ETV Bharat / sports

দৃষ্টিহীন ক্রিকেটারদের সাহায্যে এগিয়ে এল ICA

কোরোনা পরিস্থিতির মধ্যে 78 লাখ টাকার সাহায্য করল ইন্ডিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ ICA-এর সাহায্য পেয়েছে 24 জন দৃষ্টিহীন ক্রিকেটার ৷

ICA
ICA
author img

By

Published : Jun 21, 2020, 9:44 PM IST

কলকাতা, 21 জুন : কোরোনা পরিস্থিতির মধ্যে অসুবিধায় পড়া দৃষ্টিহীন ক্রিকেটারদের সাহায্যে এগিয়ে এল ভারতীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ 24 জন ক্রিকেটারকে আর্থিক সাহায্য করেছে ICA ৷ তার মধ্যে রয়েছেন 2017 সালে পদ্মশ্রী পুরস্কার পাওয়া দৃষ্টিহীন ক্রিকেটার শেখর নায়কও ৷

কোরোনা মোকাবিলায় দুস্থদের সাহায্যের জন্য 78 লাখ টাকার ফান্ড জোগাড় করেছেন ভারতীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ সংস্থার প্রধান অশোক মালহোত্রা জানিয়েছেন, 24 জন দৃষ্টিহীন ক্রিকেটারকে সাহায্য করা হয়েছে ৷ তার মধ্যে 2012 টি-20 ক্রিকেট ব্লাইন্ড বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক শেখর নায়ককে 1 লাখ টাকা দেওয়া হবে ৷ কারণ শেখর এ গ্রেডের ক্রিকেটার ৷ দৃষ্টিহীন ক্রিকেটারদের নিয়ে মোট 57 জনকে সাহায্য করা হয়েছে ৷

বি গ্রেডের ক্রিকেটারদের 80 হাজার টাকা দেওয়া হবে ৷ সি গ্রেডের ক্রিকেটাররা পাবেন 60 হাজার টাকা ৷ যেসব ক্রিকেটারদের কাছে চাকরি নেই শুধুমাত্র তারাই এই সাহায্য় পাবেন বলে জানিয়েছেন অশোক মালহোত্রা ৷

কলকাতা, 21 জুন : কোরোনা পরিস্থিতির মধ্যে অসুবিধায় পড়া দৃষ্টিহীন ক্রিকেটারদের সাহায্যে এগিয়ে এল ভারতীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ 24 জন ক্রিকেটারকে আর্থিক সাহায্য করেছে ICA ৷ তার মধ্যে রয়েছেন 2017 সালে পদ্মশ্রী পুরস্কার পাওয়া দৃষ্টিহীন ক্রিকেটার শেখর নায়কও ৷

কোরোনা মোকাবিলায় দুস্থদের সাহায্যের জন্য 78 লাখ টাকার ফান্ড জোগাড় করেছেন ভারতীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ সংস্থার প্রধান অশোক মালহোত্রা জানিয়েছেন, 24 জন দৃষ্টিহীন ক্রিকেটারকে সাহায্য করা হয়েছে ৷ তার মধ্যে 2012 টি-20 ক্রিকেট ব্লাইন্ড বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক শেখর নায়ককে 1 লাখ টাকা দেওয়া হবে ৷ কারণ শেখর এ গ্রেডের ক্রিকেটার ৷ দৃষ্টিহীন ক্রিকেটারদের নিয়ে মোট 57 জনকে সাহায্য করা হয়েছে ৷

বি গ্রেডের ক্রিকেটারদের 80 হাজার টাকা দেওয়া হবে ৷ সি গ্রেডের ক্রিকেটাররা পাবেন 60 হাজার টাকা ৷ যেসব ক্রিকেটারদের কাছে চাকরি নেই শুধুমাত্র তারাই এই সাহায্য় পাবেন বলে জানিয়েছেন অশোক মালহোত্রা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.