ETV Bharat / sports

‘ব্যাক টু ক্রিকেট’ গাইড প্রকাশ ICC-র, সমালোচনায় প্রাক্তনরা - ব্যাক টু ক্রিকেট

গাইডলাইনে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে কারও ব্যক্তিগত ও সম্প্রদায়ের স্বাস্থ্য নিয়ে আপোষ করা হবে না ৷ এবং সরকারের সমস্ত নির্দেশিকা মেনে চলতে হবে ৷ গাইড লাইনে আরও বলা হয়েছে, কোনও সিরিজ খেলতে গেলে প্রথম ম্যাচ শুরুর আগে অবশ্যই 14 দিনে কোয়ারানটিনে থাকতে হবে ৷

image
icc
author img

By

Published : May 26, 2020, 9:53 PM IST

দিল্লি, ২৬ মে- কোরোনা ছড়িয়ে পড়ায় অনান্য খেলার মতো ক্রিকেটও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ প্রায় তিন মাস হয়ে গেল কোনও ক্রিকেট ম্যাচ খেলা হয়নি ৷ কিন্তু অর্থনৈতিক দিকটি ভেবে দেখে, ICC আপ্রাণ চেষ্টা করছে মাঠে ক্রিকেট ফেরানোর জন্য ৷ মাঠে ক্রিকেট ফেরানোর লক্ষ্য নিয়ে সম্প্রতি ICC ব্যাক টু ক্রিকেট গাইড প্রকাশ করেছে ৷

গাইডলাইনে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে কারও ব্যক্তিগত ও সম্প্রদায়ের স্বাস্থ্য নিয়ে আপস করা হবে না ৷ এবং সরকারের সমস্ত নির্দেশিকা মেনে চলতে হবে ৷ গাইড লাইনে আরও বলা হয়েছে, কোনও সিরিজ খেলতে গেলে প্রথম ম্যাচ শুরুর আগে বাধ্যতামূলক 14 দিনে কোয়ারানটিনে থাকতে হবে ৷

ICC গাইডলাইন প্রকাশ করার সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে প্রাক্তন ক্রিকেটারদের থেকে প্রতিক্রিয়া আসতে থাকে ৷ প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান বলেন, ‘‘যদি টিমকে 14 দিনের কোয়ারানটিনে যেতে হয় এবং COVID-19 এর টেস্ট করা হয়, তাতে আমার কোনও অসুবিধা নেই ৷ কিন্তু তারপরও ম্যাচের সময় যদি ক্রিকেটারদের আরও গাইড লাইন মানতে হয়, তাহলে তুমি বিষয়টি জটিল করছ ৷ তাহলে কোয়ারানটিনের কোনও মানে হয় না ৷’’

ICC প্রকাশিত গাইডলাইনে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে ট্রেনিংয়ের সময় ক্রিকেটারদের নিজেদের মধ্যে শারীরিক সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে ৷ ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে বেশকিছু পদক্ষেপ করা হবে ৷ প্রতিটা বলের আগে বোলারদের হাত স্যানিটাইজ় করতে হবে ৷ লালা রসের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ৷ ট্রেনিং চলাকালীন কোনও ক্রিকেটার ওয়াশ-রুমে যেতে পারবেন না ৷ ক্রিকেটারদের নিজেদের তোয়ালে, গ্লাভস, রুমাল ও টুপি ব্যবহার করতে হবে ৷ এই জিনিসগুলি শেয়ার করা যাবে না ৷

প্রাক্তন ভারত ওপেনার আকাশ চোপড়া বলেন, ’’এটা খুবই অপরিণত সিদ্ধান্ত ৷ খেলা শুরু হতে খানিকটা সময় লাগবে ৷ তবে আমরা যত কাছাকাছি আসব, তত বিষয়টি পরিষ্কার হবে ৷ যখন কোরোনা পরিস্থিতিতে ম্যাচ খেলতেই হবে, তখন এই গাইড লাইন বানানোর দরকার কী, তা আমার মাথায় ঢুকছে না ৷’’

