লন্ডন, 31 মে : ফিল্ড আম্পায়ার ৷ যাঁরা সবথেকে কাছ থেকে ক্রিকেটারদের খেলতে দেখেন ৷ কোন ক্রিকেটার কীভাবে খেলেন তা তাদের নখদর্পনে ৷ আম্পায়ার ইয়ান গুল্ডকে প্রশ্ন করা হয়েছিল পৃথিবার সেরা তিন ক্রিকেটার কে কে ? জবাবে ক্যালিস, সচিন ও কোহলির নাম করেন গুল্ড ৷
এদিন গুল্ড বলেন, ‘‘ জ্যাক ক্যালিস ৷ আমি জ্যাককে দেখতে ভালোবাসি ৷ ও দুরন্ত ক্রিকেটার ৷ পরের দু‘জন অবশ্যই সচিন ও বিরাট ৷ তবে আমার দুর্ভাগ্য, আমি পন্টিংকে ব্যাটিং করতে সেভাবে দেখিনি ৷ তবে ও এক দুরন্ত প্রতিভা, দুরন্ত অধিনায়ক ৷ সত্যি করেই একজন গর্বিত অস্ট্রেলিয়ান ৷ আমি যখন এলাম, তখন ওর কেরিয়ার শেষের দিকে ৷ তবে জ্যাক ক্যালিস ৷ আমি সমস্ত দিন ধরে বসে জ্যাকের ব্যাটিং দেখতে পারি ৷ বিরাট ও সচিনের একই ৷ যদি তুমি চাও কেউ সারাজীবন ধরে ব্যাট করে যায়, তাহলে এরা সবথেকে সেরা বিকল্প ৷
2019 সালে ICC এলিট প্যানেল থেকে অবসর নেন গুল্ড ৷ তিনি তাঁর দীর্ঘ 13 বছরের কেরিয়ারে 250 টি ম্যাচে আম্পায়ারিং করেছেন ৷ তবে বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি ও প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান সচিনের মধ্যে তুলনা চলছেই ৷ সচিনের সব ফর্ম্যাটে 100টি শতরান আছে ৷ বিরাটের ইতিমধ্যে 70 টি ৷ অন্যদিকে ক্যালিসকে সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে ধরা হয় ৷ সব ফর্ম্যাট মিলিয়ে 25,534 রান করেছেন ক্যালিস ৷ নিয়েছেন 577টি উইকেট ৷