ETV Bharat / sports

বিশ্বকাপের পর একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন তাহির - world cup

বিশ্বকাপের পরই একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ইমরান তাহির। গতকাল আগাম অবসরের কথা ঘোষণা করেন ৩৯ বছর বয়সি এই ক্রিকেটার।

author img

By

Published : Mar 5, 2019, 10:55 AM IST

জোহানেসবার্গ, ৫ মার্চ : বিশ্বকাপের পরই একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ইমরান তাহির। গতকাল আগাম অবসরের কথা ঘোষণা করেন ৩৯ বছর বয়সি এই ক্রিকেটার।

২০১১-য় উইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলেন। সবমিলিয়ে ৯৫টি একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার এই স্পিনার পেয়েছেন ১৫৬ উইকেট। ৩৭টি আন্তর্জাতিক T-20 ম্যাচে পেয়েছেন ৬২ উইকেট। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার হয়ে ২০ টেস্টও খেলেছেন। সেরা পারফরম্যান্স ৪৫ রানে ৭ উইকেট। গতকাল ক্রিকেট সাউথ আফ্রিকা ইমরান তাহিরের অবসরের খবর টুইট করে।

উইকেট শিকারের পর দর্শকদের দিকে দৌড়, আগ্রাসী সেলিব্রেশন। ক্রিকেটভক্তদের হৃদয়ে আলাদা একটা জায়গা করে নিয়েছেন তাহির। চলতি মাসেই ৪০ বছরে পা দিচ্ছেন দক্ষিণ আফ্রিকান এই লেগ স্পিনার। ইংল্যান্ডের মাটিতে শেষবারের জন্য বিশ্বকাপ মঞ্চে নিজের সেরাটা দিয়েই ওয়ান ডে ক্রিকেট থেকে বিদায় নিতে চান তিনি। তবে তারপরও T-20 খেলা চালিয়ে যাবেন। ক্রিকেটের ছোটো ফরম্যাটে দেখা যাবে উইকেট নেওয়ার পর সেই দৌড়।

জোহানেসবার্গ, ৫ মার্চ : বিশ্বকাপের পরই একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ইমরান তাহির। গতকাল আগাম অবসরের কথা ঘোষণা করেন ৩৯ বছর বয়সি এই ক্রিকেটার।

২০১১-য় উইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলেন। সবমিলিয়ে ৯৫টি একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার এই স্পিনার পেয়েছেন ১৫৬ উইকেট। ৩৭টি আন্তর্জাতিক T-20 ম্যাচে পেয়েছেন ৬২ উইকেট। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার হয়ে ২০ টেস্টও খেলেছেন। সেরা পারফরম্যান্স ৪৫ রানে ৭ উইকেট। গতকাল ক্রিকেট সাউথ আফ্রিকা ইমরান তাহিরের অবসরের খবর টুইট করে।

উইকেট শিকারের পর দর্শকদের দিকে দৌড়, আগ্রাসী সেলিব্রেশন। ক্রিকেটভক্তদের হৃদয়ে আলাদা একটা জায়গা করে নিয়েছেন তাহির। চলতি মাসেই ৪০ বছরে পা দিচ্ছেন দক্ষিণ আফ্রিকান এই লেগ স্পিনার। ইংল্যান্ডের মাটিতে শেষবারের জন্য বিশ্বকাপ মঞ্চে নিজের সেরাটা দিয়েই ওয়ান ডে ক্রিকেট থেকে বিদায় নিতে চান তিনি। তবে তারপরও T-20 খেলা চালিয়ে যাবেন। ক্রিকেটের ছোটো ফরম্যাটে দেখা যাবে উইকেট নেওয়ার পর সেই দৌড়।


Mumbai, Mar 04 (ANI): Bollywood actress Kangana Ranaut had a 'Manikarnika: The Queen of Jhansi' success party bash. The film almost reached a good mark of Rs 150 crores. In an interview, when asked about Pulwama terror attack, Kangana said, ''This is the beginning of new India. I think the stand we have today in the world that we are not going to take things lying down, we are going to reciprocate the way we are dealt with. So, definitely it is a good strategy to have. Adding to it, she discussed about the current scenario of India and said, ''50% of the people in India are dying of malnutrition and the way our soldiers are treated on borders is very strange. One of my dear friend and her husband were shot in Hotel Taj, while they were having dinner and you say that you don't have to bother about country. Terrorism, Corruption, Malnutrition has been rising at an alarming rate, rivers are drying, greenery is finishing, who is responsible. Our soldiers are dying day by day on the border and how can you sleep at home?''

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.