এটা মনে করা হচ্ছে আন্তর্জাতিক ম্যাচ ফিরতে পারে ওয়েস্ট ইন্ডিজ় ও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের মধ্য দিয়ে ৷ তারপরই পাকিস্তানের ইংল্যান্ড সফর আছে ৷ এমন পরিস্থিতিতে শুধু মাত্র সময়ই বলবে এই গাইডলাইন কতটা যুক্তিপূর্ণ ৷

দিল্লি, ২৬ মে- কোরোনা ছড়িয়ে পড়ায় অনান্য খেলার মতো ক্রিকেটও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ প্রায় তিন মাস হয়ে গেল কোনও ক্রিকেট ম্যাচ খেলা হয়নি ৷ কিন্তু অর্থনৈতিক দিকটি ভেবে দেখে, ICC আপ্রাণ চেষ্টা করছে মাঠে ক্রিকেট ফেরানোর জন্য ৷ মাঠে ক্রিকেট ফেরানোর লক্ষ্য নিয়ে সম্প্রতি ICC ব্যাক টু ক্রিকেট গাইড প্রকাশ করেছে ৷

গাইডলাইনে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে কারও ব্যক্তিগত ও সম্প্রদায়ের স্বাস্থ্য নিয়ে আপস করা হবে না ৷ এবং সরকারের সমস্ত নির্দেশিকা মেনে চলতে হবে ৷ গাইড লাইনে আরও বলা হয়েছে, কোনও সিরিজ খেলতে গেলে প্রথম ম্যাচ শুরুর আগে বাধ্যতামূলক 14 দিনে কোয়ারানটিনে থাকতে হবে ৷

ICC গাইডলাইন প্রকাশ করার সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে প্রাক্তন ক্রিকেটারদের থেকে প্রতিক্রিয়া আসতে থাকে ৷ প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান বলেন, ‘‘যদি টিমকে 14 দিনের কোয়ারানটিনে যেতে হয় এবং COVID-19 এর টেস্ট করা হয়, তাতে আমার কোনও অসুবিধা নেই ৷ কিন্তু তারপরও ম্যাচের সময় যদি ক্রিকেটারদের আরও গাইড লাইন মানতে হয়, তাহলে তুমি বিষয়টি জটিল করছ ৷ তাহলে কোয়ারানটিনের কোনও মানে হয় না ৷’’

ICC প্রকাশিত গাইডলাইনে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে ট্রেনিংয়ের সময় ক্রিকেটারদের নিজেদের মধ্যে শারীরিক সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে ৷ ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে বেশকিছু পদক্ষেপ করা হবে ৷ প্রতিটা বলের আগে বোলারদের হাত স্যানিটাইজ় করতে হবে ৷ লালা রসের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ৷ ট্রেনিং চলাকালীন কোনও ক্রিকেটার ওয়াশ-রুমে যেতে পারবেন না ৷ ক্রিকেটারদের নিজেদের তোয়ালে, গ্লাভস, রুমাল ও টুপি ব্যবহার করতে হবে ৷ এই জিনিসগুলি শেয়ার করা যাবে না ৷

প্রাক্তন ভারত ওপেনার আকাশ চোপড়া বলেন, ’’এটা খুবই অপরিণত সিদ্ধান্ত ৷ খেলা শুরু হতে খানিকটা সময় লাগবে ৷ তবে আমরা যত কাছাকাছি আসব, তত বিষয়টি পরিষ্কার হবে ৷ যখন কোরোনা পরিস্থিতিতে ম্যাচ খেলতেই হবে, তখন এই গাইড লাইন বানানোর দরকার কী, তা আমার মাথায় ঢুকছে না ৷’’

এটা মনে করা হচ্ছে আন্তর্জাতিক ম্যাচ ফিরতে পারে ওয়েস্ট ইন্ডিজ় ও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের মধ্য দিয়ে ৷ তারপরই পাকিস্তানের ইংল্যান্ড সফর আছে ৷ এমন পরিস্থিতিতে শুধু মাত্র সময়ই বলবে এই গাইডলাইন কতটা যুক্তিপূর্ণ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.