লন্ডন, 29 মার্চ : ইডেনে ফলো অন করতে নেমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনবাদ্য 281 রানের ইনিংস খেলেছিলেন ভি ভি এস লক্ষ্ণণ ৷ প্রাক্তন অজ়ি অধিনায়ক ইয়ান চ্যাপেলের মতে স্পিনের বিরুদ্ধে তাঁর দেখা অন্যতম সেরা ইনিংস ছিল এটি ৷
2001 সালে ঐতিহাসিক টেস্ট ম্যাচে দ্বিতীয় ইনিংসে লক্ষ্ণণ খেলেছিলেন 281 রানের ইনিংস ৷ ওই রানেই ভর করে সেইসময় প্রায় অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়াকে হারায় ভারত ৷ বিশ্বের অন্যতম সেরা বোলিং অ্যাটাকের বিরুদ্ধে ওই ইনিংস, চ্যাপেলের মতে তাঁর দেখা সেরা ইনিংস ৷ কারণ সেই সময় অজ়ি বোলিং অ্যাটাকে ছিলেন বিশ্বের অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্ন ৷
একটি সাক্ষাৎকারে ইয়ান চ্যাপেল বলেন, ‘‘ কোরোনার কারণে এই সময় কোনও ক্রিকেট খেলা নেই ৷ এটা আমাকে একটা সুযোগ করে দিয়েছে স্মৃতি রোমন্থনের ৷ আমি উপভোগ করি একজন ব্যাটসম্যান শুধুমাত্র দুরন্ত ফুটওয়ার্কের মাধ্যমে অন্যতম সেরা স্পিন অ্যাটাককে ভোঁতা করে দিয়েছিল ৷ দুটি ইনিংস আমার মনে পরে, একটি ভারতের ভি ভি এস লক্ষ্ণণের ও দ্বিতীয়টি অস্ট্রেলিয়ার ডগ ওয়াল্টারের ৷ কলকাতায় লক্ষণের 281 রানের ইনিংসটি স্পিনের বিরুদ্ধে ছিল অনবাদ্য ৷’’
দ্বিতীয় ইনিংসে রাহুল দ্রাবিড়ের সঙ্গে দুরন্ত 376 রানের পার্টনারশিপ করেন লক্ষ্ণণ ৷ গ্লেন ম্যাকগ্রা ও শেন ওয়ার্ন সমৃদ্ধ অস্ট্রলিয়ান বোলিং ভোঁতা হয়ে গিয়েছিল ৷ ভারতের ফিরে আসার দুরন্ত লড়াই দেখেছিল ইডেন গার্ডেন্স ৷
চ্যাপেল আরও বলেন,‘‘ওই ম্যাচ শেষে আমি ওয়ার্নকে প্রশ্ন করি তুমি কেমন বল করেছো বলে মনে হয় ৷ উত্তরে ওয়ার্ন বলেছিলেন, আমার মনে হয় না আমি খারাপ বল করেছি ৷’’ এর জবাবে চ্যাপেল বলেছিলেন, ‘‘ তুমি সত্যি করেই খারাপ বল করোনি ৷ এটা তোমার খারাপ বোলিং নয়, এটা ছিল লক্ষ্ণণের দুরন্ত ফুটওয়ার্ক ৷’’
লক্ষ্ণণের এই দুরন্ত ইনিংসের সুবাদে অজ়িদের বিরুদ্ধে 171 রানে জয় পায় ভারত ৷ একই সঙ্গে বিশ্বের প্রথম দল হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত ফলো অন করে ম্যাচ জেতে ৷