ETV Bharat / sports

স্থগিত এবারের টি-20 বিশ্বকাপ, পিছোল পরের সূচিও - T20 World Cup

চলতি বছরে টুর্নামেন্ট স্থগিত করার আগে সমস্ত রাস্তা খতিয়ে দেখা হয় ৷ এখনও পর্যন্ত 6 বার এই টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ৷ শেষবার 2016 সালে ভারতে এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হয়৷ সেবার বিশ্বকাপ ঘরে তোলে ওয়েস্ট ইন্ডিজ় ৷

icc
icc
author img

By

Published : Jul 20, 2020, 8:08 PM IST

Updated : Jul 20, 2020, 9:32 PM IST

দিল্লি, 20 জুলাই : স্থগিত রাখা হল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এবছরের টি-20 বিশ্বকাপ ৷ কোরোনা ভাইরাসের জেরে অবশেষে স্থগিত করা হল ক্রিকেটের অন্যতম মেগা ইভেন্ট ৷ চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের আসর বসার কথা ছিল ৷ কিন্তু প্যানডেমিকের কথা ভেবে আজ ICC-র বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হল ৷

চলতি বছরে টুর্নামেন্ট স্থগিত করার আগে সমস্ত রাস্তা খতিয়ে দেখা হয় ৷ এখনও পর্যন্ত 6 বার এই টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ৷ শেষবার 2016 সালে ভারতে এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হয়৷ সেবার বিশ্বকাপ ঘরে তোলে ওয়েস্ট ইন্ডিজ় ৷

ICC র তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, ‘‘ আজকের IBC ( ICC-র কর্মাশিয়াল সাবসিডারি) বৈঠকে ICC-র পরবর্তী তিনটি ইভেন্টের সূচি নিশ্চিত করতে চাইছিল ৷ এবং কোরোনা ভাইরাসের কারণে ক্ষতি থেকে ফিরতে ক্রিকেটকে সুযোগ দিতে চেয়েছেন ৷’’

ICC তাদের পরবর্তী তিনটি ইভেন্টের নতুন সূচিও জানিয়ে দেয় ৷ এমন কী 2023 বিশ্বকাপের সূচিতেও পরিবর্তন করা হয়েছে ৷

নতুন সূচি অনুযায়ী পুরুষদের পরবর্তী তিনটি ICC ইভেন্ট

ICC 2021 টি-20 বিশ্বকাপ হবে 2021 সালের অক্টোবর-নভেম্বর মাসে ৷ ফাইনাল হবে 2021 সালের 14 নভেম্বর ৷

ICC 2022 টি-20 বিশ্বকাপ হবে 2022 সালের অক্টোবর-নভেম্বর মাসে ৷ ফাইনাল হবে 13 নভেম্বর 2022 ৷

ICC 2023 ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ হবে 2023 সালের অক্টোবর-নভেম্বর মাসে ৷ ফাইনাল হবে 2023 সালের 26 নভেম্বর ৷

তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল 2021 ও 2022 টি-20 বিশ্বকাপ কোথায় হবে, তা পরিষ্কার করেনি ৷ যদিও 2021 টি-20 বিশ্বকাপ আয়োজনের কথা ছিল ভারতের ৷

আগেই ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বিশ্বকাপ আয়োজন অনীহা দেখানো হয় ৷ ICC চিফ এগজ়িকিউটিভ মানু সনে বলেন, ‘‘সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখেই টি-20 বিশ্বকাপ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আমরা দুটি টি-20 বিশ্বকাপই নিরাপদ ও সফল করতে চাই ৷’’

দিল্লি, 20 জুলাই : স্থগিত রাখা হল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এবছরের টি-20 বিশ্বকাপ ৷ কোরোনা ভাইরাসের জেরে অবশেষে স্থগিত করা হল ক্রিকেটের অন্যতম মেগা ইভেন্ট ৷ চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের আসর বসার কথা ছিল ৷ কিন্তু প্যানডেমিকের কথা ভেবে আজ ICC-র বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হল ৷

চলতি বছরে টুর্নামেন্ট স্থগিত করার আগে সমস্ত রাস্তা খতিয়ে দেখা হয় ৷ এখনও পর্যন্ত 6 বার এই টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ৷ শেষবার 2016 সালে ভারতে এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হয়৷ সেবার বিশ্বকাপ ঘরে তোলে ওয়েস্ট ইন্ডিজ় ৷

ICC র তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, ‘‘ আজকের IBC ( ICC-র কর্মাশিয়াল সাবসিডারি) বৈঠকে ICC-র পরবর্তী তিনটি ইভেন্টের সূচি নিশ্চিত করতে চাইছিল ৷ এবং কোরোনা ভাইরাসের কারণে ক্ষতি থেকে ফিরতে ক্রিকেটকে সুযোগ দিতে চেয়েছেন ৷’’

ICC তাদের পরবর্তী তিনটি ইভেন্টের নতুন সূচিও জানিয়ে দেয় ৷ এমন কী 2023 বিশ্বকাপের সূচিতেও পরিবর্তন করা হয়েছে ৷

নতুন সূচি অনুযায়ী পুরুষদের পরবর্তী তিনটি ICC ইভেন্ট

ICC 2021 টি-20 বিশ্বকাপ হবে 2021 সালের অক্টোবর-নভেম্বর মাসে ৷ ফাইনাল হবে 2021 সালের 14 নভেম্বর ৷

ICC 2022 টি-20 বিশ্বকাপ হবে 2022 সালের অক্টোবর-নভেম্বর মাসে ৷ ফাইনাল হবে 13 নভেম্বর 2022 ৷

ICC 2023 ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ হবে 2023 সালের অক্টোবর-নভেম্বর মাসে ৷ ফাইনাল হবে 2023 সালের 26 নভেম্বর ৷

তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল 2021 ও 2022 টি-20 বিশ্বকাপ কোথায় হবে, তা পরিষ্কার করেনি ৷ যদিও 2021 টি-20 বিশ্বকাপ আয়োজনের কথা ছিল ভারতের ৷

আগেই ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বিশ্বকাপ আয়োজন অনীহা দেখানো হয় ৷ ICC চিফ এগজ়িকিউটিভ মানু সনে বলেন, ‘‘সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখেই টি-20 বিশ্বকাপ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আমরা দুটি টি-20 বিশ্বকাপই নিরাপদ ও সফল করতে চাই ৷’’

Last Updated : Jul 20, 2020, 9:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.