ETV Bharat / sports

ড্রাগ আসক্ত ছিলেন ইমরান খান, প্রাক্তন সতীর্থের দাবিতে হইচই - imran khan drug

গাঁজা, চরস কিছুই বাদ ছিল না ।

ড্রাগ অ্যাডিক্ট ছিলেন ইমরান খান, প্রাক্তন সতীর্থের দাবিতে হইচই
ড্রাগ অ্যাডিক্ট ছিলেন ইমরান খান, প্রাক্তন সতীর্থের দাবিতে হইচই
author img

By

Published : Nov 3, 2020, 5:29 PM IST

লাহোর, 3 নভেম্বর : খেলোয়াড়ি জীবনে নিয়মিত ড্রাগ নিতেন প্রাক্তন ক্রিকেটার ও পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান । কোকেন, চরস, গাঁজা কিছুই বাদ দিতেন না । এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন প্রাক্তন পাকিস্তান ফাস্ট বোলার সরফরাজ নওয়াজ । তাঁর এই দাবিতে হইচই পড়ে গেছে ক্রিকেট দুনিয়ায় । নওয়াজের দাবি, 1987 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের সময় ইমরানকে কোকেন নিতে চাক্ষুষ দেখেছেন ।

পাকিস্তানের হয়ে একসঙ্গে অনেকদিন খেলেছেন ইমরান খান ও সরফরাজ নওয়াজ । সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে । যেখানে প্রাক্তন সতীর্থ সম্পর্কে সরফরাজ নওয়াজকে বলতে শোনা যাচ্ছে, "আমি ওকে ড্রাগ নিতে দেখেছি । আমার কথা যদি ভুল হয় তাহলে ও আমাকে আদালত পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে ।" ভিডিয়োতে 1987 সালের একটি ঘটনার কথা উল্লেখ করেছেন 177টি টেস্ট উইকেট নেওয়া সরফরাজ । সেইসময় পাকিস্তান ও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় চলছিল । একটি ম্যাচে ইমরান ভালো পারফরম্যান্স করতে পারেননি । লন্ডন থেকে ফেরার পর নওয়াজের ইসলামাবাদের বাড়িতে এসেও ড্রাগ নেন ।

নওয়াজের কথায়, "ও নাক দিয়ে কিছু একটা টানত । ইমরান লন্ডনে নিয়মিত গাঁজা নিত । এমনকী আমার বাড়িতে এসেও নেশা করেছিল । 1987 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে ও ভালো বল করতে পারেনি । এরপর মহসিন খান, আবদুল কাদির, সেলিম মালিকের সঙ্গে আমার ইসলামাবাদের বাড়িতে এসেছিল । খাবার খাওয়ার পর ওকে চরস নিতে দেখেছি । তারপর নাক দিয়ে কিছু একটা টানার পর কোকেনও নিয়েছিল । লন্ডনে থাকাকালীনও দেখতাম কী একটা গোল পাকিয়ে নাক দিয়ে টানত ।"

তিনি আরও বলেন, "ওকে আমার কাছে নিয়ে এসো । দেখি ও অস্বীকার করতে পারে কি না । আমি একাই এর সাক্ষী নই । লন্ডনে আমাদের সঙ্গে আরও অনেকে ছিল ।"

লাহোর, 3 নভেম্বর : খেলোয়াড়ি জীবনে নিয়মিত ড্রাগ নিতেন প্রাক্তন ক্রিকেটার ও পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান । কোকেন, চরস, গাঁজা কিছুই বাদ দিতেন না । এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন প্রাক্তন পাকিস্তান ফাস্ট বোলার সরফরাজ নওয়াজ । তাঁর এই দাবিতে হইচই পড়ে গেছে ক্রিকেট দুনিয়ায় । নওয়াজের দাবি, 1987 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের সময় ইমরানকে কোকেন নিতে চাক্ষুষ দেখেছেন ।

পাকিস্তানের হয়ে একসঙ্গে অনেকদিন খেলেছেন ইমরান খান ও সরফরাজ নওয়াজ । সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে । যেখানে প্রাক্তন সতীর্থ সম্পর্কে সরফরাজ নওয়াজকে বলতে শোনা যাচ্ছে, "আমি ওকে ড্রাগ নিতে দেখেছি । আমার কথা যদি ভুল হয় তাহলে ও আমাকে আদালত পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে ।" ভিডিয়োতে 1987 সালের একটি ঘটনার কথা উল্লেখ করেছেন 177টি টেস্ট উইকেট নেওয়া সরফরাজ । সেইসময় পাকিস্তান ও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় চলছিল । একটি ম্যাচে ইমরান ভালো পারফরম্যান্স করতে পারেননি । লন্ডন থেকে ফেরার পর নওয়াজের ইসলামাবাদের বাড়িতে এসেও ড্রাগ নেন ।

নওয়াজের কথায়, "ও নাক দিয়ে কিছু একটা টানত । ইমরান লন্ডনে নিয়মিত গাঁজা নিত । এমনকী আমার বাড়িতে এসেও নেশা করেছিল । 1987 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে ও ভালো বল করতে পারেনি । এরপর মহসিন খান, আবদুল কাদির, সেলিম মালিকের সঙ্গে আমার ইসলামাবাদের বাড়িতে এসেছিল । খাবার খাওয়ার পর ওকে চরস নিতে দেখেছি । তারপর নাক দিয়ে কিছু একটা টানার পর কোকেনও নিয়েছিল । লন্ডনে থাকাকালীনও দেখতাম কী একটা গোল পাকিয়ে নাক দিয়ে টানত ।"

তিনি আরও বলেন, "ওকে আমার কাছে নিয়ে এসো । দেখি ও অস্বীকার করতে পারে কি না । আমি একাই এর সাক্ষী নই । লন্ডনে আমাদের সঙ্গে আরও অনেকে ছিল ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.