলাদেশ । প্রধানমন্ত্রীর উপস্থিতিও তাতাতে পারেনি বাংলাদেশকে ।
- বাংলাদেশের প্রথম উইকেটের পতন । ইশান্ত শর্মার বলে লেগ বিফোর উইকেট ইমরুল কায়েস ।
- ভারত বনাম বাংলাদেশ পিঙ্ক বল টেস্টে ভারতীয় দলের উইকেটের পিছনে বাংলার ঋদ্ধিমান সাহা ।
- ভারত বনাম বাংলাদেশ পিঙ্ক বল টেস্টে প্রথম বল ব্যাটে ছোঁয়ালেন শাদমান ইসলাম ।
- ভারত বনাম বাংলাদেশ পিঙ্ক বল টেস্টে প্রথম বল করলেন ইশান্ত শর্মা ।
- ঘণ্টা বাজিয়ে টেস্টের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
- বাংলাদেশের জাতীয় সঙ্গীত । এরপর বাজল আয়োজক হিসেবে ভারতের জাতীয় সংগীত ।
- ইতিহাসের সন্ধিক্ষণে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেনে সেনা বাহিনীর ব্যান্ড দুই দেশের জাতীয় সংগীত বাজায় ।
- বাংলাদেশের একাদশ- শাদমান ইসলাম , মোমিনুল হক, মুশফিকুর রহমান ,লিটন দাস, আবু জয়েদ , এবাদত হোসেন, ইমরুল কায়েস , মহম্মদ মিঠুন , মাহমুদুল্লাহ, নইম হাসান, আল-আমিন হোসেন ।
- ভারতের একাদশ- ময়ঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাদেজা , রবিচন্দ্রন অশ্বিন , ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ শামি ।
- মাঠে দুই দলের সঙ্গে আলাপ সারলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঠে ছিলেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিন তেন্ডুলকর ।