জোহানেসবার্গ, ৫ মার্চ : বিশ্বকাপের পরই একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ইমরান তাহির। গতকাল আগাম অবসরের কথা ঘোষণা করেন ৩৯ বছর বয়সি এই ক্রিকেটার।
২০১১-য় উইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলেন। সবমিলিয়ে ৯৫টি একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার এই স্পিনার পেয়েছেন ১৫৬ উইকেট। ৩৭টি আন্তর্জাতিক T-20 ম্যাচে পেয়েছেন ৬২ উইকেট। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার হয়ে ২০ টেস্টও খেলেছেন। সেরা পারফরম্যান্স ৪৫ রানে ৭ উইকেট। গতকাল ক্রিকেট সাউথ আফ্রিকা ইমরান তাহিরের অবসরের খবর টুইট করে।
উইকেট শিকারের পর দর্শকদের দিকে দৌড়, আগ্রাসী সেলিব্রেশন। ক্রিকেটভক্তদের হৃদয়ে আলাদা একটা জায়গা করে নিয়েছেন তাহির। চলতি মাসেই ৪০ বছরে পা দিচ্ছেন দক্ষিণ আফ্রিকান এই লেগ স্পিনার। ইংল্যান্ডের মাটিতে শেষবারের জন্য বিশ্বকাপ মঞ্চে নিজের সেরাটা দিয়েই ওয়ান ডে ক্রিকেট থেকে বিদায় নিতে চান তিনি। তবে তারপরও T-20 খেলা চালিয়ে যাবেন। ক্রিকেটের ছোটো ফরম্যাটে দেখা যাবে উইকেট নেওয়ার পর সেই দৌড়।