ETV Bharat / sports

মানকডিং বিতর্কের মাঝেই রাজস্থান রয়্যালসকে হারাল পঞ্জাব

কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ১৪ রানে হেরে নিজেদের IPL যাত্রা শুরু করল রাজস্থান। ১৮৫ রান তাড়া করতে গিয়ে ৯ উইকেটে ১৭০ রানে শেষ করে রয়্যালস। ম্যাচের সব থেকে গুরুত্বপূর্ণ মূহূর্ত রবিচন্দ্রন অশ্বীনের মানকডিং। যার শিকার হন বাটলার।

author img

By

Published : Mar 26, 2019, 2:30 AM IST

জয়পুর, ২৬ মার্চ : IPL-এ নিজেদের প্রথম ম্যাচে জয়ের কাছাকাছি পৌঁছেও ব্যাটসম্যানদের হঠকারিতায় ম্যাচ হারাল রাজস্থান রয়্যালস। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ১৪ রানে হেরে নিজেদের IPL যাত্রা শুরু করল রাজস্থান। ১৮৫ রান তাড়া করতে গিয়ে ৯ উইকেটে ১৭০ রানে শেষ করে রয়্যালস। রাজস্থানের হয়ে ৪৩ বলে ৬৬ রান করেন জস বাটলার। তবে ম্যাচের সব থেকে গুরুত্বপূর্ণ মূহূর্ত রবিচন্দ্রন অশ্বীনের মানকডিং। যার শিকার হন বাটলার। আর তার পরেই ম্যাচ ঘুরে যায় পঞ্জাবের দিকে। ম্যাচের সেরা পঞ্জাবের হয়ে ৭৯ রানের দুরন্ত ইনিংস খেলা ক্রিস গেইল।

ash
অশ্বীনের মানকডিং-এর শিকার হন বাটলার

অজিঙ্ক রাহানে ও জোস বাটলারের দুরন্ত শুরুর পর জয়ের রাস্তা মসৃণ মনে হচ্ছিল রাজস্থানের। কিন্তু মিডল-অর্ডারের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে কিংস ইলেভেনকে ম্যাচ উপহার দিল রয়্যালস ব্যাটসম্যানরা। তিন উইকেটে ১৪৮ রান থেকে ১৭০ রানে ৯ উইকেটে শেষ হয় রাজস্থানের ইনিংস। রাজস্থান শেষ সাত উইকেট হারায় মাত্র ২২ রানে। সেই সঙ্গে IPL-এর ইতিহাসে প্রথমবার সোয়াই মান সিং স্টেডিয়ামে জয়ের স্বাদ পেল কিংস ইলেভেন। তবে মানকডিং করে বিতর্কে জড়ালেও ভালো বল করেন পঞ্জাবের অধিনায়ক অশ্বীন। চার ওভারে মাত্র ২০ রান দিয়ে তুলে নেন রাহানের উইকেট। পাশাপাশি পঞ্জাবের হয়ে দুটি করে উইকেট পান স্যাম কারান ও অঙ্কিত রাজপুত।

gayle
৭৯ রান করে ম্যাচের সেরা ক্রিস গেইল

আজ রাজস্থান টসে জিতে পঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ক্রিস গেইলের ৪৭ বলে ৭৯ রানের দুরন্ত ইনিংসের সাহায্যে রাজস্থান রয়্যালসের সামনে ১৮৫ রানের টার্গেট রাখে পঞ্জাব। ইনিংসের শুরুতে লোকেশ রাহুলের উইকেট হারালেও গেইলের দায়িত্বশীল ইনিংস কিংস ইলেভেনকে ফাইটিং স্কোরে পৌঁছে দেয়। গেইল ছাড়া সরফরাজ খান ২৯ বলে ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এদিকে গতকালকের ম্যাচে ব্যক্তিগত ৬ রান করে IPL-এ দ্বিতীয় বিদেশি হিসেবে চার হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন গেইল।

