ETV Bharat / sports

ICC টি-20 বিশ্বকাপ, 2020 সর্বাধিক দেখা মহিলা ক্রিকেট টুর্নামেন্ট - আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা

2017 সালের ওয়ান ডে বিশ্বকাপ ও 2020 সালের টি-20 বিশ্বকাপে ভারত ফাইনালে খেলেছিল ৷ রানার্স আপ হয়েই থাকতে হয় ভারতকে ৷ কিন্তু ভারতের এই ভিউয়ারশিপে সবথেকে বেশি অবদান রাখে ভারত ৷

image
মহিলা টি-20 বিশ্বকাপ 2020
author img

By

Published : Jun 23, 2020, 5:42 AM IST

দুবাই, 23 জুন : জনপ্রিয়তার শিখরে ICC মহিলা টি-20 বিশ্বকাপ, 2020 ৷ সোমবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে দাবি করা হয়, প্রায় 1.1 বিলিয়ন দর্শক ICC-র ডিজ়িটাল চ্যানেলের মাধ্যমে খেলা দেখেছেন ৷ যেটা এর আগের সংস্করণ 2018 সালের টি-20 মহিলা বিশ্বকাপের প্রায় 20 গুণ ৷

একটি বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, 2017 সালে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপের থেকেও প্রায় 10 গুণ বেশি ভিডিয়ো ভিউয়ার হয়েছে ৷ 2017 সালের ওয়ান ডে বিশ্বকাপই মহিলাদের ক্রিকেটে সবথেকে জনপ্রিয় ইভেন্ট ছিল এতদিন ৷ কিন্তু সমস্ত রেকর্ড ভেঙে দিল 2020 মহিলা টি-20 বিশ্বকাপ ৷ চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে অস্ট্রেলিয়ায় বসেছিল বিশ্বকাপের আসর ৷

2017 সালের ওয়ান ডে বিশ্বকাপ ও 2020 সালের টি-20 বিশ্বকাপে ভারত ফাইনালে খেলেছিল ৷ রানার্স আপ হয়ে থাকতে হয় ভারতকে ৷ কিন্তু এই ভিউয়ারশিপে সবথেকে বেশি অবদান রাখে ভারত ৷

আরও পড়ুন :- কোরোনায় আক্রান্ত পাকিস্তানের 3 ক্রিকেটার

ICC-র তরফে বলা হয়, ‘‘ মহিলা টি-20 বিশ্বকাপের এই পরিসংখ্য়ান যে কোনও ICC ইভেন্টে একে দ্বিতীয় স্থানে জায়গা করে দিয়েছে ৷ বিশ্বজুড়ে দর্শকের ভিত্তিতে 2019 সালে পুরুষদের ওয়ান ডে বিশ্বকাপ এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সবথেকে জনপ্রিয় ইভেন্ট ৷ ভারত ফাইনালে পৌঁছানোয় দর্শকদের মধ্যে খেলা দেখার আর্কষণ বাড়ে ৷ নকআউট স্টেজে যে ভিউয়ারশিপ রেকর্ড করা হয় তা 2018 সালের থেকে 423 শতাংশ বেশি ৷ ভারতে লাইভ খেলা দেখেছেন 86.15 মিলিয়ন ঘণ্টা, যা 2018 সালের টুর্নামেন্টের থেকে 152 শতাংশ বেশি ৷ ’’

অস্ট্রেলিয়ায় দর্শকরা লাইভ খেলা দেখেছেন 13.45 মিলিয়ন ঘণ্টা ৷ যা 2018 সালের টুর্নামেন্টের থেকে 473 শতাংশ বেশি ৷ গড়ে 1.2 মিলিয়ন দর্শক ভারত ও অস্ট্রেলিয়ার খেলা দেখেছিলেন ৷ অস্ট্রেলিয়ার সম্প্রচারের ইতিহাসে সর্বাধিক দেখা কোনও মহিলা ক্রিকেট ম্যাচ ছিল এটি ৷

