ETV Bharat / sports

ভারত না অস্ট্রেলিয়া, 2021 সালে T20 বিশ্বকাপের আয়োজক ঠিক করতে ত্রিপাক্ষিক বৈঠক

অস্ট্রেলিয়া 2021 সালের অক্টোবরে T20 বিশ্বকাপের আয়োজক হওয়ার দাবি জানাতে পারে কারণ তারা এবছর T20 প্রস্তুতি সেরে ফেলেছিল । তাঁরা 2 বছর অপেক্ষা করতে চায় না । এদিকে 2021 সালে T20 বিশ্বকাপের আয়োজক ভারত । ভারতীয় ক্রিকেট বোর্ড 2021 সালের বদলে 2022 সালে T20 করতা চায় না । কারণ 2023 সালে একদিনের বিশ্বকাপের আয়োজক ভারত । এক বছরের মধ্যে দুটি বিশ্বকাপ আয়োজন করা বর্তমান পরিস্থিতিতে বেশ কঠিন ।

ICC
ICC
author img

By

Published : Aug 7, 2020, 3:30 PM IST

দিল্লি , 7 অগাস্ট : আগামী দু'বছরে দুটো T20 বিশ্বকাপের আয়োজক নিয়ে আলোচনায় বসবে ICC । বৈঠকে যোগ দেবেন BCCI ও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধানরা । এই বৈঠকের সিদ্ধান্ত পরবর্তী ICC চেয়ারম্যানের মনোনয়নে অনেকেটা প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে । পরবর্তী চেয়ারম্যানের বিষয়ে ভারত বা অস্ট্রেলিয়া এখনও তাঁদের অবস্থান স্পষ্ট করেনি ।

BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার আর্ল এডিংস এবং নিক হকলি বৈঠকে যোগ দেবেন । ICC আশা করছে, 2021 এবং 2022 T20 বিশ্বকাপ আয়োজনের বিষয়ে দুই বোর্ড সহমতে পৌঁছাবে ।

ICC-র এক সদস্য বলেন, "এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হল আগামী বছরের শুরুতে নিউজ়িল্যান্ডে মহিলা ওয়ানডে বিশ্বকাপ সহ ICC টুর্নামেন্টগুলোর সময়সূচি তৈরি করা । আশা করা যায়, এই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে।"

অস্ট্রেলিয়া 2021 সালের অক্টোবরে T20 বিশ্বকাপের আয়োজক হওয়ার দাবি জানাতে পারে । কারণ তারা 2020 সালে T20 প্রস্তুতি সেরে ফেলে ছিল । তাঁরা দু'বছর অপেক্ষা করতে চায় না । এদিকে 2021 সালে T20 বিশ্বকাপের আয়োজক ভারত । ভারতীয় ক্রিকেট বোর্ড 2021 সালের বদলে 2022 সালে T20 করতে চায় না । কারণ 2023 সালে একদিনের বিশ্বকাপের আয়োজক ভারত । এক বছরের মধ্যে দু'টি বিশ্বকাপ আয়োজন করা বর্তমান পরিস্থিতিতে বেশ কঠিন ।

এদিকে ICC-র ওয়েবসাইটে বলা হয়েছে যারা অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড T-20 বিশ্বকাপের ম্যাচের টিকিট বুক করেছেন তাদের পরবর্তী ঘোষণার আগে পর্যন্ত অপেক্ষা করা উচিত। এই কারণেই অস্ট্রেলিয়া আগামী বছর T20 বিশ্বকাপের আয়োজনের পক্ষে সওয়াল করতে চায় ।

দিল্লি , 7 অগাস্ট : আগামী দু'বছরে দুটো T20 বিশ্বকাপের আয়োজক নিয়ে আলোচনায় বসবে ICC । বৈঠকে যোগ দেবেন BCCI ও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধানরা । এই বৈঠকের সিদ্ধান্ত পরবর্তী ICC চেয়ারম্যানের মনোনয়নে অনেকেটা প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে । পরবর্তী চেয়ারম্যানের বিষয়ে ভারত বা অস্ট্রেলিয়া এখনও তাঁদের অবস্থান স্পষ্ট করেনি ।

BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার আর্ল এডিংস এবং নিক হকলি বৈঠকে যোগ দেবেন । ICC আশা করছে, 2021 এবং 2022 T20 বিশ্বকাপ আয়োজনের বিষয়ে দুই বোর্ড সহমতে পৌঁছাবে ।

ICC-র এক সদস্য বলেন, "এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হল আগামী বছরের শুরুতে নিউজ়িল্যান্ডে মহিলা ওয়ানডে বিশ্বকাপ সহ ICC টুর্নামেন্টগুলোর সময়সূচি তৈরি করা । আশা করা যায়, এই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে।"

অস্ট্রেলিয়া 2021 সালের অক্টোবরে T20 বিশ্বকাপের আয়োজক হওয়ার দাবি জানাতে পারে । কারণ তারা 2020 সালে T20 প্রস্তুতি সেরে ফেলে ছিল । তাঁরা দু'বছর অপেক্ষা করতে চায় না । এদিকে 2021 সালে T20 বিশ্বকাপের আয়োজক ভারত । ভারতীয় ক্রিকেট বোর্ড 2021 সালের বদলে 2022 সালে T20 করতে চায় না । কারণ 2023 সালে একদিনের বিশ্বকাপের আয়োজক ভারত । এক বছরের মধ্যে দু'টি বিশ্বকাপ আয়োজন করা বর্তমান পরিস্থিতিতে বেশ কঠিন ।

এদিকে ICC-র ওয়েবসাইটে বলা হয়েছে যারা অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড T-20 বিশ্বকাপের ম্যাচের টিকিট বুক করেছেন তাদের পরবর্তী ঘোষণার আগে পর্যন্ত অপেক্ষা করা উচিত। এই কারণেই অস্ট্রেলিয়া আগামী বছর T20 বিশ্বকাপের আয়োজনের পক্ষে সওয়াল করতে চায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.