ETV Bharat / sports

"ভয় পেয়েছিলাম", পাঁচ মাস পর নেট সেশনে নেমে বললেন বিরাট

দীর্ঘ পাঁচ মাস পর প্র্যাকটিস শুরু করলেন RCB অধিনায়ক । নেট সেশনে দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন এবং RCB-র ডিরেক্টর মাইক হেসনও উপস্থিত ছিলেন ।

Virat Kohli
Virat Kohli
author img

By

Published : Aug 31, 2020, 8:25 AM IST

দুবাই, 30 অগাস্ট : টানা পাঁচ মাস পর মাঠে নেমে বেশ ভয় পেয়েছিলেন । অকপট স্বীকারোক্তি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির । তবে প্রথম প্র্যাক্টিস সেশন "প্রত্যাশার চেয়ে ভালো" হয়েছে বলেও জানালেন তিনি । কোরোনার জেরে লকডাউনে পাঁচ মাস পর IPL-এর আগে নেট সেশন শুরু করলেন তিনি ।

নেট সেশনে দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন এবং RCB দলের ডিরেক্টর মাইক হেসনও উপস্থিত ছিলেন । এই ফ্র্যাঞ্চাইজ়ির ওয়েবসাইটে একটি বক্তব্যে বিরাট কোহলি বলেন, "প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালো সেশন হয়েছে । সত্যি বলতে আমি খুব ভয় পেয়েছিলাম । আমি পাঁচ মাস ব্যাট হাতে তুলিনি । তবে হ্যাঁ, এটাও ঠিক, যা ভেবেছি তার চেয়ে অনেক ভালো হয়েছে ।" গত বছর IPL-এ RCB-র হয়ে সর্বোচ্চ রান তোলা 31 বছর বয়সি ব্যাটসম্যান জানান, লকডাউনে সুস্থ থাকার কারণেই দীর্ঘ বিরতির পর প্রশিক্ষণ নিলেও নেট সেশনে আরও ভালো পারফর্ম করতে পেরেছেন ।

কোহলি বলেন, "আমি লকডাউনের সময় বেশ খানিকটা প্রশিক্ষণ দিয়েছি, তাই বেশ ফিট রয়েছি । এবং এটিই সাহায্য করেছে । কারণ শরীর হালকা থাকায় ভালোভাবে খেলতে পারছি । আমার মনে হয়, বল হাতে যথেষ্ট সময় রয়েছে । এটাও একটা প্লাস পয়েন্ট ।" তিনি আরও বলেন, "ফিট না থাকলে শরীর ভারী হয়ে যায় এবং এটি মনের উপর প্রভাব ফেলতে থাকে । তবে হ্যাঁ, এটি আমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে ।"

গত সপ্তাহে দুবাই পৌঁছেছে RCB । 19 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে 13 তম IPL । কোরোনা সংক্রমণ ক্রমেই বাড়তে থাকায় T-20 ইভেন্টটি ভারত থেকে সরানো হয় । গতকাল নেট সেশন শুরু করে টিম RCB । কোহলির পাশাপাশি যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর ও শাহবাজ নাদিম এবং কয়েকজন পেসারও ট্রেনিং শুরু করেন । প্রথম সেশনেই সতীর্থদের পারফরমেন্সে সন্তুষ্ট ক্যাপ্টেন কোহলি ।

তিনি বলেন, “স্পিনাররা প্রথম দিনের জন্য বেশ ভালোই খেলেছে, তারা যথেষ্ট সময় ধরে উপযুক্ত বোলিং করেছে ।” তিনি বলেন, "শাহবাজ ভালো খেলছে, ওয়াশি (ওয়াশিংটন) খুব ভালো জায়গায় রয়েছে, চাহালের বোলিংও খুব ভালো লেগেছে । সিমারদের গতি কিছুটা অতিক্রম করেছিল । সব মিলিয়ে আমাদের শিবিরের শুরুটা যথেষ্ট ভালো হয়েছে ।"

