ETV Bharat / sports

T-20 র‌্যাঙ্কিংয়ে উঠলেন বিরাট-রোহিত-ধাওয়ানরা - রোহিত শর্মা

T-20 র‌্যাঙ্কিংয়ে উঠে এলেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও শিখর ধাওয়ান ৷

বিরাট ও রোহিত
author img

By

Published : Sep 26, 2019, 5:13 AM IST

দুবাই, 26 সেপ্টেম্বর : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত T-20 সিরিজ়ে ব্যাটে সেভাবে রান পাননি রোহিত শর্মা ৷ তা সত্ত্বেও সদ্যপ্রকাশিত ICC-এর কুড়ি ওভারের ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ উঠে এলেন হিটম্যান ৷ আপাতত আট নম্বরে রয়েছেন তিনি ৷ তালিকায় উঠে এসেছেন বিরাট কোহলি ও শিখর ধাওয়ানও ৷

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি কুড়ি ওভারের ম্যাচে যথাক্রমে 12 ও 9 রান করেছেন রোহিত ৷ তারপরও উন্নতি হয়েছে তাঁর র‌্যাঙ্কিংয়ে ৷ 664 পয়েন্ট নিয়ে ইংরেজ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের সঙ্গে তালিকায় যুগ্মভাবে অষ্টম স্থানে রয়েছেন তিনি ৷ প্রোটিয়াদের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে অপরাজিত 72 রানের সৌজন্যে এক ধাপ উঠে এসেছেন বিরাট ৷ আপাতত তিনি 11 নম্বরে রয়েছেন ৷ অন্যদিকে, ওই সিরিজ়ের দুটি ম্যাচেই রান পেয়েছেন ধাওয়ান ৷ সেজন্য তালিকায় তিন ধাপ উঠে 13 নম্বর রয়েছেন তিনি ৷

Virat Kohli
কোহলি ও ধাওয়ান

তবে বোলারদের তালিকায় ভারতের অবস্থা তথৈবচ ৷ প্রথম 50-এ রয়েছেন শুধুমাত্র ওয়াশিংটন সুন্দর ৷ তাঁর র‌্যাঙ্ক 50 ৷ দলগত র‌্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারত ৷ তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা ৷ প্রথম দুটি স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান ও ইংল্যান্ড ৷

দুবাই, 26 সেপ্টেম্বর : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত T-20 সিরিজ়ে ব্যাটে সেভাবে রান পাননি রোহিত শর্মা ৷ তা সত্ত্বেও সদ্যপ্রকাশিত ICC-এর কুড়ি ওভারের ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ উঠে এলেন হিটম্যান ৷ আপাতত আট নম্বরে রয়েছেন তিনি ৷ তালিকায় উঠে এসেছেন বিরাট কোহলি ও শিখর ধাওয়ানও ৷

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি কুড়ি ওভারের ম্যাচে যথাক্রমে 12 ও 9 রান করেছেন রোহিত ৷ তারপরও উন্নতি হয়েছে তাঁর র‌্যাঙ্কিংয়ে ৷ 664 পয়েন্ট নিয়ে ইংরেজ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের সঙ্গে তালিকায় যুগ্মভাবে অষ্টম স্থানে রয়েছেন তিনি ৷ প্রোটিয়াদের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে অপরাজিত 72 রানের সৌজন্যে এক ধাপ উঠে এসেছেন বিরাট ৷ আপাতত তিনি 11 নম্বরে রয়েছেন ৷ অন্যদিকে, ওই সিরিজ়ের দুটি ম্যাচেই রান পেয়েছেন ধাওয়ান ৷ সেজন্য তালিকায় তিন ধাপ উঠে 13 নম্বর রয়েছেন তিনি ৷

Virat Kohli
কোহলি ও ধাওয়ান

তবে বোলারদের তালিকায় ভারতের অবস্থা তথৈবচ ৷ প্রথম 50-এ রয়েছেন শুধুমাত্র ওয়াশিংটন সুন্দর ৷ তাঁর র‌্যাঙ্ক 50 ৷ দলগত র‌্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারত ৷ তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা ৷ প্রথম দুটি স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান ও ইংল্যান্ড ৷

New York (USA), Sep 26 (ANI): A massive billboard, highlighting human rights abuses in Balochistan and urging the United Nations for help, went up near the Times Square in New York state of US. New York, where the headquarters of UN is situated, is currently holding the annual session of United Nations General Assembly where world leaders have assembled to discuss global issues such as climate change, terrorism among others. The billboard had a portrayal of 'Statue of Liberty' and had 'Help end human rights abuses in Balochistan' written on it.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.