ব্রিসবেন, 1 অক্টোবর : সদ্য প্রকাশিত ICC মহিলা টি 20 র্যাঙ্কিংয়ে প্রথম দশে নিজেদের স্থান ধরে রাখল তিন ভারতীয় ব্যাটসম্যন ৷ ভারতীয় ব্যাটসম্যান শেফালি ভার্মা, স্মৃতি মান্ধনা এবং জেমিমা রড্রিগেজ আছেন তালিকার প্রথম দশে ৷ ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্থানে আছেন শেফালি ভার্মা ৷ ICC র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে আছেন এই ভারতীয় ব্যাটার ৷ তালিকায় মান্ধানা ও রড্রিগেজ আছেন যথাক্রমে সপ্তম ও নবম স্থানে ৷ তালিকার বার উপরে আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনে ৷
বোলারদের র্যাঙ্কিংয়ে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ স্থানে আছেন দীপ্তি শর্মা ৷ তিনি আছেন ষষ্ঠ স্থানে ৷ তার পরেই আছেন রাধা যাদব ও পুনম যাদব ৷ তাদের স্থান যথাক্রমে সপ্তম ও অষ্টম ৷ অলরাউন্ডারদের মধ্যে ভারত থেকে শুধু দীপ্তি প্রথম দশে আছেন ৷ তিনি বর্তমানে আছেন চতুর্থ স্থানে ৷
অন্যদিকে অজ়ি অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার ও অধিনায়ক মেগ ল্যানিং ব্যাটসম্যাদের তালিকায় উন্নতি করেছেন ৷ সদ্য সমাপ্ত নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে কিউয়িদের 2-1 ব্যবধানে হারিয়েছে অজ়িরা ৷ মাত্র দুটি ইনিংস খেলে সিরিজ়ের সর্বোচ্চ 90 রান করেন গার্ডনার ৷ র্যাঙ্কিংয়ে তিনি 7 ধাপ উন্নতি করে কেরিয়ারের সেরা 18 তম স্থানে উঠে এসেছেন ৷ সিরিজ়ে 71 রান করে ল্যানিং এক ধাপ উন্নতি করে পঞ্চম স্থানে উঠে এসেছেন ৷
নিউজ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক সুজি ব্যেটিস ও বর্তমান অধিনায়ক সোফি ডিভাইনে নিজেদের র্যাঙ্কিং ধরে রেখেছেন ৷ বর্তমানে তাঁরা যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ স্থানে আছেন ৷