প্রসঙ্গত, 2009 এবং 2016 সালে রানার্স-আপে শেষ করেও RCB কখনও IPL জেতেনি । অন্যান্য দলের মধ্যে রোহিত শর্মার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যে দুবাইতে এবং রাজস্থান রয়্যালস আবু ধাবিতে প্রথম নেট সেশন করেছে । গতকাল সন্ধ্যায় দিল্লি ক্যাপিটালসও মাঠে নেমেছে ।

দুবাই, 30 অগাস্ট : টানা পাঁচ মাস পর মাঠে নেমে বেশ ভয় পেয়েছিলেন । অকপট স্বীকারোক্তি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির । তবে প্রথম প্র্যাক্টিস সেশন "প্রত্যাশার চেয়ে ভালো" হয়েছে বলেও জানালেন তিনি । কোরোনার জেরে লকডাউনে পাঁচ মাস পর IPL-এর আগে নেট সেশন শুরু করলেন তিনি ।

নেট সেশনে দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন এবং RCB দলের ডিরেক্টর মাইক হেসনও উপস্থিত ছিলেন । এই ফ্র্যাঞ্চাইজ়ির ওয়েবসাইটে একটি বক্তব্যে বিরাট কোহলি বলেন, "প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালো সেশন হয়েছে । সত্যি বলতে আমি খুব ভয় পেয়েছিলাম । আমি পাঁচ মাস ব্যাট হাতে তুলিনি । তবে হ্যাঁ, এটাও ঠিক, যা ভেবেছি তার চেয়ে অনেক ভালো হয়েছে ।" গত বছর IPL-এ RCB-র হয়ে সর্বোচ্চ রান তোলা 31 বছর বয়সি ব্যাটসম্যান জানান, লকডাউনে সুস্থ থাকার কারণেই দীর্ঘ বিরতির পর প্রশিক্ষণ নিলেও নেট সেশনে আরও ভালো পারফর্ম করতে পেরেছেন ।

কোহলি বলেন, "আমি লকডাউনের সময় বেশ খানিকটা প্রশিক্ষণ দিয়েছি, তাই বেশ ফিট রয়েছি । এবং এটিই সাহায্য করেছে । কারণ শরীর হালকা থাকায় ভালোভাবে খেলতে পারছি । আমার মনে হয়, বল হাতে যথেষ্ট সময় রয়েছে । এটাও একটা প্লাস পয়েন্ট ।" তিনি আরও বলেন, "ফিট না থাকলে শরীর ভারী হয়ে যায় এবং এটি মনের উপর প্রভাব ফেলতে থাকে । তবে হ্যাঁ, এটি আমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে ।"

গত সপ্তাহে দুবাই পৌঁছেছে RCB । 19 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে 13 তম IPL । কোরোনা সংক্রমণ ক্রমেই বাড়তে থাকায় T-20 ইভেন্টটি ভারত থেকে সরানো হয় । গতকাল নেট সেশন শুরু করে টিম RCB । কোহলির পাশাপাশি যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর ও শাহবাজ নাদিম এবং কয়েকজন পেসারও ট্রেনিং শুরু করেন । প্রথম সেশনেই সতীর্থদের পারফরমেন্সে সন্তুষ্ট ক্যাপ্টেন কোহলি ।

তিনি বলেন, “স্পিনাররা প্রথম দিনের জন্য বেশ ভালোই খেলেছে, তারা যথেষ্ট সময় ধরে উপযুক্ত বোলিং করেছে ।” তিনি বলেন, "শাহবাজ ভালো খেলছে, ওয়াশি (ওয়াশিংটন) খুব ভালো জায়গায় রয়েছে, চাহালের বোলিংও খুব ভালো লেগেছে । সিমারদের গতি কিছুটা অতিক্রম করেছিল । সব মিলিয়ে আমাদের শিবিরের শুরুটা যথেষ্ট ভালো হয়েছে ।"

প্রসঙ্গত, 2009 এবং 2016 সালে রানার্স-আপে শেষ করেও RCB কখনও IPL জেতেনি । অন্যান্য দলের মধ্যে রোহিত শর্মার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যে দুবাইতে এবং রাজস্থান রয়্যালস আবু ধাবিতে প্রথম নেট সেশন করেছে । গতকাল সন্ধ্যায় দিল্লি ক্যাপিটালসও মাঠে নেমেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.