দিল্লি, 29 জুন : টি-20 বিশ্বকাপ 2020-র ভাগ্য কী ? কোরোনা সংক্রমণের জেরে অক্টোবর ও নভেম্বরে আদৌ বিশ্বকাপ হবে কি না, তা জানা নেই কারও ৷ তবে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চলতি ICC বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ৷ কোরোনা সংক্রমণের জেরে বিশ্ব চ্যাম্পিয়নশিপের অন্তর্গত অনেক টেস্ট ম্যাচ বাতিল অথবা স্থগিত করতে হয়েছে আয়োজকদের ৷ তাই লকডাউন পরবর্তী সময়ে নতুন করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি তৈরিতে ব্যস্ত ICC ৷
ICC-র এক আধিকারিকের মতে, সংস্থার FTP বা ফিউচার টুর প্রোগ্রামকে বর্তমান পরিস্থিতির দিকে নজর দিয়ে কাজ করতে হবে ৷ বর্তমানে দ্বিপাক্ষিক সিরিজ় অনিশ্চিত হয়ে পড়েছে ৷ তাই এই সময় ICC-কে সমস্ত পরিস্থিতির উপর নজর রেখে কাজ করতে হবে ৷
এক সংবাদসংস্থাকে ICC-র এক আধিকারিক জানান, ‘‘বর্তমান পরিস্থিতিতে আমরা জানি আমরা কতটা ক্রিকেট হারিয়েছি ৷ কখন টি-20 বিশ্বকাপ হবে কেউ জানে না ৷ ঘেঁটে যাওয়া FTP প্রোগ্রামকে 2023 সাল পর্যন্ত নতুন করে সূচি বানাতে হবে ৷ ICC বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ অন্য সময়েও করা যেতে পারে যদি আমাদের মধ্যে সমন্বয় বজায় রাখতে পারি ৷ কিন্তু নতুন করে স্পোর্টস ক্যলেন্ডার তৈরি করা সহজ হবে না ৷ এটা সময় সাপেক্ষও বটে ৷’’
আরও পড়ুনঃ- ICC-র চেয়ারম্যান পদের দৌড়ে ডেভ ক্যামেরন
ICC-র বোর্ডের এক সদস্য নতুন করে সূচি বানানোর কথা নিশ্চিত করেছেন ৷ কোরোনা সংক্রমণের জেরে ক্রিকেটের যা ক্ষতি হয়েছে ও কীভাবে নতুন করে সূচি বানিয়ে তাতে প্রলেপ দেওয়া যায় তা নিয়ে আসন্ন বোর্ড মিটিংয়ে আলোচনা হবে বলেও জানান তিনি ৷
তিনি বলেন, ‘‘টি-20 বিশ্বকাপ ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে ৷ কয়েক বছরের আলোচনার পর অবশেষে টেস্ট চ্যাম্পিয়নশিপ দিনের আলো দেখেছে ৷ সুতরাং প্রায়োরিটি লিস্টে এটি সবার উপরের দিতে থাকবে তা বলাই যায় ৷ তবে ICC বাতিল বা স্থগিত হওয়া ম্যাচগুলিকে ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করতে অক্টোবর মাসে আলোচনায় বসবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ৷ এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা নিয়েও আলোচনা হতে পারে ICC-র বোর্ড মিটিংয়ে ৷’’