কলকাতা, 4 জানুয়ারি : গত শনিবার থেকে দেশের অধিকাংশ সংবাদমাধ্যম, আপামর ক্রিকেট অনুরাগীদের নজর আলিপুরের এক বেসরকারি হাসপাতালের দিকে ৷ কারণ হার্টের সমস্যা নিয়ে সেখানেই ভরতি দেশের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সৌরভের জনপ্রিয়তা এই দিন তিনেকের মধ্যে হাড়েহাড়ে টের পেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ ঘণ্টায় ঘণ্টায় কোনও না কোনও ভিআইপি, সেলেবদের মুখ দেখা যাচ্ছে ৷ যে কারণে সৌরভের নামে আলাদা একটি লাউঞ্জ তৈরি করে ফেলেছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ নাম দেওয়া হয়েছে "সৌরভ গাঙ্গুলি লাউঞ্জ।"
শনিবার প্রথম দিনেই রাজ্যপাল জগদীপ ধনকড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এসেছিলেন । বাম নেতারাও এসেছেন । সকলেই সৌরভের কুশল জানতে চেয়েছেন এবং জেনে আশ্বস্ত হয়েছেন । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিয়মিত খোঁজ নিচ্ছেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে কথা বলেছেন । আজ দুপুরে কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর এসেছিলেন । সৌরভের সঙ্গে দেখা করেছেন বিসিসিআই সচিব জয় শাহ । সৌরভ অনুরাগীদের অনুসন্ধিৎসু মন শান্ত করতেই সৌরভ লাউঞ্জের ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ । যেখানে পূর্ব ঘোষণা ছাড়া যাঁরা আসছেন তাঁদের যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে । রাখা হয়েছে আতিথেয়তার ব্যবস্থাও ।
যাঁকে নিয়ে এত উৎকণ্ঠা সেই সৌরভের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল । চিকিৎসকরাও তাঁর অগ্রগতি দেখে খুশি । খুব শীঘ্রই হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়ার ভাবনাচিন্তা চলছে ৷