দিল্লি , 7 অগাস্ট : আগামী দু'বছরে দুটো T20 বিশ্বকাপের আয়োজক নিয়ে আলোচনায় বসবে ICC । বৈঠকে যোগ দেবেন BCCI ও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধানরা । এই বৈঠকের সিদ্ধান্ত পরবর্তী ICC চেয়ারম্যানের মনোনয়নে অনেকেটা প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে । পরবর্তী চেয়ারম্যানের বিষয়ে ভারত বা অস্ট্রেলিয়া এখনও তাঁদের অবস্থান স্পষ্ট করেনি ।
BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার আর্ল এডিংস এবং নিক হকলি বৈঠকে যোগ দেবেন । ICC আশা করছে, 2021 এবং 2022 T20 বিশ্বকাপ আয়োজনের বিষয়ে দুই বোর্ড সহমতে পৌঁছাবে ।
ICC-র এক সদস্য বলেন, "এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হল আগামী বছরের শুরুতে নিউজ়িল্যান্ডে মহিলা ওয়ানডে বিশ্বকাপ সহ ICC টুর্নামেন্টগুলোর সময়সূচি তৈরি করা । আশা করা যায়, এই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে।"
অস্ট্রেলিয়া 2021 সালের অক্টোবরে T20 বিশ্বকাপের আয়োজক হওয়ার দাবি জানাতে পারে । কারণ তারা 2020 সালে T20 প্রস্তুতি সেরে ফেলে ছিল । তাঁরা দু'বছর অপেক্ষা করতে চায় না । এদিকে 2021 সালে T20 বিশ্বকাপের আয়োজক ভারত । ভারতীয় ক্রিকেট বোর্ড 2021 সালের বদলে 2022 সালে T20 করতে চায় না । কারণ 2023 সালে একদিনের বিশ্বকাপের আয়োজক ভারত । এক বছরের মধ্যে দু'টি বিশ্বকাপ আয়োজন করা বর্তমান পরিস্থিতিতে বেশ কঠিন ।
এদিকে ICC-র ওয়েবসাইটে বলা হয়েছে যারা অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড T-20 বিশ্বকাপের ম্যাচের টিকিট বুক করেছেন তাদের পরবর্তী ঘোষণার আগে পর্যন্ত অপেক্ষা করা উচিত। এই কারণেই অস্ট্রেলিয়া আগামী বছর T20 বিশ্বকাপের আয়োজনের পক্ষে সওয়াল করতে চায় ।