কলকাতা, 2 নভেম্বর : মরুদেশে এবার ডবল IPL । প্যানডেমিকের মধ্যে আরব আমিরশাহীতে চলতি ক্রোড়পতি লিগ সুপার ডুপার হিট । টুর্নামেন্ট লিগ পর্বের শেষ পর্যায়ে এসে পড়েছে । ছেলেদের IPL-এর কোয়ালিফায়ার পর্বের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে মেয়েদের IPL । 4 নভেম্বর থেকে যা খেলা হবে ওমেনন্স টি-20 চ্যালেঞ্জ নামে । BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতে, এই টি-20 চ্যালেঞ্জার ক্রিকেটকে বেছে নিতে মেয়েদের উদ্বুদ্ধ করবে ।
কোরোনা পরিস্থিতির মাঝে অনেক কাঠখড় পুড়িয়ে আরব আমিরশাহীতে IPL-এর আয়োজন করেছে BCCI । বছর শেষে অস্ট্রেলিয়া সফরেও যাচ্ছেন বিরাট কোহলিরা । কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড যে শুধু ছেলেদের ক্রিকেট নিয়েই ভাবছে তা মোটেও নয় । মহিলা ক্রিকেট নিয়েও বোর্ডের আলাদা পরিকল্পনা রয়েছে । কোরোনা প্যানডেমিকের মধ্যে আমিরশাহীতে মেয়েদের IPL আয়োজনেই তা স্পষ্ট । ইতিমধ্য়েই ক্রিকেটাররা আমিরশাহী পৌঁছে গেছেন । প্রতিটি ম্যাচই খেলা হবে শারজায় । এই বিষয়ে বোর্ড সভপতি বলেছেন, "BCCI সব ফরম্যাটেই ক্রিকেটের উন্নতি চায় । মেয়েদের ক্রিকেটের উন্নতি আমাদের ফোকাসে রয়েছে । আশা করছি জিও ওমেন্স টি-20 চ্যালেঞ্জ আরও কমবয়সি মেয়েদের ক্রিকেটকে বেছে নিতে অনুপ্রেরণা জোগাবে । ক্রিকেট যে মেয়েদের কেরিয়ার বদলে দেবে এটা জেনে অভিভাবকরা আত্মবিশ্বাস পাবেন ।"
ইতিমধ্যেই 2020 সংস্করণের জন্য জিও-কে টাইটেল স্পনসর ঘোষণা করেছে BCCI । যা মেয়েদের IPL-এ ইতিহাস বলা যেতে পারে । এই প্রথম মহিলা IPL কোনও টাইটেল স্পনসর পেল । জিও ও বোর্ডের এই পার্টনারশিপে "রিলায়েন্স ফাউন্ডেশন এডুকেশন অ্যান্ড স্পোর্টস ফর অল"-এর সমর্থন থাকবে । বোর্ড সচিব জয় শাহ বলেছেন, "আমরা মেয়েদের ক্রিকেটের উন্নতি এবং একে সমর্থন করতে চাই । এর জন্য আমাদের একটা মার্গ তৈরি করতে হবে । যাতে মহিলা ক্রিকেটাররা উৎসাহ পায় ।"
এই টি-20 চ্যালেঞ্জার শুধুমাত্র মেয়েদের ক্রিকেটের জনপ্রিয়তাই বাড়াবে না, ভারতীয় দলের মধ্যেও গভীরতা তৈরি করবে । বলছেন, ভারতীয় মহিলা টিমের বিধ্বংসী ওপেনার স্মৃতি মান্ধানা । গত বছরের মেয়েদের IPL নিয়ে বেশ সন্তুষ্ট স্মৃতি । স্টেডিয়াম ভরতি দর্শকদের মাঝে খেলতে পেরে আপ্লুত তিনি । এবার স্টেডিয়াম খালি থাকলেও দর্শক মেয়েদের IPL-এ চোখ রাখবেই, আশা স্মৃতির ।