জয়পুর, ২৬ মার্চ : IPL-এ নিজেদের প্রথম ম্যাচে জয়ের কাছাকাছি পৌঁছেও ব্যাটসম্যানদের হঠকারিতায় ম্যাচ হারাল রাজস্থান রয়্যালস। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ১৪ রানে হেরে নিজেদের IPL যাত্রা শুরু করল রাজস্থান। ১৮৫ রান তাড়া করতে গিয়ে ৯ উইকেটে ১৭০ রানে শেষ করে রয়্যালস। রাজস্থানের হয়ে ৪৩ বলে ৬৬ রান করেন জস বাটলার। তবে ম্যাচের সব থেকে গুরুত্বপূর্ণ মূহূর্ত রবিচন্দ্রন অশ্বীনের মানকডিং। যার শিকার হন বাটলার। আর তার পরেই ম্যাচ ঘুরে যায় পঞ্জাবের দিকে। ম্যাচের সেরা পঞ্জাবের হয়ে ৭৯ রানের দুরন্ত ইনিংস খেলা ক্রিস গেইল।

ash
অশ্বীনের মানকডিং-এর শিকার হন বাটলার

অজিঙ্ক রাহানে ও জোস বাটলারের দুরন্ত শুরুর পর জয়ের রাস্তা মসৃণ মনে হচ্ছিল রাজস্থানের। কিন্তু মিডল-অর্ডারের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে কিংস ইলেভেনকে ম্যাচ উপহার দিল রয়্যালস ব্যাটসম্যানরা। তিন উইকেটে ১৪৮ রান থেকে ১৭০ রানে ৯ উইকেটে শেষ হয় রাজস্থানের ইনিংস। রাজস্থান শেষ সাত উইকেট হারায় মাত্র ২২ রানে। সেই সঙ্গে IPL-এর ইতিহাসে প্রথমবার সোয়াই মান সিং স্টেডিয়ামে জয়ের স্বাদ পেল কিংস ইলেভেন। তবে মানকডিং করে বিতর্কে জড়ালেও ভালো বল করেন পঞ্জাবের অধিনায়ক অশ্বীন। চার ওভারে মাত্র ২০ রান দিয়ে তুলে নেন রাহানের উইকেট। পাশাপাশি পঞ্জাবের হয়ে দুটি করে উইকেট পান স্যাম কারান ও অঙ্কিত রাজপুত।

gayle
৭৯ রান করে ম্যাচের সেরা ক্রিস গেইল

আজ রাজস্থান টসে জিতে পঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ক্রিস গেইলের ৪৭ বলে ৭৯ রানের দুরন্ত ইনিংসের সাহায্যে রাজস্থান রয়্যালসের সামনে ১৮৫ রানের টার্গেট রাখে পঞ্জাব। ইনিংসের শুরুতে লোকেশ রাহুলের উইকেট হারালেও গেইলের দায়িত্বশীল ইনিংস কিংস ইলেভেনকে ফাইটিং স্কোরে পৌঁছে দেয়। গেইল ছাড়া সরফরাজ খান ২৯ বলে ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এদিকে গতকালকের ম্যাচে ব্যক্তিগত ৬ রান করে IPL-এ দ্বিতীয় বিদেশি হিসেবে চার হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন গেইল।

AP Video Delivery Log - 2000 GMT News
Monday, 25 March, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last hour. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-1953: US CA Apple Must Credit Apple 4202751
Apple TV Plus is latest Apple 'service' offering
AP-APTN-1948: Russia Mueller Reactions 4 AP Clients Only 4202750
Journalist: Mueller report may help US-Russia ties
AP-APTN-1939: Gaza Airstrike AP Clients Only 4202748
Israeli airstrike hits Haniyeh's office in Gaza
AP-APTN-1930: UK May Brexit 3 News use only, strictly not to be used in an comedy/satirical programming or for advertising purposes; Online use permitted but must carry client's own logo or watermark on video for entire time of us; No Archive 4202742
UK PM: EU deal only way to guarantee Brexit
AP-APTN-1925: Russia Ukraine Journalist AP Clients Only 4202746
Ukraine denies entry to Italian journalist
AP-APTN-1923: US CA Avenatti Charged AP Clients Only 4202745
Avenatti faces 50 yrs for bank, wire fraud charges
AP-APTN-1900: US TX Tank Fire Update Must Credit KTRK, No Access Houston, No use US Broadcast Networks 4202744
Texas tank fires out, but more work to do
AP-APTN-1851: US NY Patrick Ho Part must credit Elizabeth Williams 4202743
Hong Kong businessman gets 3 years in prison
AP-APTN-1844: MidEast Airstrike IDF AP Clients Only 4202740
Israeli military footage of airstrike on Gaza
AP-APTN-1833: UN Gaza AP Clients Only 4202739
UN chief concerned by developments in Gaza
AP-APTN-1819: US Trump Netanyahu Colonnade AP Clients Only 4202737
Israel's Netanyahu gets warm White House welcome
AP-APTN-1811: US Trump Netanyahu AP Clients Only 4202706
Trump offers Gaza condolences to Netanyahu
AP-APTN-1801: US DC Mueller Probe Reaction AP Clients Only 4202733
Americans express divergent views on Mueller probe
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.