ETV Bharat / sports

রাজনৈতিক মেলবন্ধনের সাক্ষী হতে চলেছে ইডেন - India Bangladesh day-night test in Eden Garden

রাজনৈতিক মেলবন্ধনের সাক্ষী হতে চলেছে ইডেন গার্ডেন্স ৷ ভারত-বাংলাদেশের ম্যাচে উপস্থিত থাকার জন্য BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি, মমতা বন্দ্যোপাধ্যায়, জগদীপ ধনকড় ও শেখ হাসিনাকে ৷ তাঁরা আসবেন বলেই আশাবাদী সৌরভ ৷

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি
author img

By

Published : Nov 2, 2019, 8:39 AM IST

Updated : Nov 2, 2019, 10:15 AM IST

কলকাতা, 2 নভেম্বর : BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে স্মরণীয় হতে চলেছে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ ৷ এখন শুধু সময়ের অপেক্ষা ৷ এই ম্যাচে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ থাকতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ৷

22-26 নভেম্বর দুই দেশের ক্রিকেট অনুরাগীরা এক ঐতিহাসিক দিন রাতের টেস্ট ম্যাচের সাক্ষী হতে চলেছেন ৷ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুযুধান মোদি-মমতা-ধনকড়কে পাশাপাশি আসনে দেখতে পাওয়াটা খুবই তাৎপর্যপূর্ণ ৷

লোকসভা নির্বাচনের পর থেকে মোদি-শাহর সঙ্গে NRC সহ বিভিন্ন ইশু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত সামনে এসেছে ৷ রাজ্যপালের সঙ্গেও রাজ্য সরকারের দ্বন্দ্ব অব্যাহত ৷ অন্যদিকে, তিস্তা চুক্তি না হওয়ায় আশাহত হয়েছিলেন শেখ হাসিনা ৷ এরকম পরিস্থিতিতে সব ভুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমন্ত্রণে ভারত-বাংলাদেশের খেলার সাক্ষী থাকতে তিনিও উপস্থিত থাকবেন ৷

সাংবাদিক বৈঠকে শেখ হাসিনা বলেন, "এটা প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফর নয় ৷ সৌরভ বাঙালি ৷ সৌরভ আমন্ত্রণ জানিয়েছেন, তাই যাব ৷" দুই দেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রধান অতিথি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে ৷ সৌরভের আমন্ত্রণ কেউই ফেরাবেন না বলে আশাবাদী ক্রিকেটপ্রেমীরা ৷

কলকাতা, 2 নভেম্বর : BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে স্মরণীয় হতে চলেছে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ ৷ এখন শুধু সময়ের অপেক্ষা ৷ এই ম্যাচে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ থাকতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ৷

22-26 নভেম্বর দুই দেশের ক্রিকেট অনুরাগীরা এক ঐতিহাসিক দিন রাতের টেস্ট ম্যাচের সাক্ষী হতে চলেছেন ৷ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুযুধান মোদি-মমতা-ধনকড়কে পাশাপাশি আসনে দেখতে পাওয়াটা খুবই তাৎপর্যপূর্ণ ৷

লোকসভা নির্বাচনের পর থেকে মোদি-শাহর সঙ্গে NRC সহ বিভিন্ন ইশু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত সামনে এসেছে ৷ রাজ্যপালের সঙ্গেও রাজ্য সরকারের দ্বন্দ্ব অব্যাহত ৷ অন্যদিকে, তিস্তা চুক্তি না হওয়ায় আশাহত হয়েছিলেন শেখ হাসিনা ৷ এরকম পরিস্থিতিতে সব ভুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমন্ত্রণে ভারত-বাংলাদেশের খেলার সাক্ষী থাকতে তিনিও উপস্থিত থাকবেন ৷

সাংবাদিক বৈঠকে শেখ হাসিনা বলেন, "এটা প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফর নয় ৷ সৌরভ বাঙালি ৷ সৌরভ আমন্ত্রণ জানিয়েছেন, তাই যাব ৷" দুই দেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রধান অতিথি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে ৷ সৌরভের আমন্ত্রণ কেউই ফেরাবেন না বলে আশাবাদী ক্রিকেটপ্রেমীরা ৷

Intro:
ক্রিকেট মেলাবে মোদি - মমতা - ধনকরকে : বন্ধন ঘটাবে হাসিনার সঙ্গেও

কলকাতা, ১ নভেম্বর: ক্রিকেট মেলাবে মোদি - মমতা - ধনকরকে । বন্ধন ঘটাবে হাসিনার সঙ্গেও। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভের উদ্যোগে স্মরণীয় হয়ে থাকবে ভারত - বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ। এখন কিছুটা সময়ের অপেক্ষা মাত্র।
Body:

আগামী ২২ থেকে ২৬ নভেম্বর দুই বাংলার ক্রিকেট অনুরাগীরা এক ঐতিহাসিক দিনরাতের টেস্ট ম্যাচের সাক্ষী হওয়ার সুযোগ পাবেন। খেলা দেখার পাশাপাশি তাঁরা প্রত্যক্ষ করতে পারবেন একই গ্যালারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাজ্যপাল জগদীপ ধনকর, এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে । দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুযুধান মোদী-মমতা-ধনকরকে পাশাপাশি আসনে দেখতে পাওয়াটা‌ খুবই তাৎপর্যপূর্ণ। তার ওপরে ক্রিকেটপ্রেমীদের কাছে বাড়তি পাওনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিও। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পর থেকে নরেন্দ্র মোদি - অমিত শাহদের সঙ্গে এনআরসি সহ বিভিন্ন ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সংঘাত চরমে উঠেছে । রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে রাজ্য সরকারের দ্বন্দ্ব অব্যাহত। এমতাবস্থায় এক গ্যালারিতে তিন যুযুধান ব্যক্তিত্বের হাজির থাকাটা তাৎপর্যপূর্ণ। অন্যদিকে, তিস্তা চুক্তি না হওয়ায় আশাহত হয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকী বিষয়টিকে নিয়ে কিছুটা অসন্তুষ্ট রয়েছেন তিনি। এ মতো পরিস্থিতিতে সবকিছু ভুলে হাসিনাও হাজির হচ্ছেন সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে দুই বাংলার ঐতিহাসিক খেলার সাক্ষী থাকতে । গত মঙ্গলবার শেখ হাসিনা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন, 'এটা প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফর নয়। সৌরভ বাঙালি ছেলে। সৌরভ আমন্ত্রণ জানিয়েছেন তাই যাব।' দুই দেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রধান অতিথি হিসেবে মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সৌরভের আমন্ত্রণ কেউই ফেরাবে না বলে আশাবাদী ক্রিকেটপ্রেমীরা। সৌরভও চান বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম উদ্যোগ স্মরণীয় হয়ে থাক। Conclusion:
Last Updated : Nov 2, 2019, 10:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.