লন্ডন, 13 অগাস্ট : লস অ্যাঞ্জেলস-এ 2028 অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি সম্ভব বলে আশা করছে ICC । MCC-র ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং একথা জানান । এবিষয়ে এই বিষয়ে ICC-র CEO-র সঙ্গে কথা বলেছেন বলেও জানান গ্যাটিং । গ্যাটিং বলেন, "ICC চিফ এগজিকিউটিভ মনু সহনেইয়ের সঙ্গে কথা হয়েছে । মনু আশাবাদী যে, 2028 অলিম্পিকস-এ ক্রিকেট থাকবে । সেরকম হলে সেটা ক্রিকেটের জন্য দারুণ হবে ।"
গ্যাটিং আরও বলেন, "অলিম্পিকস দু'সপ্তাহের ব্যাপার । এক মাস ধরে চলবে না । তাতে সুবিধাই হবে । এক বার অলিম্পিকস-এর অন্তর্ভুক্ত হয়ে গেলে এই দু'সপ্তাহ পরিকল্পনা করার সুযোগ পাওয়া যাবে । আগামী 18 মাস কী ভাবে সব কিছু এগোয় সেটাই দেখার ।"
এদিকে ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে বিশ্বকাপ ফাইনালে বিতর্কিত ওভার থ্রো নিয়েও আলোচনা হয়েছে । সেই প্রসঙ্গে MCC এক বিবৃতিতে বলে, "বিশ্বকাপ ফাইনালে ওভার থ্রোর কথা মাথায় রেখে ক্রিকেট কমিটির বৈঠকে 19.8 আইন নিয়ে আলোচনা হয়েছে । ক্রিকেট কমিটি মনে করে, এই ব্যাপারে আইন স্পষ্ট রয়েছে । তবে ঠিক হয়েছে, সেপ্টেম্বরে আইন সংক্রান্ত সাব কমিটির সভায় এই নিয়ে পর্যালোচনা হবে ।"