ETV Bharat / sports

সচিন, ধোনি, বিরাটের দলে যোগ দিতে পেরে সম্মানিত : রোহিত - খেলরত্ন পেলেন রোহিত শর্মা

দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান পেয়ে অভিভূত । খেলরত্ন পুরস্কারে সম্মানিত হওয়ার পর বললেন রোহিত শর্মা ।

Khel Ratna award
Khel Ratna award
author img

By

Published : Aug 28, 2020, 2:23 PM IST

দিল্লি, 28 অগাস্ট : দেশের থেকে স্বীকৃতি পাওয়া একটি বিশাল প্রেরণা । দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান খেলরত্ন পুরস্কার পেয়ে বললেন রোহিত শর্মা ।

BCCI-এর টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিয়োতে আজ রোহিত শর্মা বলেন, "সর্বোচ্চ ক্রীড়া সম্মান পেয়ে খুব ভালো লাগছে । এই পুরস্কার পেয়ে আমি খুব খুশি । আমার নাম সুপারিশ করার জন্য আমি ক্রীড়ামন্ত্রী এবং BCCI-কে ধন্যবাদ জানাই । কঠোর পরিশ্রম করে যাব এবং দেশের হয়ে আরও জয়ের প্রতিশ্রুতি দিচ্ছি ।"

সচিন তেন্ডুলকর, এমএস ধোনি এবং বিরাট কোহলির পর খেলরত্ন পাচ্ছেন রোহিত শর্মা । তাঁর কথায়, "এই তালিকায় যোগ সত্যিই বিরাট সম্মানের । আমি এতে খুব খুশি ।"

Khel Ratna award
খেলরত্ন

আগামীকাল জাতীয় ক্রীড়া দিবসে "রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কার"-এ সম্মানিত করা হবে এমন পাঁচ অ্যাথলিটের মধ্যে অন্যতম রোহিত । তাঁর সঙ্গেই এই সম্মানে সম্মানিত করা হচ্ছে মারিয়াপ্পান থাঙ্গাভেলু (প্যারা-অ্যাথলেটিক্স), মনিকা বাতরা (টেবল টেনিস), ভিনেশ ফোগত (রেসলিং) এবং রানি রামপাল (হকি) । রোহিত শর্মা বলেন, “আমার অনুরাগী, আমার সাপোর্ট সিস্টেম এবং আমার পরিবার - আপনাদের সকলকে অনেক ধন্যবাদ । আপনাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এটি সম্ভব হত না । সমর্থন রাখুন এবং দলের সঙ্গে থাকুন । আপনাদের অনেক ধন্যবাদ ।"

  • I am very happy and feel privileged to receive this honour. I promise to keep working hard. Fans are my support system & I am sure they will keep backing us: @ImRo45 on his Rajiv Gandhi Khel Ratna Award, India’s highest sporting honour. pic.twitter.com/30d6vb6WMz

    — BCCI (@BCCI) August 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই প্রথমবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে জাতীয় ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান, 2020 । সেই সময় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু এবং অন্যান্য বিশিষ্টরা এই বিজ্ঞান ভবনে উপস্থিত থাকবেন ।

দিল্লি, 28 অগাস্ট : দেশের থেকে স্বীকৃতি পাওয়া একটি বিশাল প্রেরণা । দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান খেলরত্ন পুরস্কার পেয়ে বললেন রোহিত শর্মা ।

BCCI-এর টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিয়োতে আজ রোহিত শর্মা বলেন, "সর্বোচ্চ ক্রীড়া সম্মান পেয়ে খুব ভালো লাগছে । এই পুরস্কার পেয়ে আমি খুব খুশি । আমার নাম সুপারিশ করার জন্য আমি ক্রীড়ামন্ত্রী এবং BCCI-কে ধন্যবাদ জানাই । কঠোর পরিশ্রম করে যাব এবং দেশের হয়ে আরও জয়ের প্রতিশ্রুতি দিচ্ছি ।"

সচিন তেন্ডুলকর, এমএস ধোনি এবং বিরাট কোহলির পর খেলরত্ন পাচ্ছেন রোহিত শর্মা । তাঁর কথায়, "এই তালিকায় যোগ সত্যিই বিরাট সম্মানের । আমি এতে খুব খুশি ।"

Khel Ratna award
খেলরত্ন

আগামীকাল জাতীয় ক্রীড়া দিবসে "রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কার"-এ সম্মানিত করা হবে এমন পাঁচ অ্যাথলিটের মধ্যে অন্যতম রোহিত । তাঁর সঙ্গেই এই সম্মানে সম্মানিত করা হচ্ছে মারিয়াপ্পান থাঙ্গাভেলু (প্যারা-অ্যাথলেটিক্স), মনিকা বাতরা (টেবল টেনিস), ভিনেশ ফোগত (রেসলিং) এবং রানি রামপাল (হকি) । রোহিত শর্মা বলেন, “আমার অনুরাগী, আমার সাপোর্ট সিস্টেম এবং আমার পরিবার - আপনাদের সকলকে অনেক ধন্যবাদ । আপনাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এটি সম্ভব হত না । সমর্থন রাখুন এবং দলের সঙ্গে থাকুন । আপনাদের অনেক ধন্যবাদ ।"

  • I am very happy and feel privileged to receive this honour. I promise to keep working hard. Fans are my support system & I am sure they will keep backing us: @ImRo45 on his Rajiv Gandhi Khel Ratna Award, India’s highest sporting honour. pic.twitter.com/30d6vb6WMz

    — BCCI (@BCCI) August 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই প্রথমবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে জাতীয় ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান, 2020 । সেই সময় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু এবং অন্যান্য বিশিষ্টরা এই বিজ্ঞান ভবনে উপস্থিত থাকবেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.