দুবাই, 10 ফেব্রুয়ারি : বিশ্বকাপ জয়ের আবেগে লাগাম টানতে পারেনি বাংলাদেশি ক্রিকেটাররা ৷ দলের ক্রিকেটারদের অভব্য আচরণে বাংলাদেশের অধিনায়ক আকবর আলি ক্ষমা চেয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও বিতর্ক এড়াতে পারেননি ৷ ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে ICC ৷ বিতর্কিত এই ঘটনা নিয়ে খুব শিগগির পদক্ষেপ নেবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা, জানিয়েছেন ভারতীয় অনূর্ধ্ব-19 দলের টিম ম্যানেজার অনিল প্যাটেল ৷
ICC যে বিষয়টি নিয়ে তদন্ত করছে জানিয়েছেন খোদ ম্যাচ রেফারি গ্রেম ল্যাব্রয় ৷ ইতিমধ্যেই ম্যাচ রেফারির কাছে ঘটনার বিবরণ চেয়েছে ICC ৷ সোমবার এই নিয়ে ICC-এর কাছে রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে ল্যাব্রয়ের ৷ ম্যাচ শেষের কয়েক মিনিটের ফুটেজও চেয়েছে ICC ৷
বিশ্বকাপ ফাইনালে বিপক্ষ দলের ক্রিকেটারদের বাজে আচরণে হতভম্ব ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ অনূর্ধ্ব-19 দলের টিম ম্যানেজার অনিল প্যাটেল বলেন, "কী কারণে এই ঘটনা ঘটল তা আমরা জানি না ৷ ঘটনায় আমরা সবাই অবাক ৷" তিনি আরও বলেন, "ম্যাচ রেফারি আমাদের কাছে এসে ক্ষমা চেয়ে গেছে ৷ তিনি জানিয়েছেন, বিষয়টি ICC খুব গুরুত্ব সহকারে দেখছে ৷ ম্যাচ চলাকালীন এবং ম্যাচের পর কী কী ঘটনা ঘটেছিল ও ভিডিয়ো ফুটেজ চেয়েছে তারা ৷"