ICC চিফ এগজ়িকিউটিভ মানু শনে বলেন, ‘‘আমরা উচ্ছ্বসিত ৷ এটা মহিলা ক্রিকেটের শক্তি, বিশ্বজুড়ে এত দর্শক এই খেলা দেখেছেন ৷ এটি আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে যে, মহিলাদের গেম উন্নতি করার একটি উল্লেখযোগ্য সুযোগ রয়েছে ৷ আমাদের এটা আরও প্রোমোট করতে হবে, যাতে আরও বেশি সংখ্যক দর্শক খেলা দেখার সুযোগ পান ৷ ’’

দুবাই, 23 জুন : জনপ্রিয়তার শিখরে ICC মহিলা টি-20 বিশ্বকাপ, 2020 ৷ সোমবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে দাবি করা হয়, প্রায় 1.1 বিলিয়ন দর্শক ICC-র ডিজ়িটাল চ্যানেলের মাধ্যমে খেলা দেখেছেন ৷ যেটা এর আগের সংস্করণ 2018 সালের টি-20 মহিলা বিশ্বকাপের প্রায় 20 গুণ ৷

একটি বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, 2017 সালে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপের থেকেও প্রায় 10 গুণ বেশি ভিডিয়ো ভিউয়ার হয়েছে ৷ 2017 সালের ওয়ান ডে বিশ্বকাপই মহিলাদের ক্রিকেটে সবথেকে জনপ্রিয় ইভেন্ট ছিল এতদিন ৷ কিন্তু সমস্ত রেকর্ড ভেঙে দিল 2020 মহিলা টি-20 বিশ্বকাপ ৷ চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে অস্ট্রেলিয়ায় বসেছিল বিশ্বকাপের আসর ৷

2017 সালের ওয়ান ডে বিশ্বকাপ ও 2020 সালের টি-20 বিশ্বকাপে ভারত ফাইনালে খেলেছিল ৷ রানার্স আপ হয়ে থাকতে হয় ভারতকে ৷ কিন্তু এই ভিউয়ারশিপে সবথেকে বেশি অবদান রাখে ভারত ৷

আরও পড়ুন :- কোরোনায় আক্রান্ত পাকিস্তানের 3 ক্রিকেটার

ICC-র তরফে বলা হয়, ‘‘ মহিলা টি-20 বিশ্বকাপের এই পরিসংখ্য়ান যে কোনও ICC ইভেন্টে একে দ্বিতীয় স্থানে জায়গা করে দিয়েছে ৷ বিশ্বজুড়ে দর্শকের ভিত্তিতে 2019 সালে পুরুষদের ওয়ান ডে বিশ্বকাপ এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সবথেকে জনপ্রিয় ইভেন্ট ৷ ভারত ফাইনালে পৌঁছানোয় দর্শকদের মধ্যে খেলা দেখার আর্কষণ বাড়ে ৷ নকআউট স্টেজে যে ভিউয়ারশিপ রেকর্ড করা হয় তা 2018 সালের থেকে 423 শতাংশ বেশি ৷ ভারতে লাইভ খেলা দেখেছেন 86.15 মিলিয়ন ঘণ্টা, যা 2018 সালের টুর্নামেন্টের থেকে 152 শতাংশ বেশি ৷ ’’

অস্ট্রেলিয়ায় দর্শকরা লাইভ খেলা দেখেছেন 13.45 মিলিয়ন ঘণ্টা ৷ যা 2018 সালের টুর্নামেন্টের থেকে 473 শতাংশ বেশি ৷ গড়ে 1.2 মিলিয়ন দর্শক ভারত ও অস্ট্রেলিয়ার খেলা দেখেছিলেন ৷ অস্ট্রেলিয়ার সম্প্রচারের ইতিহাসে সর্বাধিক দেখা কোনও মহিলা ক্রিকেট ম্যাচ ছিল এটি ৷

ICC চিফ এগজ়িকিউটিভ মানু শনে বলেন, ‘‘আমরা উচ্ছ্বসিত ৷ এটা মহিলা ক্রিকেটের শক্তি, বিশ্বজুড়ে এত দর্শক এই খেলা দেখেছেন ৷ এটি আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে যে, মহিলাদের গেম উন্নতি করার একটি উল্লেখযোগ্য সুযোগ রয়েছে ৷ আমাদের এটা আরও প্রোমোট করতে হবে, যাতে আরও বেশি সংখ্যক দর্শক খেলা দেখার সুযোগ পান ৷ ’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.