ETV Bharat / sports

সৌরভকে দেখতে আজ কলকাতায় দেবী শেটি, স্টেন্ট বসানো নিয়ে আলোচনা - সৌরভ গাঙ্গুলির শারীরিক পরিস্থিতি

আজ সৌরভের বাকি দু'টি আর্টারিতে স্টেন্ট বসানো নিয়ে মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করবেন দেবী শেটি ৷ কত দ্রুত দু'টি স্টেন্ট বসানো যায় তা নিয়েই আলোচনা হবে ৷

heart specialist devi sethi coming to kolkata today to see sourav ganguly
heart specialist devi sethi coming to kolkata today to see souravheart specialist devi sethi coming to kolkata today to see sourav ganguly ganguly
author img

By

Published : Jan 28, 2021, 8:33 AM IST

কলকাতা, 28 জানুয়ারি : সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে আজ কলকাতায় আসছেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেটি ৷ গতকালই সৌরভের চিকিৎসায় যুক্ত চিকিৎসকদের সঙ্গে একপ্রস্থ কথা হয়েছে তাঁর ৷ আজ সৌরভের বাকি দু'টি আর্টারিতে স্টেন্ট বসানো নিয়ে মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করবেন তিনি ৷ কত দ্রুত দু'টি স্টেন্ট বসানো যায় তা নিয়েই আলোচনা হবে ৷

একটা স্ট্রেন বসানোর পর 7 তারিখ বাড়ি ফিরেছিলেন সৌরভ ৷ তিন সপ্তাহ কাটতে না কাটতেই গতকাল ফের বুকে অস্বস্তিবোধ নিয়ে হাসপাতালে ভরতি হন তিনি ৷ গ্রিন করিডর করে বাইপাসের ধারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । বর্তমানে সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা । তবে সৌরভের হার্টে আরও দুটি ব্লকেজ আছে ৷ আজ সকাল সাড়ে দশটার মধ্যে কলকাতায় আসবেন দেবী শেটি ৷ মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করে বাকি দুটি স্টেন্ট বসানো নিয়ে আলোচনা হবে ৷ দেবী শেটির উপস্থিতিতেই হয়তো স্টেন্ট বসানো হবে ৷

আরও পড়ুন : কয়েক সপ্তাহের ব্যবধানে ফের হাসপাতালে সৌরভ

সৌরভের ফের হাসপাতালে ভরতির খবরে চিন্তিত অনুরাগীরা ৷ ইতিমধ্যেই কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করে খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সৌরভের সুস্থতা কামনায় কৈলাস বিজয়বর্গীয় টুইট করেছেন ৷ বৈশালি ডালমিয়া, মন্ত্রী সুজিত বসু হাসপাতালে গিয়ে দেখা করে এসেছেন ৷ হাসপাতালে রয়েছে সৌরভের পরিবার ৷ হার্টে ব্লকেজ ধরা পড়ায় কয়েকদিন আগেই বুকে স্টেন্ট বসেছে সৌরভের দাদা স্নেহাসিশ গঙ্গোপাধ্যায়ের ৷ তিনিও হাসপাতালে উপস্থিত ছিলেন ৷

কলকাতা, 28 জানুয়ারি : সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে আজ কলকাতায় আসছেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেটি ৷ গতকালই সৌরভের চিকিৎসায় যুক্ত চিকিৎসকদের সঙ্গে একপ্রস্থ কথা হয়েছে তাঁর ৷ আজ সৌরভের বাকি দু'টি আর্টারিতে স্টেন্ট বসানো নিয়ে মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করবেন তিনি ৷ কত দ্রুত দু'টি স্টেন্ট বসানো যায় তা নিয়েই আলোচনা হবে ৷

একটা স্ট্রেন বসানোর পর 7 তারিখ বাড়ি ফিরেছিলেন সৌরভ ৷ তিন সপ্তাহ কাটতে না কাটতেই গতকাল ফের বুকে অস্বস্তিবোধ নিয়ে হাসপাতালে ভরতি হন তিনি ৷ গ্রিন করিডর করে বাইপাসের ধারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । বর্তমানে সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা । তবে সৌরভের হার্টে আরও দুটি ব্লকেজ আছে ৷ আজ সকাল সাড়ে দশটার মধ্যে কলকাতায় আসবেন দেবী শেটি ৷ মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করে বাকি দুটি স্টেন্ট বসানো নিয়ে আলোচনা হবে ৷ দেবী শেটির উপস্থিতিতেই হয়তো স্টেন্ট বসানো হবে ৷

আরও পড়ুন : কয়েক সপ্তাহের ব্যবধানে ফের হাসপাতালে সৌরভ

সৌরভের ফের হাসপাতালে ভরতির খবরে চিন্তিত অনুরাগীরা ৷ ইতিমধ্যেই কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করে খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সৌরভের সুস্থতা কামনায় কৈলাস বিজয়বর্গীয় টুইট করেছেন ৷ বৈশালি ডালমিয়া, মন্ত্রী সুজিত বসু হাসপাতালে গিয়ে দেখা করে এসেছেন ৷ হাসপাতালে রয়েছে সৌরভের পরিবার ৷ হার্টে ব্লকেজ ধরা পড়ায় কয়েকদিন আগেই বুকে স্টেন্ট বসেছে সৌরভের দাদা স্নেহাসিশ গঙ্গোপাধ্যায়ের ৷ তিনিও হাসপাতালে উপস্থিত ছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.