ETV Bharat / sports

"বিরাট-রোহিতের সম্পর্কের চিড় কীভাবে সামলাতেন", কোচ পদপ্রার্থীকে প্রশ্ন কপিল দেবের

ভারতের হেড কোচ নির্বাচনের জন্য 1983 সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়কের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠিত হয়েছিল ৷ প্রাক্তন ক্রিকেটার তথা ভারতীয় দলের প্রাক্তন কোচ অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গাস্বামীও কমিটিতে ছিলেন ৷ একাধিক পদপ্রার্থী ইন্টারভিউ নেয়  কমিটি ৷

"বিরাট-রোহিতের সম্পর্কের চিড় কীভাবে সামলাতেন", কোচের প্রার্থীকে প্রশ্ন কপিল দেবের
author img

By

Published : Aug 18, 2019, 7:36 PM IST

Updated : Aug 18, 2019, 7:47 PM IST

মুম্বই, 18 অগাস্ট : রোহিত শর্মা ও বিরাট কোহলির মধ্যে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে ৷ ইনস্টাগ্রামে বিরাটকে রোহিতের আনফলো করা হোক বা বিরাটের "স্কয়্যাডে" রোহিতের না থাকা হোক, এই জল্পনা উত্তরোত্তর বেড়েছেই ৷ আর বিষয়টিকে বিরাট ভিত্তিহীন বলে দাবি করলেও জল্পনায় বিরাম পড়েনি ৷ আর ভারতীয় দলের হেড কোচের পদের বাছাই তালিকায় থাকা এক প্রার্থী জানান, দুই তারকার সম্পর্ক নিয়ে তাঁকে প্রশ্ন করেছেন কপিল দেব ৷

ভারতের হেড কোচ নির্বাচনের জন্য 1983 সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়কের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠিত হয়েছিল ৷ প্রাক্তন ক্রিকেটার তথা ভারতীয় দলের প্রাক্তন কোচ অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গাস্বামীও কমিটিতে ছিলেন ৷ একাধিক পদপ্রার্থী ইন্টারভিউ নেয় কমিটি ৷ আর সেই ইন্টারভিউয়ে এক কোচ পদপ্রার্থীকে রোহিত-বিরাটের সম্পর্কের চিড় নিয়ে প্রশ্ন করা হয়েছে ৷ একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, "আমি ক্রিকেট অ্যাডভাইজ়ারি কমিটিকে (CAC) জানিয়েছি, এরমকম কোনও ঝগড়া নেই ৷ বিরাট ক্যামেরার সামনে অস্বীকারও করেছেন ৷ তাই আমি জানি না, কীভাবে এই প্রশ্নের উত্তর দেব ৷ কিন্তু, (এটা সত্যি হলে) আমি সঙ্গে সঙ্গে বিষয়টিতে হস্তক্ষেপ করে মিটিয়ে দিতাম ৷ "

দুই তারকার মধ্যে সম্পর্কের অবনতির জল্পনা যদি সত্যি হত, তাহলে কীভাবে পরিস্থিতি সামলাতেন, তাও জানতে চান কপিল দেব ৷ ওই পদপ্রার্থী জানান, "আমি এটাকে বাড়তে দিতাম না ৷ বিষয়টিতে BCCI-কেও অন্তর্ভুক্ত করতাম ৷ আর প্রতি মুহূর্তে তাদের জানাতাম, কী হচ্ছে ৷ কারণ, আমি একটা সুখী ও স্বাস্থ্যকর ড্রেসিংরুম চাই ৷ আর যদি কোনও মনকষাকষি থাকতই তাহলে সেটা বর্তমান কোচ (রবি শাস্ত্রী) মিটিয়ে দেননি কেন ?"

যদিও শেষপর্যন্ত ওই কোচ পদপ্রার্থীর ভাগ্যে শিঁকে ছেড়েনি ৷ রবি শাস্ত্রীকেই কোচ নির্বাচন করে ক্রিকেট অ্যাডভাইজ়ারি কমিটি ৷

মুম্বই, 18 অগাস্ট : রোহিত শর্মা ও বিরাট কোহলির মধ্যে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে ৷ ইনস্টাগ্রামে বিরাটকে রোহিতের আনফলো করা হোক বা বিরাটের "স্কয়্যাডে" রোহিতের না থাকা হোক, এই জল্পনা উত্তরোত্তর বেড়েছেই ৷ আর বিষয়টিকে বিরাট ভিত্তিহীন বলে দাবি করলেও জল্পনায় বিরাম পড়েনি ৷ আর ভারতীয় দলের হেড কোচের পদের বাছাই তালিকায় থাকা এক প্রার্থী জানান, দুই তারকার সম্পর্ক নিয়ে তাঁকে প্রশ্ন করেছেন কপিল দেব ৷

ভারতের হেড কোচ নির্বাচনের জন্য 1983 সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়কের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠিত হয়েছিল ৷ প্রাক্তন ক্রিকেটার তথা ভারতীয় দলের প্রাক্তন কোচ অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গাস্বামীও কমিটিতে ছিলেন ৷ একাধিক পদপ্রার্থী ইন্টারভিউ নেয় কমিটি ৷ আর সেই ইন্টারভিউয়ে এক কোচ পদপ্রার্থীকে রোহিত-বিরাটের সম্পর্কের চিড় নিয়ে প্রশ্ন করা হয়েছে ৷ একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, "আমি ক্রিকেট অ্যাডভাইজ়ারি কমিটিকে (CAC) জানিয়েছি, এরমকম কোনও ঝগড়া নেই ৷ বিরাট ক্যামেরার সামনে অস্বীকারও করেছেন ৷ তাই আমি জানি না, কীভাবে এই প্রশ্নের উত্তর দেব ৷ কিন্তু, (এটা সত্যি হলে) আমি সঙ্গে সঙ্গে বিষয়টিতে হস্তক্ষেপ করে মিটিয়ে দিতাম ৷ "

দুই তারকার মধ্যে সম্পর্কের অবনতির জল্পনা যদি সত্যি হত, তাহলে কীভাবে পরিস্থিতি সামলাতেন, তাও জানতে চান কপিল দেব ৷ ওই পদপ্রার্থী জানান, "আমি এটাকে বাড়তে দিতাম না ৷ বিষয়টিতে BCCI-কেও অন্তর্ভুক্ত করতাম ৷ আর প্রতি মুহূর্তে তাদের জানাতাম, কী হচ্ছে ৷ কারণ, আমি একটা সুখী ও স্বাস্থ্যকর ড্রেসিংরুম চাই ৷ আর যদি কোনও মনকষাকষি থাকতই তাহলে সেটা বর্তমান কোচ (রবি শাস্ত্রী) মিটিয়ে দেননি কেন ?"

যদিও শেষপর্যন্ত ওই কোচ পদপ্রার্থীর ভাগ্যে শিঁকে ছেড়েনি ৷ রবি শাস্ত্রীকেই কোচ নির্বাচন করে ক্রিকেট অ্যাডভাইজ়ারি কমিটি ৷

Kullu (HP), Aug 17 (ANI): Heavy rains caused great damage in the Bhunter town of Kullu district in Himachal Pradesh which led to the floodwater entering residential areas in the district. Locals of Bhunter town are facing trouble in passing the street due to the fast flow of the water. Due to heavy rainfall in many areas of Himachal Pradesh, the problem of connectivity with other towns and villages is being faced by the locals of HP.

Last Updated : Aug 18, 2019, 7:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.