দিল্লি, 15 এপ্রিল : বিশ্বকাপের জন্য ভারতের 15 জনের দল ঘোষণা হল। দীনেশ কার্তিক ও বিজয় শংকর দলে সুযোগ পেয়েছেন। সুযোগ পাননি ঋষভ পন্থ।
বিশ্বকাপের দল- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি, কুলদীপ যাদব, কেদার যাদব, দীনেশ কার্তিক, শিখর ধাওয়ান, কেএল রাহুল, মহম্মদ শামি, বিজয় শংকর, ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা ও ইউবেন্দ্র চাহল